পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*३ ত্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ ( ১৮৮৩, ২২শে সেপ্টেম্বর কি পরিষ্কার ? ভিস্তি বললে, মহারাজ, আমার ডোল খুব পরিষ্কার; কিন্তু তোমার ঢোলের ভিতর মলমূত্র অনেক রকম ময়লা আছে। তাই বলছি, আমার ডোল থেকে জল খাও, এতে দোষ হবে না। তোমার ডোল অর্থাৎ তোমার দেহ, তোমার পেটে !

  • আর তার নামে বিশ্বাস কর । ত! হ’লে আর তীর্থাদিরও প্রয়োজন হবে না।” এই বলিয়া ঠাকুর ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন।

গান—( সিদ্ধাবস্থায় কৰ্ম্মভ্যাগ ) গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায় । কালী কালী কালী ব’লে অজপা যদি ফুরায় ॥ ত্রিসন্ধ্যা সে বলে কালী পুজা সন্ধ্যা সে কি চায়। সেই সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায় ॥ তবে বা কালী নামের এত গুণ কেবা জানতে পারে তায় । ङ्झ ।” দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায় ॥ छे• দয়া ব্রত দান আদি আর কিছু নাহি মনে লয়। ন মদনেরি যাগ যজ্ঞ ব্ৰহ্মমমীর রাঙা পায় ॥ যদি কেউ ঈশান সব শুনিয়া চুপ করিয়া আছেন। ঈশ্বর ত , ঈশানকে শিক্ষা ; বালকের ন্যায় বিশ্বাস-জনকের ন্যায় আগে সাধন, শূদ্র ( তবে সংসারে ঈশ্বরলাভ ] יהכ শ্রীরামকৃষ্ণ ( ঈশানের প্রতি )—আর কিছু খোচ মোচ ( সন্দেহ ) থাকে, জিজ্ঞাসা কর । ঈশান—আজ্ঞা, যা বলেছিলেন, বিশ্বাস । শ্রীরামকৃষ্ণ—ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায়। আর সব বিশ্বাস করলে আরও শীঘ্র হয়। গাভী যদি বেছে বেছে খায়, তা হ’লে দুধ কম দেয় ; সব রকম গাছ খেলে সে হুড় হুড়, ক’রে দুধ দেয়। “রাজকৃষ্ণ বাড়য্যের ছেলে গল্প করেছিল যে, একজনের প্রতি আদেশ হ’ল