পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীরামকৃষ্ণ মণি প্রভৃতি ভক্ত সঙ্গে নানা মত বটে। হাঙটা বোলতো, মতের জন্ত সাধুসেবা হোলো নী t এক জায়গায় ভাণ্ডারা হচ্ছিল। অনেক সাধু সম্প্রদায় ; সবাই বলে আমাদের সেবা আগে, তারপর অন্ত সম্প্রদায়। কিছুই মীমাংসা হোলো না ; শেষে সকলে চলে গেল ! আর বেশ্বাদের খাওয়ানো হোলো !” মণি—তোতাপুরী খুব লোক । শ্রীরামকৃষ্ণ-হাজরা বলে অমনি ( সামান্ত ) ৷ না বাবু, কথায় কাজ নাই —সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে। “দ্যাথো নারাণ শাস্ত্রীর খুব কিন্তু বৈরাগ্য হয়েছিল। অত বড় পণ্ডিতস্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল। মন থেকে একবারে কামিনী-কাঞ্চন ত্যাগ করলে তবে যোগ হয় । কারু কারু যোগীর লক্ষণ দেখা যায় ।” “তোমায় ঘটুচক্রের বিষয় কিছু বলে দিতে হবে। যোগীরা ষটুচক্র ভেদ করে তার কৃপায় তাকে দর্শন করে। যট্‌চক্র শুনেছ ?” মণি—বেদান্তমতে সপ্তভূমি । স্ত্রীরামকৃষ্ণ—বেদান্ত নয় ; বেদ মত। যট্‌চক্র কি রকম জানো ? স্বক্ষ দেহের ভিতর সব পদ্ম আছে—যোগীরা দেখতে পায়। যেমন মোমের গাছের ফলপাত । মণি—আজ্ঞে হা, যোগীরা দেখতে পায়। একটা বইয়ে আছে, একরকম কাচ আছে ( Màgnifier ) তার ভিতর দিয়ে দেখলে খুব ছোট জিনিষ বড় দেখায়। সেইরূপ যোগের দ্বারা ঐ সব স্বক্ষ পদ্ম দেখা যায়। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটীর ঘরে থাকিতে বলিয়াছেন। মণি ঐ ঘরে রাত্রিবাস করিতেছেন । 屬 প্রত্যুষে ঐ ঘরে একাকী গান গাহিতেছেন— গৌর হে আমি সাধন-ভজন-হীন। পরশে পবিত্র কোরো আমি দীনহীন ॥ চরণ পাবো পাবো বলে হে, ( চরণ তো আর পেলাম না, গৌর 1) আমার আশায় আশায় গেল দিন ।