পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণের দৈনিক চরিত্র—১৮৮৪ \כלכלס ১৬-৯ ৮৪—ভাদ্র কৃষ্ণা-দ্বাদশী । দক্ষিণেশ্বর ( বেলা ২টা হইতে )। বিষয়—মুখুয্যে ভ্রাতাদের সহিত কথা। কাপ্তেনের ভক্তি। শ্ৰীমুখকথিত চরিতামৃত—ঠাকুরের নানা সাধ, শুীমবাজারে সংকীৰ্ত্তন। বেদ, পুরাণ ও তন্ত্র মতে সাধনা ৷ রাখালের প্রথম ভাব । সন্ন্যাসী ও কামিনী । রাধিক গোস্বামীর প্রতি উপদেশ । জগন্মাতার সহিত কথা । হাজরা, মুখুয্যে, বাবুরাম, মাষ্টার প্রভৃতির প্রতি উপদেশ । ঠাকুরবাড়ীর ব্রাহ্মণ ও পরিচারক গণ মধ্যে ঠাকুরের ভক্তি দান। উপস্থিত—মহেন্দ্র মুখুয্যে, প্রিয় মুখুয্যে, বাবুরাম, হরীশ, কিশোরী, লাটু, মাষ্টার, রাধিক প্রভৃতি। [ ৪র্থ ভাগ— ২০শ খণ্ড ১ -৯-৮৪—আশ্বিন-শুক্লা-দ্বিতীয়া। দক্ষিণেশ্বর ও কলিকাতায় ষ্টার থিয়েটারে । ( মধ্যাক্ল ও রাত্রি ) । বিষয়—চুনীলালের সহিত শ্ৰীবৃন্দাবন ও রাখাল, নিত্যগোপাল প্রভৃতির কথা । শ্ৰীমুখ কথিত চরিতামৃত—গড়ের মাঠে বেলুন দর্শন ও ব্রহ্মসভার জ্ঞানী পাগলের কথা। মুখুয্যেদের হাতীবাগানে ময়দার কলে শুভাগমন । বাবুরাম, মাষ্টার প্রভৃতির সহিত চৈতন্যলীলা দর্শন। খড়দার নিত্যানন্দ-বংশের বাবুকে দেখিয়া ভাবাবেশ । উপস্থিত-মাষ্টার, রাম, মহেন্দ্র মুখুয্যে, চুনী, বাবুরাম, প্রভৃতি। [ ২য় ভাগ—১৪শ থও ২৬-৯৮৪–আশ্বিন শুক্লা-সপ্তমী, ৮সপ্তমী পূজার দিবসে। কলিকাতায় সাধারণ ব্ৰাহ্মসমাজ দশন । ( বেলা ৩টা ) । বিষয়—বিজয় প্রভৃতির প্রতি উপদেশ। সাকার নিরাকার । গৃহস্থাশ্রম ও সন্ন্যাস । 'সারে মাতে থাকা । শিবনাথ ও কেদারের কথা । উপস্থিত—মাষ্টার, হাজরা, বিজয় প্রভৃতি। [ ২য় ভাগ—১৫শ খণ্ড ২৮-৯-৮৪—আশ্বিন-মহাষ্টমী । কলিকাতা রামের বাড়ী। প্রাতে। বিষয়—বিজয়, নরেন্দ্র প্রভৃতি কথা, শ্ৰীমুখকথিত-চরিতামৃত । নরেজের গান। ঠাকুরের গান ও বিজয়াদি ভক্ত সঙ্গে মৃত্য। সন্ধ্যার পর সুরেজের সহিত কথা ও রামলাম ।