পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২৮ শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ পরিশিষ্ট সচিত কথা। নরেজের স্তব পাঠ ও গান। হীরানন্দ ও মাষ্টারের সহিত ঠাকুরের গুহ কথা । উপস্থিত—রাখাল, শশী, মাষ্টার, ডাক্তার সরকার, রাজেন্দ্র ডাক্তার, ভবনাথ, হীরানন্দ প্রভৃতি। [ ২য় ভাগ—২°শ খও ২৩-৪-৮৬—চৈত্র-কৃষ্ণ-পঞ্চমী । কাশীপুর Good Friday ( দ্বিপ্রহর ) । । বিষয়—হীরানদের কাশীপুর উদ্যানে প্রসাদ পাওয়া । ঠাকুরের পদসেবা, বৈকালে নরেন্দ্রাদি ভক্তের মজলিস। সুরেক্তের অভিযান ও ঠাকুরের সাস্তুনা । ব্ৰাহ্মভক্ত অনুতের প্রতি স্নেহ । উপস্থিভ—হীরানন, মাষ্টার, নরেন্দ্র, শরৎ, শশী, লাটু, নিত্যগোপাল, কেদার, গিরীশ, রাম, স্বরেন্দ্র, ব্রাহ্মভক্ত অমৃত বস্ত্র প্রভৃতি। [ ২য় ভাগ—২৭শ খণ্ড ২৪-৪-৮৬—চৈত্র-কৃষ্ণ-ষষ্ঠী। কাশীপুর। বিষয়-ভক্তের স্ত্রীপুত্রের প্রতি স্নেহ । [ ২য় ভাগ—২৭শ খণ্ড উপস্থিত—একজন ভক্ত ও তাহার পরিবার ও ছেলে প্রভৃতি । ২১-২-৮৭—ফাল্গুন কৃষ্ণ-চতুর্দশী। শিবরাত্রি । বরাহনগর মঠ । বিষয়—তারক ও শরতের শিবসঙ্গীত । নরেন্ত্রে র কমিণী সম্বন্ধে তীব্র বিরক্তি। শশীর নিত্যসেবা । মঠের বেলতলায় ভক্তদের গীতাপাঠ ও চারপ্রহরের শিবপূজা ( বেলা ৯টা ষ্টতে ) ৷ ২২-২-৮৭-চতুর্দশী ও অমাবস্ত। বরানগর মঠ। প্রত্যুযে। বিষয়—নরেন্দ্রাদি মঠের ভাইদের গঙ্গাস্নান । শিবরাত্রি ব্রতের পর নরেন্দ্রাদির পারণ । o উপস্থিত – ২১শে ও ২২শে ) নরেন্দ্র, মাষ্টার, রাখাল, তারক, শরৎ, শশী, কালী, বাবুরাম, রীশ, f সতির গোপাল, সারদা, ভূপতি প্রভৃতি । [ ৪র্থ ভাগ—পরিশিষ্ট ২৫-৩-৮৭–বরাহনগর মঠ। শুক্রবার। ১২ই চৈত্র। বিষয়—নরেন্দ্রের সঠিত মাষ্টারের কথা। লরেঞ্জের পূর্বকথা ও শ্রীরামকৃষ্ণের ভালবাসা । নরেন্দ্রের অখণ্ডের ঘর।