পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও প্রচারকার্য্য २¢७ • বল। সে লোকটি বল্লে, আরে তুই কাম না, ওর মানে এমন কিছু নয়, তবে একটু সাবধানে কামাস। নাপিত সে ছাড়বার নয়, সে বলতে লাগল, ড্যাম মানে যদি ভাল হয়, তা হ’লে আমি ড্যাম্ আমার বাপ ড্যাম্ আমার চোঁদপুরুষ ড্যাম্। (সকলের হান্ত )। আর ড্যাম মানে যদি খারাপ হয় তা হ’লে তুমি ড্যাম, তোমার বাবা ড্যাম, তোমার চোঁদপুরুষ ড্যাম । ( সকলের হাস্ত ) ৷ আর শুধু ড্যাম্ নয়। ড্যাম ড্যাম্ ড্যাম ড্যা ড্যাম্ ডাম্। (সকলের উচ্চ হস্তি ) ৷ দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর গ্রীরামকৃষ্ণ ও প্রচারকার্য্য সকলের হাস্ত থামিলে পর, বঙ্কিম আবার কথা আরম্ভ করিলেন । বঙ্কিম—মহাশয়, আপনি প্রচার করেন না কেন ? শ্রীরামকৃষ্ণ ( হাসিতে হাসিতে )—প্রচার । ওগুলো অভিমানের কথ! । মানুষ ত ক্ষুদ্র জীব। প্রচার তিনিই করবেন, যিনি চন্দ্র-স্বৰ্য্য স্বষ্টি করে এই জগৎ প্রকাশ করেছেন । প্রচার করা কি সামান্ত কথা ? তিনি সাক্ষাৎকার হয়ে আদেশ না দিলে প্রচার হয় না। তবে হবে না কেন ? আদেশ হয় নি, তুমি বকে যাচ্ছ ; ঐ দুদিন লোক শুনবে তারপর ভুলে যাবে। যেমন একটা হুজুক আর কি ! যতক্ষণ তুমি বলবে ততক্ষণ লোকে বলবে, আহ, ইনি বেশ বলছেন। তুমি থামবে, তার পর কোথায় কিছুই নাই! “যতক্ষণ দুধের নীচে আগুনের জাল রয়েছে, ততক্ষণ দুধটা ফেঁাশ করে ফুলে উঠে । জালও টেনে নিলে, আর দুধও যেমন তেমনি ! কমে গেল ।

  • আর সাধন ক’রে নিজের শক্তি বাড়াতে হয়। তা না হ’লে প্রচার হয় না। "আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে ? আপনারই শোবার জায়গা নাই, আবার ডাকে ওরে শঙ্কর আয়, আমার কাছে শুবি আয়

( হাস্তা ) ।