পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীরামকৃষ্ণের দৈনিক চরিত্র—১৮৮২ RSS) ১৯ ১১-৮২–কাৰ্ত্তিক-শুক্লা-নবমী, জগদ্ধাত্রী পূজা দিবস। মনোমোহন ও পরে সুরেন্দ্রের বাড়ী। বিষয়—অকিঞ্চন ভক্ত ও ভক্তিই সার ৷ থিয়সফী ও অলৌকিক শক্তি। উপস্থিত—মুরেন্দ্র, মনোমোহন, সদরওয়ালা প্রভৃতি । [ ৫ম ভাগ—২য় খণ্ড–৪র্থ পরিচ্ছেদ ২৬-১১-৮২–কলিকাতা সিঁদুরিয়াপটী ব্রাহ্মসমাজ-সম্বিৎসরিক উৎসব। বৈকাল ৪টা । বিষয়—প্ৰহলাদচরিত্র কথা । ঈশ্বর দর্শন ও আদেশ প্রাপ্তি তবে লোকশিক্ষা | [ ৫ম ভাগ—৩য় খণ্ড–১ম পরিচ্ছেদ উপস্থিভ—বিজয়, মাষ্টার, প্রেমচাঁদ বডাল প্রভৃতি। ১৪-১২-৮২—অগ্রহায়ণ-শুক্লা-চতুর্থী। দক্ষিণেশ্বর। বেলা ২৩ টা হইতে সন্ধ্যা পর্য্যস্ত । বিষয়—বিজয় ( গোস্বামী ), প্রভৃতির প্রতি উপদেশ । উপস্থিত—বিজয় গোস্বামী, নবকুমার, মাষ্টার প্রভৃতি। [ ১ম ভাগ-চতুর্থ খণ্ড ডিসেম্বর— r২—দক্ষিণেশ্বর। বৈকাল ও সন্ধ্যা । wo বিষয়—বাবুরাম প্রভৃতির সঙ্গে Free will সম্বন্ধে কথা । তোতা পুরীর আত্মহত্যার সঙ্কল্প । ঈশ্বর কি নিষ্ঠুর ? দয়া ও মায়। উপস্থিত—বাবুবাম, রামদয়াল, মাষ্ট্যর প্রভৃতি । পরদিন—মাড়োয়ারী ভক্তসঙ্গে । আমি ও আমার—অজ্ঞান | ব্যবসায় ও সত্য কথার অঁাট । রামনাম কীৰ্ত্তন। [ ৫ম ভাগ –৩য় খণ্ড—২য় পরিচ্ছেদ