পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদ্যাশক্তির উপাসনাতেই ব্ৰহ্ম উপাসনা–ব্রহ্ম ও শক্তি অভেদ ১৩ দেখ, এই ভেড়াতেই তোর ইষ্ট দেখিস। সে তাই বিশ্বাস করলে। সৰ্ব্বভুতে যে তিনিই আছেন।”

  • গুরু ভক্তকে ব’লে দিছিলেন যে, "রামই ঘটু ঘটুমে লেটা। ভক্তের অমনি বিশ্বাস ! যখন একটা কুকুর রুটি মুখে ক’রে পালাচ্ছে, তখন ভক্ত ঘিয়ের ভাড় হাতে করে পিছু পিছু দৌড়াচ্ছে, আর বলছে, ‘রাম একটু দাড়াও, রুটিতে ঘি মাথান হয় নাই!’ 卿

&

  • আচ্ছা, কৃষ্ণকিশোরের কি বিশ্বাস ! বোলতো, ‘ওঁ কৃষ্ণ ! ওঁ রাম ! এই মন্ত্র উচ্চারণ করলে কোটী সন্ধ্যার ফল হয় P

“আবার আমাকে কৃষ্ণকিশোর চুপি চুপি ব’লত, বোলো না কারুকে, আমার সন্ধ্যা-টন্ধ্যা ভাল লাগে না P “আমারও ঐ রকম হয়! মা দেখিয়ে দেন যে, তিনিই সব হ’য়ে রয়েছেন। বাহের পর ঝাউতলা থেকে আসছি, পঞ্চবটির দিকে, দেখি, সঙ্গে একটি কুকুর আসছে, তখন পঞ্চবটির কাছে একবার দাড়াই, মনে করি, মা যদি একে দিয়ে কিছু বলান!” “তাই তুমি যা বললে, বিশ্বাসে * সব মিলে। [The difficult Problem of the Householder and the Lord's Grace. I ঈশান—আমি কিন্তু গৃহে রয়েছি। শ্রীরামকৃষ্ণ—তা হলেই বা, তার কৃপা + হ’লে অসম্ভব সম্ভব হয়। রাম=

  • সৰ্ব্ব ধৰ্ম্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ ।

অহং ত্বম সৰ্ব্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ ॥ গীতা—১৮, ৬৬ t “With man it is impossible, but nothing is impossible with the Lord.' —Christ.