পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উীরামকৃষ্ণ সৰ্ব্বধৰ্ম্ম সমন্বয়ে—বলরামের পিতার সঙ্গে কথা ১০৭ বলরামের পিতা বৈষ্ণব। তাই বুঝি এবার শ্রীরামকৃষ্ণ গোপীদের উদভ্ৰান্ত প্রেমের গান গাহিতেছেন— শ্বামের নাগাল পেলাম না লো সই। আমি কি সুখে আর ঘরে রই। শুাম যদি মোর হ’ত মাথার চুল। যতন করে বাধতুম বেণী সই দিয়ে বকুল ফুল । শু্যাম যদি মোর কঙ্কণ হ’ত, বাহু মাঝে সতত রহিত । ( কঙ্কণ নাড়া দিয়ে চলে যে তুম সই ) ( বাহু নাড়া দিয়ে ) ( শুাম-কঙ্কণ হাতে দিয়ে ) ( চলে যে তুম সই ) ( রাজ পথে ) শু্যাম যথন বাজায় তার বশি আমি তখন জল ল’তে যমুনায় আসি ॥ (আমি ) বনপোড়া হরিণীর মত ইতি উতি চেয়ে রই ॥ দ্বিতীয় পরিচ্ছেদ গ্রীরামকৃষ্ণ সৰ্ব্বধৰ্ম্ম সমন্বয়ে—বলরামের পিতার সঙ্গে কথা বলরামের পিতার ভদ্রক প্রভৃতি উড়িষ্যার নানাস্থানে জমিদারি আছে ও র্তাহাদের বৃন্দাবন, পুরী, ভদ্রক প্রভৃতি নানাস্থানে দেবসেবা অতিথিশালা আছে । তিনি শেষ জীবনে শ্ৰীবৃন্দাবনে ৬ষ্ঠামসুন্দরের কুঞ্জে র্তাহার সেবা লইয়া থাকিতেন। বলরামের পিতা মহাশয় পুরাতন বৈষ্ণব । অনেক বৈষ্ণব ভক্তরা শাক্ত, শৈব ও বেদাস্তবাদীদের সঙ্গে সহানুভূতি করেন না ; কেহ কেহ তাহাজের