পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রীরামকৃষ্ণ—কৰ্ম্মযোগ নরেজ ও দরিদ্রনারায়ণ সেবা २३G কিন্তু সৰ্ব্বত্যাগী কামিনীকাঞ্চনত্যাগী সিদ্ধ মহাপুরুষ যদি নিষ্কাম কৰ্ম্ম ক'রে দেখান, তা হ’লে লোক সহজে উহা বুঝিতে পারে ও র্তাহার পদামুসরণ করে । স্বামী বিবেকানন্দ কামিনীকাঞ্চলত্যাগী। তিনি নির্জনে গুরুর উপদেশে অনেকদিন সাধনা করিয়া সিদ্ধিলাভ করিয়াছিলেন । তিনি যথার্থ কৰ্ম্মযোগের অধিকারী। তবে তিনি সন্ন্যাসী, মনে করিলেই ঋষিদের মত অথবা তাহার গুরুদেব পরমহংসদেবের মত, কেবল জ্ঞান ভক্তি লইয়া থাকিতে পারিতেন । কিন্তু তাহার জীবন কেবল ত্যাগের দৃষ্টান্ত দেখাইবার জন্য চয় নাই। সংসারীরা যে সকল বস্তু গ্রহণ করে, অনাসক্ত হইয় তাহাদের কিরূপ ব্যবহার করিতে হয়, নারদ, শুকদেব ও জনকাদির দ্যায় স্বামীজী লোক সংগ্ৰহাৰ্থ তাহাও দেখাইয়া গিয়াছেন। তিনি অর্থ ও মান, এ সকলকে সন্ন্যাসীর দ্যায় কাকবিষ্ঠা জ্ঞান করিতেন বটে, অর্থাৎ নিজে ভোগ করিতেন না কিন্তু তাহাদিগকে জীবসেবার্থে কিরূপে ব্যবহার করিতে হয়, তাহা উপদেশ দিয়া ও নিজে কাৰ করিয়া দেখাইয়া গিয়াছেন। যে অর্থ বিলাত ও আমেরিকার বন্ধুবর্গের নিকট হইতে তিনি সংগ্ৰহ করিয়াছিলেন, সে সমস্ত অর্থ জীবের মঙ্গলকল্পে ব্যয় করিয়াছিলেন। স্থানে স্থানে, যথা কলিকাতার নিকটস্থ বেলুডে, আলমোড়ার নিকটস্থ মায়াবতীতে, কাশীধামে ও মাদ্রাজ ইত্যাদি স্থানে মঠ স্থাপন করিয়াছেন। দুর্ভিক্ষপীড়িতদিগকে নানা স্থানে–দিনাজপুর, বৈদ্যনাথ, কিষেণগড়, দক্ষিণেশ্বর ও অন্তান্ত স্থানে—সেবা করিয়াছেন। দুভিক্ষের সময় পিতৃমাতৃহীন অনাথ বালকবালিকাগণকে অনাথাশ্রম করিয়া রাখিয়া দিয়াছেন। রাজপুতানার অন্তর্গত কিষেণগড় নামক স্থানে অনাথাশ্রম স্থাপন করিয়াছিলেন। মুরশিদাবাদের নিকট ( ভাবদ ) সারগাছী গ্রামে এখনও অনাথাশ্রম চলিতেছে। হরিদ্বারনিকটস্থ কঙ্খলে পীড়িত সাধুদিগের জন্ত স্বামী সেবাশ্রম স্থাপন করিয়াছেন। প্লেগের সময় প্লেগব্যাধি আক্রান্ত রোগীদিগকে অনেক অর্থব্যয় করিয়া সেবাশুশ্রুষা করাইয়াছেন। দরিদ্র কাঙ্গালের জন্য একাকী বসিয়া কাদিতেন । আর বন্ধুদের সমক্ষে বলিতেন, “ছায়। এদের এত কষ্ট, ঈশ্বরকে চিন্তা করবার অবসর পর্য্যস্ত নাই।”