পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগে বিদ্যা না—আগে ঈশ্বর ? Sも> জপ করতে দেওয়া হলে, কিন্তু তাকে বলা হলে, 'মরা ‘মরা জপ করে। ‘মাঃ মানে ঈশ্বর আর রা" মানে জগৎ । আগে ঈশ্বর তার পর জগৎ এককে জানলে সব জানা যায়। ১এর পর যদি পঞ্চাশটা শূন্ত থাকে অনেক হয়ে যায়। ১কে পুছে ফেললে কিছু থাকে না। ১কে নিয়েই অনেক। এক আগে, তার পর অনেক ; আগে ঈশ্বর * তার পর জীব জগৎ । “তোমার দরকার ঈশ্বরকে লাভ করা ! তুমি অত জগৎ, স্বষ্টি, Scince, ফায়েন্স এ সব ক’রছে কেন ? তোমার আম খাবার দরকার। বাগানে কত শ আম গাছ, কত হাজার ডাল, কত লক্ষ কোটি পাতা, এ সব খবরে তোমার কায কি ? তুই আম খেতে এসেছিস আম খেয়ে যা। এ সংসারে মানুষ এসেছে ভগবান লাভের জন্ত । সেটি ভুলে নানা বিষয়ে মন দেওয়া ভাল নয় । আম খেতে এসেছিস্ আম খেয়েই যা।” বঙ্কিম—আম পাই কই ? ত্রীরামকৃষ্ণ—তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা কর আস্তরিক হ’লে তিনি শুনবেনই শুনবেন। হয় ত এমন কোনও সৎসঙ্গ জুটিয়ে দিলেন, যাতে সুবিধা হয়ে গেল। কেউ হয় ত ব’লে দেয়, এমনি এমনি কর তা হ’লে ঈশ্বরকে পাবে । 瞳 বঙ্কিম—কে P গুরু ! তিনি আপনি ভাল আমি খেয়ে, আমায় খারাপ আম দেন ! ( হাস্ত্য )। ত্রীরামকৃষ্ণ—কেন গো ! যার যা পেটে সয়। সকলে কি পলুয়া-কালিয়া খেলে হজম করতে পারে ? বাড়ীতে মাছ এলে মা সব ছেলেকে পলুয়া কালিয়। দেন না। যে দুর্বল, যার পেটের অসুখ, তাকে মাছের ঝোল দেন ; তা বলে কি মা সে ছেলেকে কম ভালবাসেন ? [ ঈশ্বর লাভের উপায়,—ব্যাকুলত, বালকের বিশ্বাস ] *গুরুবাক্যে বিশ্বাস করতে হয়। গুরুই সচ্চিদাননী, সচ্চিদানন্দ গুরু, তার

  • withi o –Seek ye first the kingdom of Heaven and all other things shall be added unto you—Jesus.