পাতা:শিখ-ইতিহাস.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ii ) খাঁর শরীর রক্ষক সৈন্যদলের সহিত গ্রন্থকার পেশোয়ার হইতে ফিরিয়া আসেন। ১৮৪১ খ্ৰীষ্টাব্দে গ্রন্থকার ফিরোজপুর জেলার মাজিষ্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত হন । ঐ বৎসরের শেষ ভাগে পুনরায় তিনি মিঃ ক্লার্কের স্বপারশে তিব্বত গমন করেন। জাম্মুর অহঙ্কারী রাজা লাসার চীনদের যে রাজ্য আক্রমণ করিয়াছিলেন, তাহা তিনি প্রত্যপণ করিয়াছেন কিনা, এবং লুদাক প্রভৃতি স্থানে বৃটিশ-বাণিজ্য পুনঃপ্রতিষ্ঠিত হইয়াছে কিনা তাহা পরিদর্শন করাই তাহার তিব্বৎ যাত্রার উদ্দেশু। এক বৎসর পরে গ্রন্থকার তিব্বত হইতে প্রত্যাগত হন। দোস্ত মহম্মদ যখন লুধিয়ানা সহরে লর্ড এলেনবরার সহিত সাক্ষাত করেন, গ্রন্থকার তথায় বর্তমান ছিলেন । ১৮৪২ খ্ৰীষ্টাব্দে ফিরোজপুর সহরে লর্ড অকল্যাণ্ডের সহিত শিখ-সামন্তগণের সাক্ষাৎকালেও গ্রন্থকার উপস্থিত ছিলেন। ১৮৪৩ খ্ৰীষ্টাব্দে গ্রন্থকার আম্বালা সহরে বিচার বিভাগের ভারপ্রাপ্ত হন ; ঐ বৎসরের মধ্যভাগ হইতে ১৮৪৪ খ্ৰীষ্টাব্দের শেষ পর্যন্ত, গ্রন্থকার কর্ণেল রিচমণ্ডের সাক্ষাৎ সহকারী ( পার্সোনাল এসিষ্টাণ্ট ) কর্মচারীর কার্য করিয়াছিলেন। রিচমণ্ড মিঃ ক্লার্কের স্থলাভিষিক্ত হইয়াছিলেন। ঐ পদে মেজর ব্রডফুট যখন নির্বাচিত হন, সেই সময়ে এবং ১৮৪৫ খ্ৰীষ্টাব্দের অধিকাংশ কাল পলাতক সিন্ধিয়ানদিগের সংক্রাস্ত কার্যসূত্রে গ্রন্থকার নিযুক্ত হইয়াছিলেন। বিকানীর ও যশল্পীরের রাজপুতগণের এবং দাউদপোত্রদিগের মধ্যে রাজ্যের সীমা লইয়া যে বিরোধ উপস্থিত হয় ঐ সময়ে তৎপরিদর্শনের ভারও গ্রন্থকারের উপর ন্যস্ত ছিল। শিখ-যুদ্ধ আরম্ভ হইলে সার চার্লস নেপিয়র গ্রন্থকারকে তাহাঁর সৈন্যদলে যোগদানের জন্য নিয়োগ করিয়াছিলেন। কিন্তু ফিরুসহরের যুদ্ধের পর গ্রন্থকার লর্ড গাফের প্রধান কার্যালয়ে আহুত হইয়াছিলেন। অবশেষে যখন লুধিয়ানার দিকে সৈন্যদল অগ্রসর হইতে থাকে তখন গ্রন্থকার সার হারি স্মিতের সাহচর্যে আদিষ্ট হন ; এই প্রকারে গ্রন্থকার বাদোয়ালের সংঘর্ষে এবং আলিওয়ালের যুদ্ধে উপস্থিত ছিলেন। সোত্ৰাওনের যুদ্ধে জয়লাভের অংশভাগী বলিয়াও গ্রন্থকার আপনাকে সৌভাগ্যশালী মনে করেন। সেই যুদ্ধজয়ের প্রসিদ্ধ দিনে গ্রন্থকার গবর্ণরজেনারেলের, এইডিকং-এর পদে নিয়োজিত হইয়াছিলেন। অবশেষে গ্রন্থকার প্রধান সেনাপতির প্রধান কার্যালয়ে কর্মভার প্রাপ্ত হন। অতঃপর লাহোর-সৈন্ত বিদ্রোহী হইলে গ্রন্থকার লর্ড হার্ডিঞ্জের সহিত র্তাহার শিবিরে শিমলা পাহাড়ে গমন করেন। সেই স্থান হইত্ত্বেই ভূপাল যাত্রার পথ প্রশস্ত হয়। গ্রন্থকারের প্রতি গবর্ণর জেনারেল সন্তুষ্ট হইয়া, ভূপাল রাজ্য এবং তদন্তর্বর্তী প্রদেশ সমূহের ‘পোলিটিকাল এজেন্টের পদে প্রতিষ্ঠিত করিয়া তিনি গ্রন্থকারের প্রতি আশাতীত অনুগ্রহ প্রদর্শন করেন। গ্রন্থকার প্রায় আট বৎসর কাল শিখ জাতির মধ্যে বসবাস করিয়াছিলেন। তাঁহাদের