পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীরামকৃষ্ণের দৈনিক চরিত্র—১৮৮৪ סיכיסא ৪-১০-৮৪–আশ্বিন-কোজাগর পূর্ণিমা কলুটোলা নবীন সেনের বাড়ী। ( সন্ধ্যার পর ) । বিষয়—ব্রাহ্মভক্তদের সহিত সংকীৰ্ত্তন ও নৃত্য। কেশবের মাতার নিমন্ত্রণে । উপস্থিত-নন্দলাল প্রভৃতি কেশবের ভ্রাতুপুত্ৰগণ, ব্রাহ্মভক্তগণ, বাবুরাম, কিশোরী, মাষ্টার প্রভৃতি । [ ৪র্থ ভাগ—২১শ খণ্ড ৫-১০-৮৪—আশ্বিন-কৃষ্ণা-প্রতিপদ । দক্ষিণেশ্বর ( মধ্যাহ্ন )। বিষয়—হাজরা মহাশয়ের তত্ত্বজ্ঞানের অর্থ দুইটি অভ্যাগত সাধুর সহিত ঠাকুরের কথা। গীতা ও নিষ্কাম কৰ্ম্ম। শ্ৰীমুখচরিত চরিতামৃত ৷ সন্ন্যাসীর কঠিন নিয়ম । মণির সহিত কথা। কামিনীর কথা ও সৰ্ব্বধৰ্ম্ম-সমন্বয়ের কথা । মুখুয্যেদের সহিত কথা। দেহের লক্ষণ। নীলকণ্ঠ ও ভক্তদের সঙ্গে সংকীৰ্ত্তন ও নৃত্য । উপস্থিত–মাষ্টার, হাজরা, বড় কালী, বাবুরাম, রামলাল, মুখুয্যেদের হরি —দুইটি সাধু, নীলকণ্ঠ ও র্তাহার সাঙ্গোপাঙ্গ, দীননাথ খাজাঞ্জি । [ ৪র্থ ভাগ—২২শ খণ্ড ) । ১১-১০-৮৪—আশ্বিন-কৃষ্ণা সপ্তমী। দক্ষিণেশ্বর। ( মধ্যাহ্নের পর ) । বিষয়—প্রিয় মুখুয্যে, নারাণ, মাষ্টার প্রভৃতির সহিত কথা। সিতির বেদাস্তবাগীশের সহিত কথা । বেদান্ত ও আদ্যাশক্তি। কালীঘরে ঈশান মুখোপাধ্যায়ের প্রতি উপদেশ শ্রীরামকৃষ্ণ ও কৰ্ম্মকাণ্ড । উপস্থিত–মাষ্টার, প্রিয় মুখুয্যে, নারাণ, ঠাকুরের বাড়ীর শিক্ষক ও কয়েকটি ছোকরা, রামলাল, সিতির পণ্ডিত, ঈশান মুখোপাধ্যায়, কিশোরী, অধর । [ ২য় ভাগ—১৯শ খণ্ড ১২-১০-৮৪–আশ্বিন-অমাবস্তা । ৮কালীপূজা। দক্ষিণেশ্বর। বিষয়—ঠাকুর মার নাম করিতে করিতে মাতোয়ারা। রাজনারায়ণের ছেলেদের কাছে গান। রামলালের ৮ কালীপূজা। ঘরে ঠাকুর সমাধিস্থ— বাবুরাম, মাষ্টার, হাজরা প্রভৃতি সঙ্গে ।