পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরে কোজাগর লক্ষ্মী পূর্ণিমা S లి

  • নিত্যে পহু ছানর নাম ব্রহ্মজ্ঞান। বড় কঠিন। একেবারে বিষয় বুদ্ধি না গেলে হয় না। হিমালয়ের ঘরে যখন ভগবতী জন্মগ্রহণ করলেন, তখন পিতাকে নানারূপে দর্শন দিলেন । হিমালয় বললেন মা আমি ব্ৰহ্মদর্শন করতে ইচ্ছা করি। তখন ভগবতী ব’লছেন, পিতা যদি তা ইচ্ছা করেন তাহলে আপনার সাধুসঙ্গ করতে হবে। সংসার থেকে তফাৎ হয়ে নির্জনে মাঝে মাঝে সাধুসঙ্গ করবেন।

“সেই এক থেকেই অনেক ছয়েছে—নিত্য থেকেই লীলা । এক অবস্থায় ‘অনেক চলে যায়, আবার ‘এক ও চলে যায়—কেন না এক থাকলেই দুই । তিনি যে উপমারহিত—উপমা দিয়ে বুঝাবার যো নাই। অন্ধকার ও আলোর মধ্যে । আমরা যে আলো দেখি সে আলো নয়—এ জড় আলো নয় ।” + “আবার যখন তিনি অবস্থা বদলে দেন—যখন লীলাতে মন নামিয়ে আনেন —তখন দেখি ঈশ্বরমায়া জীব জগৎ—তিনি সব হয়ে রয়েছেন।” : [ ঈশ্বর কৰ্ত্ত—“তুমি ও তোমার’ ] “আবার কখনও তিনি দেখান তিনি এই সমস্ত জীব জগৎ করেছেন— যেমন বাবু আর তার বাগান।” "তিনি কৰ্ত্ত আর তারই এই সমস্ত জীব জগৎ, এইটির নাম জ্ঞান। আর ‘আমি কর্তা’, ‘আমি গুরু ‘আমি বাবা এরই নাম অজ্ঞান। আর আমার এই সমস্ত গৃহ পরিবার ধন, জন এরই নাম অজ্ঞান ।” ه -” له كر বলরামের পিতা—আজ্ঞে হা । শ্রীরামকৃষ্ণ—যতদিন না ‘তুমি কর্তা এইটী বোধ হয় ততদিন ফিরে ফিরে

  • দেবীভাগবত, সপ্তম স্কন্ধ—৩১, ৩৫-৩৬ অধ্যায় + 'এ জড় আলো নয়’—“তৎ জ্যোতিষাং জ্যোতিঃ

“তচ্ছত্ৰং জ্যোতিষাং জ্যোতি: তৎসৎ আত্মবিদে বিদুঃ”—মুণ্ডক উপনিষৎ—২২৯ * স্বং জাতোভবসি বিশ্বতোমুখমূ-শ্বেতশ্বেতর—৪৩ Ե--Փճ