পাতা:শিখ-ইতিহাস.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

团 লাহোরে বাহাদুর সার মৃত্যু, ফেরোফসার হস্তে জাহানার সার মৃত্যু ; ফেরোকসার সম্রাট পদ প্রাপ্তি, বান্দার, অধীনে শিখদিগের পুনরাবির্ভাব এবং সারহিন্দের সমতল প্রদেশ লুণ্ঠন, বান্দার পরাজয় এবং কারাবন্ধন, দিল্লীতে বান্দার প্রাণদণ্ড, বান্দার ধর্মমত সমূহ সকলে গ্রহণ করিয়াছে বটে ; কিন্তু বান্দার স্মৃতির প্রতি কেহই সন্মান প্রদর্শন করে না, বান্দার মৃত্যুতে শিখদিগের প্রতি ঘোর অত্যাচার এবং তাঁহাদের নিরুৎসাহ, সংক্ষিপ্ত বর্ণনা ; নানক, উমার দাস, অজুনি, হর গোবিন্দ এবং গোবিন্দ সিং । চতুর্থ পরিচ্ছেদ শিখদিগের স্বাধীন রাজ্য 9 را) ۹ S -و نه ۹ اند বিষয়। وهاجة لا صموا ه لا ১৭৩৮ —মোগল সাম্রাজ্যের অবনতি ; নাদির সা, মহারাষ্ট্রীয় প্রভৃতি জাতি, মোগল সাম্রাজ্যের অধঃপতনে শিখদিগের পুনরাবির্ভাব, দৃঢ় ধর্মবিশ্বাস বলে শিখদিগের একতা-বন্ধন, ১৭৩৮–১৭৩৯ –শিখদিগের লুণ্ঠণকারীর দল স্বষ্টি, ১৭৪৫ —ইরাবতী নদীতীরে দালিওয়াল নামক স্থানে শিখদিগের দুর্গ নির্মাণ ; কিন্তু পরিশেষে তাঁহাদের ইতস্ততঃ প্রস্থান, ১৭৪৭— ১৭৪৮ –আমেদ সার প্রথম বার ভারত আক্রমণ, ১৭৪৮ খ্ৰীষ্টাব্দের মার্চ মাস —পারহিন্দ হইতে আমেদ সার প্রস্থান ; শিখগণ কত্ত্বক আমেদ সার বিপর্যস্ত হওন, পঞ্জাবের শাসনকর্তা মীর মন্ত্র, মীর মন্ত্র বিশেষ দক্ষতার সহিত শাসন-দণ্ড পরিচালনা করেন ; এবং কাওড়া মল্প ও আদিনা বেগ তাঁহার কর্মচারী নিযুক্ত হন, শিখদিগের পুনরাবির্ভাব ; জুশা সিং কর্তৃক “ডাল” বা খালসার সৈন্ত সম্প্রদায়ের অস্তিত্ব ঘোষণা, ১৭৪৮ খ্ৰীষ্টাব্দের শেষভাগ —মীর মঙ্গর নিকট শিখদিগের পরাজয় ; আমেদ সার সিন্ধুনদ অতিক্রম ; আমেদ সার সহিত মীর মন্ত্রর সন্ধিস্থাপন, —মুলতানের শাসনদণ্ড হস্তম্বলিত হওয়ার সম্ভাবনায় দিল্লীর সহিত মন্ত্রর যুদ্ধ ; মীর মন্ত্র আমেদ সাঁকে স্বীকৃত রাজস্ব প্রদানে অসম্মত হন ; সেই হেতু আমেদ সা কর্তৃক তৃতীয় বার ভারত