পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> a o শ্ৰীশ্ৰীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ ১৮৮৫, ফেব্রুয়ারী ২২ যার আপনি মেতে জগৎ মাতায়, তারা, তারা দুভাই এসেছে রে । যারা আচণ্ডালে কোল দেয়, তারা, তারা দুভাই এসেছে রে ॥ আর এটাও গাইতে হয়— গৌর নিতাই তোমরা দুভাই, পরম দয়াল হে প্ৰভু ! আমি তাই শুনে এসেছি হে নাথ, তোমরা নাকি আচণ্ডালে দাও কোল, কোল দিয়ে বলতে বল হরিবোল । দ্বিতীয় পরিচ্ছেদ জন্মোৎসবে ভক্তসম্ভাষণে এইবার ভক্তেরা প্রসাদ পাইতেছেন । চিডে মিষ্টান্নাদি অনেক প্রকার প্রসাদ তাহারা পাইয়া তৃপ্তি লাভ করিলেন। ঠাকুর মাষ্টারকে বলিতেছেন, "মুখুয্যেদের বল নাই ? সুরেন্দ্রকে বল, বাউলদের খেতে বলতে ’ শ্ৰীযুক্ত বিপিন সরকার আসিয়াছেন। ভক্তেরা বলিলেন, ‘এর নাম বিপিন সরকার।’ ঠাকুর উঠিয়া বসিলেন ও বিনীতভাবে বলিলেন, ‘একে আসন দাও । আর পান দাও । তাহাকে বলিতেছেন, “আপনার সঙ্গে কথা কইতে পেলাম না ; অনেক ভিড ? গিরীন্দ্রকে দেখিয়া ঠাকুর বাবুরামকে বলিলেন, ‘একে একখানা আসন দাও।” নৃত্যগোপাল মাটিতে বসিয়াছিলেন দেখিয়া ঠাকুর বলিলেন, ‘ওকেও একখানা আসন দাও।” \ সিতির মহেন্দ্র কবিরাজ আসিয়াছেন । ঠাকুর সহাস্তো রাখালকে ইঙ্গিত করিতেছেন, হাতটা দেখিয়ে নে ৷” শ্ৰীযুক্ত রামলালকে বলিতেছেন, গিরীশ ঘোষের সঙ্গে ভাব কর, তা হলে থিয়েটার দেখতে পাবি । ( হাস্ত্য )।