পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ, রাখাল (স্বামী ব্ৰহ্মানন্দ ) অধর, হরি, (স্বামী তুরীয়ানন্দ ) প্রভৃতি ভক্তসঙ্গে ] ঠাকুর গ্রীরামকৃষ্ণ সেই পূৰ্ব্ব-পরিচিত ঘরে বসিয়া আছেন ; বেলা ১১টা হইয়াছে। রাখাল, মাষ্টার প্রভৃতি ভক্তেরা সেই ঘরে উপস্থিত আছেন। গত রাত্রে yফলহারিণী কালীপূজা হইয়া গিয়াছে ; সেই উৎসব উপলক্ষে নাটমন্দিরে শেষ রাত্রি হইতে যাত্রা হইয়াছে—বিদ্যাসুন্দরের যাত্র । শ্রীরামকৃষ্ণ সকালে মন্দিরে মাকে দর্শন করিতে গিয়া একটু যাত্রা শুনিয়াছেন। যাত্রাওলার স্নানান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে আসিয়াছেন। আজ শনিবার ১২ই জ্যৈষ্ঠ, ২৪শে মে ১৮৮৪ খৃঃ অঃ, অমাবস্তা। যে গৌরবর্ণ ছোকরাটি বিদ্যা সাজিয়াছিলেন, তিনি সুন্দর অভিনয় করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ র্তাহার সহিত আনন্দে অনেক ঈশ্বরীয় কথা কহিতেছেন। ভক্তগণ আগ্রহের সহিত সমস্ত শুনিতেছেন । s শ্রীরামকৃষ্ণ ( বিদ্যা অভিনেতার প্রতি )—তোমার অভিনয়টি বেশ হয়েছে। যদি কেউ গাইতে, বাজাতে, নাচতে, কি একটা কোন বিদ্যাতে ভাল হয়, সে যদি চেষ্টা করে, শীঘ্রই ঈশ্বর লাভ করতে পারে। [ যাত্রাওয়ালাকে ও চানকের সিপাইদিগকে শিক্ষা— অভ্যাসযোগ ; মৃত্যু স্মরণ কর ]

  • আর তোমরা যেমন অনেক অভ্যাস করে গাইতে, বাজাতে বা নাচতে শিখ, সেইরূপ ঈশ্বরেতে মনের যোগ অভ্যাস করতে হয় ; পূজা, জপ, ধ্যান এ সব নিয়মিত অভ্যাস করতে হয়।**
  • অভ্যাসযোগেন ততো মামিচ্ছাপ্তম্ ধনঞ্জয়—গীত, ১৯।৯