পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর-ঈশ্বর দর্শনের পর অবস্থা X82 “প্রতিমাতে তার আবির্ভাব হয় আর মানুষে হবে না?” “তিনি নরলীলা করবার জন্য মানুষের ভিতর অবতীর্ণ হন, যেমন রামচন্দ্র, শ্ৰীকৃষ্ণ, চৈতন্যদেব। অবতারকে চিন্তা করলেই তার চিন্তা করা হয়।” ব্ৰহ্মভক্ত ভগবান দাস আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ (ভগবান দাসের প্রতি )—ঋষিদের ধৰ্ম্ম সনাতন ধৰ্ম্ম, অনন্তকাল আছে ও থাকবে। এই সনাতন ধৰ্ম্মের ভিতর নিরাকার সাকার সব রকম পূজা আছে ; জ্ঞানপথ ভক্তিপথ সব আছে। অন্তান্ত যে সব ধৰ্ম্ম, আধুনিক ধৰ্ম্ম ; কিছুদিন থাকবে আবার যাবে।