পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శిe 8 ঐস্ত্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ পরিশিষ্ট ক’খানা বাড়ী, কত বাগান, কত কোম্পানীর কাগজ। বাবুর সঙ্গে আলাপ হ’লে আবার চাকর দ্বারবান সব সেলাম করবে । ( সকলের হাস্ত ) ৷” একজন ভক্ত—এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয় ? শ্রীরামকৃষ্ণ—তাই o সাধন চাই। ঈশ্বর আছেন বলে ব’সে থাকলে হবে না। তার কাছে যেতে হবে। নির্জনে তাকে ডাকো, প্রার্থনা করো-দেখা, দাও বলে। "কুল হয়ে কাদো। কামিনীকাঞ্চনের জন্ত পাগল হয়ে বেড়াতে পার, তবে তার জন্য একটু পাগল হও । লোক বলুক যে, ঈশ্বরের জন্ত অমুক পাগল হয়ে গেছে। দিনকতক না হয় সব ত্যাগ ক’রে তাকে একলা ডাকো । শুধু "তিনি আছেন’ ব’লে বসে থাকলে কি হবে ? হালদার পুকুরে বড় মাছ আছে, পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায় ? চার কর, চার লৈ। ক্রমে গভীর জল থেকে মাছ আসবে, আর জল নড়বে। তখন আনন্দ হবে। হয়ত মাছের খানিকটা একবার দেখা গেল, মাছটা টপাং ক’রে উঠলো। যখন দেখা গেল, আরও আনন্দ * ঠিক এই কথা স্বামীজীও চিকাগোর ধৰ্ম্মসমিতি সমক্ষে বলিলেন—অর্থাৎ ধৰ্ম্মের উদ্দেশুে ঈশ্বরকে লাভ করা, দর্শন করা— “The Hindu does not want to live upon words and theories. He must see God and that alone can destroy all doubts. So the best proof a Hindu sage gives about the soul, about god, is ‘I have seen the soul ; I have seen God.” The whole struggle in their system is a constant struggles to become perfect, to become divine, to reach God and see God ; and their reaching God, seeing God, becoming perfect even as the Father in Heaven is perfect” constitutes the

  • †o $fath footwo often—Blessed are the pure in spirit, for they shall see God.