পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՎՇՀԵ শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ পরিশিষ্ট উপস্থিত-নরেঞ্জ, রাখাল, মণি, গিরীশ, উপেক্স ডাক্তার, নবগোপাল কবিরাজ প্রভৃতি। [ ৩য় ভাগ—২৪শ থও ১৫-৩-৮৬–ফাঙ্কন-শুক্লী-দশমী । ৩রা চৈত্র সোমবার। কাশীপুর । (সকাল ৭,৮টা ) বিষয়—মাষ্টার, রাখাল, নরেন্দ্র প্রভৃতির সহিত কথা। কেন লীলা সম্বরণ। নরেন্ত্রের প্রতি ব্ৰহ্মজ্ঞানের উপদেশ । নরেঞ্জের ত্যাগ ও বীরভাবের কথা। ভক্তদের কাছে গুহ কথা । ঠাকুর শ্রীরামকৃষ্ণ কে ? উপস্থিভ—নরেন্দ্র, রাখাল, মাষ্টার, লাটু, সিতির গোপাল প্রভৃতি।

  • [ ৩য় ভাগ—২৪শ খণ্ড ) ৯-৪-৮৬—চৈত্র-শুক্লী-পঞ্চমী । কাশীপুর। শুক্রবার। ( বেলা ৫টার পর ) । বিষয়—সেবককে একখানি গায়ের চাদর ও একজোড়া চটি জুতা আনিবার

আদেশ । নরেন্ত্রের সহিত বুদ্ধদেবের কথা । গুরুকৃপা প্রয়োজন। ঠাকুরের পাচ প্রেকার সমাধি । উপস্থিত –নরেন্দ্র, কালী, নিরঞ্জন, মাষ্টার, লাটু, শশী প্রভৃতি। [ ৩য় ভাগ—২৫শ থও ১২-৪-৮৬–চৈত্র-শুক্ল:-অষ্টমী । কাশীপুব । চড়ক সংক্রাস্তি । ( বেলা ৫৬টা ) বিষয়—বঁটী, হাতা, ছুরি ইত্যাদি চড়কের জিনিষ কিনিবার আদেশ । সন্ধ্যর পর ফকিরের কাছে অপরাধ ভঞ্জন স্তব পাঠ শ্রবণ। মণিকে সাদা পাথরবাটী আনিবার আদেশ । উপস্থিত—শশী, মণি, ফকির, তারক প্রভৃতি । [ ৩য় ভাগ—১৬শ থও ১৩-৪-৮৬—চৈত্র-শুক্ল-নবমী। কাশীপুর । ১লা বৈশাখ, মঙ্গলবার— রামনবমী। (সকাল ৮টার পর ) বিষয়—রামের সহিত পীড়ার কথা । শ্রীনাথ ডাক্তার ও রাখাল হালদারের সহিত কথা। পাগলা সম্বন্ধে শশী ও রাখালের কথা। নববর্ষারম্ভে চড়কপূজা