পাতা:শিখ-ইতিহাস.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 শিখ-ইতিহাস তখন গোবিন্দের বয়স ৪৮ বৎসর। যদি কেহ মনে করেন, গোবিন্দের এই রহস্তময় অকাল মৃত্যুতে র্তাহার সমগ্র জীবনের আশা-ভরসা সকলই মিথ্যা হইয়াছিল,—তাহ হুইলে তাঁহাদের স্মরণ রাখা উচিৎ যে,— কল্পনার ক্রীতদাস মানব নিশ্চয় । ইঙ্গিতে চালিত তার দৃঢ় শক্তিচয়। কল্পনার মোহময় পথ সে ভীষণ । উৎসাহে ধাইছে তাহে মূঢ় অমৃক্ষণ ॥৮১ যখন মহম্মদ মক্কা হইতে পলায়ন করেন, তখন হয়ত ‘একজন আরবের বরশার আঘাতে সমগ্র জগতের ইতিহাস পরিবর্তিত হইত ৮২ পদ্যে বর্ণিত সত্যের প্রতিমূতি বিখ্যাত একিলেস, (Achilles ) ট্রয় নগর অধিকার না করিয়াই পলায়ন করিতেন। ‘মারমিডন’ দিগের অধিপতি অল্প বয়সে মৃত্যুমুখে পতিত হইলেও, তিনি চিরকীর্তি অর্জন করিয়াছিলেন। ‘সিময়’ ও ‘স্কামাণ্ডারদিগের সহিত যুদ্ধ সময়ে তিনি যে হেয় মৃত্যুভয়ে ভীত হইয়াছিলেন, তাহার অদৃষ্টে সেইরূপ নৃশংস ও হেয় মৃত্যুই সংঘটিত হইয়াছিল। পূর্ব ও পশ্চিম ভূ-খণ্ডে ধাহার অক্ষয় কীর্তি বিরাজমান; যাহার যশোরশ্মিতে দিগ দিগন্ত উদ্ভাসিত ; যিনি সর্বাস্তঃকরণে জেরুসালেম উদ্ধারের জন্য স্বর্বস্ব ত্যাগ করিয়াছিলেন ;—ঈশ্বরের পবিত্র নগর বিধর্মীর করতলগত রহিল বলিয়া এবং তাহার উদ্ধার-সাধন করিতে না পারিয়া, সেই বীরশ্ৰেষ্ঠ রিচার্ডও, লজ্জায় ও দুঃখে অধোবান হইয়াছিলেন ; তিনি আর মুখ দেখাইলেন না। তিনি যে পুণ্যভূমির উদ্ধার সাধনে অক্ষম হইলেন, সে পুণ্যভূমির দিকে আর ফিরিয়া চাহিলেন না। তিনি পর্বত হইতে অবতরণ করিয়া দাসত্ব-শৃঙ্খলে আবদ্ধ হইলেন ; পরিশেষে অকাল মৃত্যুতে র্তাহার আশা ভরসা সকলই ফুরাইল ॥৮৩ যাহা হউক, কার্যসিদ্ধি স্বারা সকল সময়ে মহত্বের পরিমাপ হয় না । শিখদিগের শেষ গুরু গোবিন্দ জীবিত কালে স্বীয় উদ্বেগু সাধন করিতে সমর্থ হন নাই ; কিন্তু তিনি একটি পরাজিত ও অধঃপতিত জাতির বিলুপ্তপ্রায় অস্তিত্ব ও স্বপ্ত বৃত্তিগুলিকে উত্তেজিত ও কার্যক্ষম করিয়া যান। নানক-প্রবর্তিত ধৰ্মস্বত্র-বলে, সমাজ-স্বাধীনতা ও জাতীয় প্রাধান্যের অভিনব স্থখ লালসায় তাহারা সকলেই উন্নত হইয়া উঠে ; তাহাদের মন সেই স্বাধীনতা-মুখ লাভের নাদেরের অার এক নাম,—“উপচাল। নগর। দক্ষিণ ও মধ্য ভারতে ইহা ভক্তিসূচক ‘গুরুদাওয়ার।' অর্থাৎ "গুরু-গৃহ নামে অভিহিত। vs l Sir Marmaduke Maxwell, a dramatic poem, activ. scene 6. v3 l Gibbón. “Decline and Fall of the Roman Empire,’. ix. 2-5. ৮৩। সিংহতুল্য রাজার বিষয় জানিতে হইলে, গিবনের রোম-রাজ্যের অবনতি ও অধঃপতন (Gibbon, Decline and Fall of the Roman Empire xi. 143.) of itsälä ro একিলিস ও রিচার্ডের পরস্পর তুলনা দেখা §fööl (Turner's History of England, p. 300) কিন্ড ও ইংরাজ-ৰীরের পরস্পর আপেক্ষিক তুলনায় শ্রেষ্ঠ ন্যায়পরতা সম্বন্ধে হালামের সন্মতি দ্রষ্টব্য। ( Hallam, Middle Ages, iii. 482.)