পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:Sky শ্ৰীশ্ৰীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ ] נאא אלל দ্বিজর ভগিনী ও ছোট দিদিমা ঠাকুরের অসুখ শুনিয়া দেখিতে আসিয়াছেন; র্তাহারা প্ৰণাম করিয়া ঘরের একপাশে বসিলেন। দ্বিজর দিদিমাকে দেখিয়া ঠাকুর বলিতেছেন, ‘ইনি কে ?—যিনি দ্বিজকে মানুষ করেছেন? আচ্ছ, দ্বিজ এমন এমন (একতারা ) কিনেচ কেন ? মাষ্টার-আজ্ঞ, তাতে দুইতার আছে। শ্রীরামকৃষ্ণ–একে ওর বাবা বিরুদ্ধ ; সবাই কি বল্বে ? ওর পক্ষে গোপনে (ঈশ্বরকে ) ডাকাই ভাল। ত্রীরামকৃষ্ণের ঘরে দেয়ালে টাঙ্গান গৌর নিতাইয়ের ছবি একখানা বেশী ছিল ; গোঁর নিতাই সাঙ্গোপাঙ্গ লইয়া নবদ্বীপে সংকীৰ্ত্তন করছেন এই ছবি। রামলাল—( শ্রীরামকৃষ্ণের প্রতি )—তা হলে, ছবিখানি একেই (মাষ্টারকে ) দিলাম। শ্রীরামকৃষ্ণ—আচ্ছা ; তা বেশ । [ শ্রীরামকৃষ্ণ ও হরিশের সেবা ] ঠাকুর কয়েকদিন প্রতাপের ঔষধ খাইতেছেন। গভীর রাত্রে, উঠিয়া পড়িয়াছেন, প্রাণ আই-চাই করিতেছে। হরিশ সেবা করেন, ঐ ঘরেই ছিলেন ; রাখালও আছেন ; ঐযুক্ত রামলাল বাহিরের বারাণ্ডায় গুইয়৷ আছেন। ঠাকুর পরে বলিলেন প্রাণ আই ঢাই করাতে হরিশকে জড়াতে, ইচ্ছা হোল ; মধ্যম নারায়ণ তেল দেওয়াতে ভাল হলাম ; তখন আবার নাচতে লাগলাম । পঞ্চম ভাগ সমাপ্ত