পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१ ● শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ পরিশিষ্ট বীরভূমেয় বামুন মুই। হনুমান বলেছিলেন—আমি বার, তিথি, নক্ষত্র ওসব জানিনা, কেবল এক রামচিস্তা করি। কেশব—আচ্ছা, আমি লোক জড় ক’রব। কিন্তু আপনার এখানে সকলের আসতে হবে। হীরামকৃষ্ণ-আমি সকলের রেণুর রেণু। যদি দয়া করে আসবেন, আসবেন । কেশব—আপনি যা বলুন, আপনার আসা বিফল হবে না। দ্বিতীয় পরিচ্ছেদ এদিকে সঙ্কীৰ্ত্তনের আয়োজন হইতেছে। অনেকগুলি ভক্ত যোগ দিয়াছেন। পঞ্চবটী হইতে সঙ্কীর্তনের দল দক্ষিণদিকে আসিতেছে । হৃদয় শিঙা বাজাইতেছেন। গোপীদাস খোল বাজাইতেছেন আর দুইজন করতালি বাজাই তেছেন । শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন— হরিনাম নিসে রে জীব যদি সুখে থাকবি । সুখে থাকবি বৈকুণ্ঠে যাবি, ওরে মোক্ষফল সদা পাবি ৷ (হরিনাম গুণেরে ) .یہ --- যে নাম শিব জপেন পঞ্চমুখে, আজ সেই হরিনাম দিব তোকে । শ্রীরামকৃষ্ণ সিংহবিক্রমে নৃত্য করিতেছেন। এইবার সমাধিস্থ হইলেন। সমাধিভঙ্গের পর ঘরে উপবিষ্ট হইয়াছেন। কেশব প্রভৃতির সঙ্গে কথা কহিতেছেন । [ সৰ্ব্বধৰ্ম্ম সমন্বয় কথা ] “সব পথ দিয়েই র্ত্যকে পাওয়া যায়। যেমন তোমরা কেউ গাড়ী, কেউ নৌকা, কেউ জাহাজে করে, কেউ পদব্রজে এসেছ ; যার যাতে সুবিধা, আর