পাতা:শিখ-ইতিহাস.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখ-গুরু বা শিক্ষকগণ Ե > বাদসাহের সৈন্যগণ আনন্দপুরে গোবিন্দকে পরিবেষ্টন করে। সর্বপ্রকার বিপৎপাতে গোবিন্দ সমরূপ দৃঢ়প্রতিজ্ঞ ও অটল ছিলেন ; এই সময় তাহার অনুচরগণ অনেকেই র্তাহীকে পরিত্যাগ করিয়াছিল। তিনি তাহাদিগকে ইহলোকে ও পরলোকে অভিশাপ করিলেন ; যাহারা তাহাকে সাহায্য করিতে দ্বিধা-ভাব প্রকাশ করিয়াছিল, তাহাদিগকে তিনি স্ব-ধৰ্ম পরিত্যাগ করিতে বাধ্য করিলেন এবং ঘৃণা ও অপমান সহকারে তাহাদিগকে বিদায় দিলেন । কিন্তু র্তাহার বিপদ দিন দিনই বৃদ্ধি পাইতে লাগিল ; ক্রমে ক্রমে সকলেই তাহাকে পরিত্যাগ করিল। অবশেষে তিনি দেখিলেন,—কেবলমাত্র অতি অল্পসংখক শিষ্যই তাহাকে পরিত্যাগ করে নাই ; চল্লিশটি মাত্র অঙ্কুরক্ত শিষ্য র্তাহার আজ্ঞামুবতী রহিয়াছে। র্তাহার মাতা, তাহার পত্নীদ্বয় এবং দুইটি সর্ব কনিষ্ঠ সস্তান— সকলেই সারহিন্দে পলাইয়া গিয়াছিল। পরিশেষে তাহার পুত্রদ্বয় মুসলমানদিগের হন্তে পতিত হইয়াছিল ; মুসলমানগণ তাহাদিগকে নিহত করিয়া ফেলে।15 এই চল্লিশ জন অনুরক্ত শিষ্য বলিল,—তাহার রাজা ও গুরু গোবিদের সহিত মৃত্যু আলিঙ্গন করিতে প্রস্তুত আছে। তাঁহাদের দুর্বল-হৃদয়-ভ্রাতৃবৃন্দের অভিশাপ মোচনের জন্য তাহারা প্রার্থনা করিল ; তাহাদিগকে মুক্তির আশা প্রদান করিতে অনুরোধ করিল। গোবিন্দ বলিলেন,—তাহার ক্রোধ অধিককাল স্থায়ী হইবে না। গোবিন্দ নিজ অদৃষ্টের উপরেই নির্ভর করিয়া রহিলেন । চামকৌরের দুর্গ তাহার অধীনেই ছিল, রাত্রিযোগে পলায়ন করিয়া গোবিন্দ নির্বিঘ্নে সে স্থানে পৌঁছিলেন । এই চামকোঁর দুর্গে গোবিন্দ পুনরায় অবরুদ্ধ হইলেন ।* বিপক্ষগণ র্তাহাকে আত্ম -সমর্পণ করিতে বলিল, এবং স্বধৰ্মত্যাগ করিতে আদেশ করিল। কিন্তু তাহার পুত্র অজিৎ সিং ক্রোধপ্রকাশে সংবাদবাহী দূতকে নিরুত্তর করিলেন। তাহাতে বিপক্ষ সৈন্ত চারিদিক হইতে শিখদিগকে বিপর্যস্ত করিতে লাগিল। গুরু সর্বস্থানেই উপস্থিত ছিলেন ; অবশিষ্ট দুইটি পুত্রও তাহার চক্ষের সমক্ষে নিহত হইল ; তাহার মুষ্টিমেয় সৈন্যও প্রায় ধ্বংস হইল । অবশেষে তিনি পলায়ন করিতে কৃতসংকল্প হইলেন । তমসাচ্ছন্ন রজনীর গাঢ় অন্ধকারে গোবিন্দ শিবিরের বর্হিভাগে গমন করিলেন ; কিন্তু দুই জন পাঠান সৈন্ত তাহাকে চিনিতে পারিয়া তাহার গতিরোধ করিল। কথিত হয়,- এই পাঠানস্বয় পূর্বে কোন সময়ে গুরুর নিকট উপকার প্রাপ্ত হইয়াছিল। এক্ষণে পাঠান সৈন্যদ্বয়ের সহায়তায় ৭৪। গোবিন্দের সন্তানগণের হত্যাবিষয়ক বিশেষ বিস্তৃত বিবরণ ব্রাউনের 'ইণ্ডিয়া ট্রাকৃটে' সন্নিবেশিত #fatts ( ‘Browne's India Tract ii. 6, 7) ৭ । চুম্বকোরের ইষ্টক-নির্মিত ক্ষুদ্র দুর্গের চূড়ায় একটি বিখ্যাত যোদ্ধার কবর এখনও বিদ্যমান আছে । এই যোদ্ধা ‘মেথর জাতীয় একজন শিখ —তাহার নাম,—জিউয়ান সিং । এই যুদ্ধে সেই ব্যক্তি নিহত হয়। বপ্রটি সেই মহাপুরুষের কীর্তির সাক্ষ্য প্রদান করিতেছে। গোবিন্দের জ্যেষ্ঠ পুত্ৰৰয়, অজিৎ সিং ও যুজার সিং যে স্থানে নিহত হন, সেখানে একটি ধর্ম মন্দির প্রতিষ্ঠিত রহিয়াছে। শিখবিগের বিবরণানুসারে গোষিদের পরাজয় ও পলায়নের কাল ১৭•৭ ও ১৭৭৬ খৃষ্টাব্দে নির্দেশিত इद्देम्नोtछ ।