পাতা:শিখ-ইতিহাস.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখ-গুরু বা শিক্ষকগণ > à এবং তাহার পুত্রগণকে নিহত করিয়া তাঁহাকে যে অপুত্রক করা হইয়াছে,—সে সকল কথাও তিনি বলিয়া পাঠাইলেন। তিনি আরও বলিলেন -এ সংসারে তাহার সংসার -বন্ধন কিছুই নাই ; তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হইয়াছেন ; বাদলাহের বাদসাহ অদ্বিতীয় ক্ষমতাশালী জগদীশ্বর ব্যতীত তিনি আর কাহাকেও ভয় করেন না। তিনি বলিলেন,— দরিদ্রের প্রার্থনাও নিষ্ফল হয় না ; শেষ বিচারের দিন দেখা যাইবে ,—বাদসাহ কি উত্তর দেন ; তাহার অসংখ্য নিষ্ঠুরতা ও অত্যাচারের সার্থকতা প্রতিপন্ন করিয়া কিরূপে নির্দেধ সাব্যস্ত হন ? ইহার পর আর একবার আওরঙ্গজেবের সম্মুখে উপস্থিত হইবার জন্য গুরু আহুত হইয়াছিলেন । 'গুরু নিজেই তাহার নিকট যাইবার জন্য প্রস্তুত ছিলেন। শুনা যায়—সেই উদ্দেশ্যে বাসাহের মৃত্যুর কিছুকাল পূবে গোবিন্দ দক্ষিণাভিমূখে অগ্রসর فgifica = l۹چ ১৭৭৭ খৃষ্টাব্দের প্রারম্ভে আওরঙ্গজেবের মৃত্যু হয়। র্তাহার জ্যেষ্ঠ পুত্র বাহাদুর সা সিংহাসন অধিকারার্থ কাবুল হইতে আগমন করিলেন । তিনি আগরার নিকট এক ভ্রাতাকে পরাজিত ও নিহত করেন ; এবং দক্ষিণমুখে যাত্রা করিয়া দ্বিতীয় ভ্রাত কামবক্সকে পরাজিত করিলেন। কামবক্স গুরুতর আঘাত প্রাপ্ত হন, এবং তাঁহাতেই তাঁহার মৃত্যু হয়। যখন বাহাদুর সা এই যুদ্ধে ব্যাপৃত ছিলেন সেই সময় গোবিন্দকে তাহার শিবিরে আহবান করিয়াছিলেন। গুরু তথায় গমন করিলেন, বাহাদুর সা র্তাহাকে সম্মান পুরঃসর গ্রহণ করিয়া বিশেষ সদ্ব্যবহার করিলেন ; গুরু গোদাবরীর উপত্যকায় সৈন্তাধ্যক্ষের পদ প্রাপ্ত হইলেন। বাদসাহ হয়ত মনে করিয়াছিলেন,—রাজদ্রোহী মারহাট্ৰাগণের বিরূদ্ধে বিদ্রোহী জাঠীগণের নেতার নিয়োগ বিশেষ ফলবতী হইবে। তখন গোবিদ দেখিলেন, বাদসাহের অধীনে কার্য গ্রহণই, বাদসাহের সন্দেহ নিরসনের এবং আপন সৈনদল গঠনের প্রকৃষ্ট উপায়।" দমদম্মায় অবস্থান কালে,গুরু শিষ্যগণকে ভয় দেখাইলেন, এখন হইতে যে র্তাহাকে পরিত্যাগ করিবে, তাহার সমূহ অনিষ্ট সম্ভবনা। তিনি সাহসী বীর বান্দাকে দক্ষিণ প্রদেশের অস্ত্রস্বরূপ নিয়োগ করিলেন। শতদ্রুর উভয় পার্থে ৭৬। গোবিলের বীরপুরুষোচিত কার্যাবলীর এই বিবরণে, শুকাসিংহ বিরচিত গুরু বিলাসের অন্তর্গত বিচিত্র নাটকের', এবং "গুরমুর্থী’ ও পারস্ত-ভাষায় সঙ্কলিত প্রচলিত গ্রন্থসমূহের উল্লেখ আছে। এই সকল গ্রন্থের অসম্পূর্ণ প্রতিলিপির শেষোক্তখানি ডাক্তার ম্যাক্ত্রীগর কর্তৃক ইংরেজী ভাষায় অনুদিত outts i (“History of the Sikhs. pp. 79-99). ৭৭৷ গুরু দাক্ষিণাতো যুদ্ধ করিতে আদিষ্ট হন-শিখ গ্রন্থকারগণ সকলেই একবাক্যে তাহা স্বীকার করিয়াছেন। কিন্তু আধুনিক মুসলমান লেখকগণ বলেন,-পাটনায় গোবিলের মৃত্যু হয়। সমসাময়িক ঐতিহাসিক কাফি খাঁ, বাহাদুর সার উদ্যর-ব্যবহারের বিষয় সমর্থন করিয়াছেন। কাফি ধী বলেন, মোগল সৈগুগণের মধ্যে তিনি একটি বিশিষ্ট পদ প্রাপ্ত হন। ( See Elphinstone, "History of India',ii. 556.note) : গোদাবরী নদীতীরে গুরুর মৃত্যু হয়,-এ বিষয়ে কোন সন্দেহ না থাকিলেও, DDDD DDD BBBB DBDDDD S BBBBBBBB B BB BBDD DDDS DDDD DD DDS Hggg DDDD BBD DB DDB tAA gDBB BD DDH SDDDS DDD DD DD DDDD করেন ।