পাতা:শিখ-ইতিহাস.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

啤 আক্রমণ, ১৭৫২ খ্ৰী: এপ্রিল মাস —-আবদ্বালীর লাহোর আক্রমণ, ১৭৫২ ৷ —আবদালীর কর্তৃক মীর মন্ত্রর পরাজয় ; কিন্তু মীর মন্নকে পঞ্জাবের শাসন কর্তৃত্ব প্রদান : শিখদিগের শক্তি-সামর্থ্য বৃদ্ধি, —আদিনা বেগের নিকট শিখ4 দিগের পরাজয় ; আদিনা বেগের সহিত শিখদিগের সন্ধি, সূত্রধর জাতীয় জুশা সিং, ১৭৫২ খ্ৰীঃ শেষভাগ । —মীর মন্নরে মৃত্যু ; লাহোর পুনরায় দিল্পী সাম্রাজ্যের অন্তর্গত হইল, ১৭৫৬ –চতুর্থ বার আমেদ সার ভারত আক্রমণ ; যুবরাজ তাইমুরের পঞ্জাবের শাসনকর্তৃত্ব, নাজিবুদ্দৌলার দিল্লী সৈন্যের সেনাপতিত্ব লাভ, অমৃতসর হইতে তাইমুর কর্তৃক শিখদিগের বিতাড়িত হওন, কিন্তু পরিশেষে আফগানগণের প্রস্থান ; শিখদিগের লাহোর অধিকার এবং তাহাঁদের মুদ্রাঙ্কন আরম্ভ, দিল্লীতে মহারাষ্ট্রীয়গণ, আফগানদিগের বিরুদ্ধে আদিনা বেগ কর্তৃক মারহাট্টাদিগের নিকট সাহায্য প্রার্থনা, লাহোরে রাঘবের আগমন এবং আদিনা বেগকে পঞ্জাবের শাসনকর্তত্ব প্রদান, —আদিনা বেগের মৃত্যু, আমেদ সার পঞ্চম বার ভারত আক্রমণ, ১৭৬০ –আফগানগণ কর্তৃক দিল্লী অধিকার ; মারহাট্টাগণ কর্তৃক দিল্লীর পুনরুদ্ধার, ১৭৬১ খ্ৰীঃ, ৭ই জানুয়ারী –পাণিপথের যুদ্ধে মহারাষ্ট্রীয়দিগের সম্পূর্ণ পরাজয় স্বীকার ; উত্তর ভারত হইতে মহারাষ্ট্রীয়গণের পলায়ন, রাজ্যে শিখদিগের অপ্রতিহত গতি; ১৭৬২ –ছুরত সিং কর্তৃক গুজরানওয়ালার উদ্ধার সাধন এবং লাহোরে দুরাণীদিগের অবরুদ্ধ হওন, অমৃতসরে শিখদিগের সম্মিলন ; এবং শতদ্রু নদীর উভয় তীরস্থিত প্রদেশ সমূহ লুণ্ঠন, যষ্টবার আমেদ সার ভারত আক্রমণ, ১৭৬২ খ্ৰীঃ ফেব্রুয়ারী।–“ঘালু ঘর” বা লুধিয়ানার সন্নিকটে শিখদিগের সাংঘাতিক পরাজয়, পাতিয়ালার আলা সিং, লাহোরের শাসনকর্তী কাবুলী মল্প, নানারূপ অত্যাচারের পর, আমেদ সা আবদালীর প্রস্থান, শিখদিগের দলপুষ্ট ও বলবৃদ্ধি ; কাণ্ডর লুণ্ঠন, ১৭৬৩ খ্ৰীঃ ডিসেম্বর।—সারহিন্দের সন্নিকটে আফগানদিগের পরাজয়, সারহিন্দ অধিকার এবং লুণ্ঠন ; তৎপ্রদেশে শিখদিগের স্থায়ী অধিকার, ১৭৮৪ –দিল্লী কর্তৃক ভরতপুর অবরুদ্ধ হওয়ায় তযুদ্ধার সাধনে তত্ৰত্য “জীঠ”দিগকে শিখদিগের সাহায্য প্রদান, আমেদ সার সপ্তম বার ভারত আক্রমণ, এবং অনতিবিলম্বে তাহার প্রস্থান ; শিখদিগের লাহোর অধিকার, অমৃতসরে শিখদিগের সভাধিবেশন,—শিখদিগের শাসক সম্প্রদায়