পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

॥ীিরামকৃষ্ণের দৈনিক চরিত্র—১৮৮৩ ఫి ఏ উপস্থিত—বলরাম, রাখাল প্রভৃতি। [৫ম ভাগ—৬ষ্ঠ খণ্ড, ১ম পরিচ্ছেদ ২-৬-৮৩—বৈশাখ-কৃষ্ণ-দ্বাদশী । কলিকাতা, রামবাবুর বাড়ী । বিষয়—শ্ৰীভাগবত-কথা, গোপী-প্রেম। অপরাহ্ল ও রাত্রি। উপস্থিত—রাম, কথক ঠাকুর, মাষ্টর, প্রভৃতি । [ ৩য় ভাগ—৫ম খণ্ড ৪-৬-৮৩ - বৈশাখ-কৃষ্ণ-চতুর্দশী । সাবিত্রী চতুদশী। দক্ষিণেশ্বর। C বিষয়— শ্ৰীমুপকথিত চরিতামৃত—ঠাকুরের প্রেমোন্মাদ । গুরুর রূপা । মণিলাল ও নিরাকার-বাদ । ভগবতী দাসীর সহিত জানবাজারের কথা । গান। বেল ৯টা হইতে ও মধ্যাঙ্গের পর। উপস্থিত—মণিলাল, রাখাল, ত্ৰৈলোক্য বিশ্বাস, পূজারী রাম চাটুয্যে, মাষ্টার, ভগবতা দাসী প্রভৃতি । [ ২য় ভাগ—৬ষ্ঠ খণ্ড ৫-৬-৮৩—বৈশাখ-অমাবস্তা। দক্ষিণেশ্বর । অপরাক্ল । বিষয়—শ্ৰীমুখকথিত চরিতামৃত । হাজরা অবতার মানিতেছেন না । মণির সহিত ঠাকুরের নিভৃতে কথা । উপস্থিত—হাজরা, রাখাল- মণি প্রভৃতি । [ ২য় ভাগ—৭ম খণ্ড ৮-৬-৮৩–জ্যৈষ্ঠ শুক্লা-তৃতীয়া। দক্ষিণেশ্বর ৷ সন্ধ্যার পর । বিষয়—ঠাকুরের সমাধি ও শ্ৰীচরণ পূজা । তারকের প্রতি স্নেহ । অবতার ও পার্ষদ । উপস্থিত—রাখাল, রাম, কেদার, তারক, মাষ্টার প্রভতি । [ ৪র্থ ভাগ—৫ম খণ্ড ১০-৬-৮৩–জ্যৈষ্ঠ শুক্ল পঞ্চমী । দক্ষিণেশ্বর বেলা ১০টা । বিষয়— বাল্য জীবনের কথা। মণিরামপুর ভক্ত সঙ্গে কথা—ব্যাকুল চও। বেলঘরের ভক্ত সঙ্গে ষটুচক্রের গান । ত্যাগী ভক্ত ও সংসারী ভক্ত। সপ্ত ভূমি ও মটুচক্রের মিল । উপস্থিত—রাখাল, মাষ্টার, লাটু, কিশোরী, রামলাল, হাজরা, মণিমল্লিক ইত্যাদি । [ ৫ম ভাগ—৬ষ্ঠ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ ১৫-৬-৮৩–জ্যৈষ্ঠ-শুক্লা-দশমী । দশহর। দক্ষিণেশ্বর—দ্বিপ্রহর । বিষয়—রাখালের বাপের শ্বশুরের সহিত গৃহস্থাশ্রমের কথা ।