পাতা:শিখ-ইতিহাস.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sly শিখ-ইতিহাস না। ইতিমধ্যে র্তাহার সেনাপতিগণ পাণিপথের সন্নিকটে একদল শিখ সৈন্য পরাস্ত করিলেন ; বান্দ তাহার দুর্গে পুনরায় বিপক্ষ সৈন্ত কর্তৃক পরিবেষ্টিত হইয়া অবরুদ্ধ হইলেন । কিন্তু এই অবরোধ সময়ে শিখধর্মে দীক্ষিত একজন ধর্মানুরাগী স্বেচ্ছায় নয়কের বেশ ধরিয়া ছদ্মবেশে যখন বহির্গমন করিতেছিল, তখন শক্র কর্তৃক ধৃত হয়, এবং বান্দা র্তাহার সকল অকুচরবর্গের সহিত সেখান হইতে পলায়ন করেন।*২ অতঃপর কতকগুলি সামান্য সামান্য যুদ্ধে জয়লাভ করিয়া, লাহোরের উত্তরবর্তী পর্বতমালামধ্যে জম্মুর সন্নিকটে বান্দা স্বীয় আবাস স্থান স্থাপিত করিলেন, এবং পঞ্জাবের অত্যুত্তম ভূমিখণ্ড বিতরণ করিতে লাগিলেন । ইতিমধ্যে বাহাদুর সা স্বয়ং লাহোর পর্যন্ত অগ্রসর হইয়াছিলেন ; কিন্তু ১৭৭২ খৃষ্টাব্দের ফেব্রুয়ারী মাসে সেখানে তাহার মৃত্যু হয়।১৩ বাদসাহের মৃত্যু হওয়ায়, সিংহাসন লইয়া পুনরায় বিবাদ উপস্থিত হইল। বাদসাহের জ্যেষ্ঠ পুত্র, জাহান্দার সা প্রায় এক বৎসর নিজ ক্ষমতা অক্ষুন্ন রাখিয়াছিলেন ; কিন্তু ১৭১৩ খৃষ্টাব্দের ফেব্রুয়ারী মাসে, তাহার ভ্রাতুপুত্র ফেরোকসের তাহাকে পরাজিত ও নিহত করেন। মোগল দিগের এই সমুদয় অভ্যস্তরীণ বিশৃঙ্খলা ও অস্তষ্ট্ৰোহে শিখদিগের বিশেষ সুবিধা হইল ; তাহারা পুনরায় একত্রিত হওয়ায় অজেয় হইয়া উঠিল, এবং বিপাশ ও ইরাবতীর মধ্যবর্তী স্থানে গুরদাসপুর' নামে একটি বৃহৎ দুর্গ নির্মান করিল৯৪ লাহোরের শাসন-কর্তা বান্দার বিরুদ্ধে যুদ্ধ-ঘোষণা করিলেন ; কিন্তু একটি খণ্ড যুদ্ধে তিনি পরাজিত হইলেন। তখন শিখগণ সারহিন্দ অভিমুখে একদল সৈন্য প্রেরণ করিল, তথাকার শাসন কর্তা বাইজিদ খাঁ তাহাদের গতিরোধ করিবার জন্য অগ্রসর হইলেন । একটি ধর্মোন্মত্ত ব্যক্তি মৃদু-পদ-বিক্ষেপে র্তাহার শিবিবে প্রবেশ করিয়া, তাহকে গুরুতররূপে অস্ত্রাঘাত করে ; সেই আঘাতেই তাহার মৃত্যু হয়। অধিনায়কের মৃত্যুতে মুসলমানগণ ছত্রভঙ্গ হইয়া পলায়ন করিতে বাধ্য হয় ; অনুমান হয়, এই নগর দ্বিতীয় বার আর বিজয়োত্মত্ত শিখদিগের হস্তে পতিত হয় নাই ॥৯° এক্ষণে কাশ্মীরের শাসনকর্তা আবদুল সামাদ খা নামক ‘তুরাণি বংশীয় একজন সম্রাস্ত ব্যক্তি ও স্বচতুর সেনানায়ককে পঞ্জাবের সেনাপতির পদ গ্রহণ করিতে বাদসহি অহুমতি করিলেন। তাহার সাহায্যাধপূর্ব দিক so l fúñfifts ow ow) ;-Blphinstone, ‘History of India, ii. 66 and Forster. *Travles", i. 305 ঐ শিন্তের একান্ত আনুরক্তি দেখিয়া, বাদসহি তাঁহাকে বিশেষ প্রশংসা করিয়াছিলেন : কিন্তু ঙিনি তাহাকে ক্ষমা করেন নাই। ১৩। শৈর-উল-মুতাক্ষেরীন, প্রথম খণ্ড, ১•৯ ও ১১২ পৃ. gèq, I (Compare ‘Seir ool Mutakhcreen’ i. 109 and 112 )

  • গুরুদাসপুর কুলানৌরের অতি সন্নিকটে অবস্থিত ; এখানে আকবর বাদসাহ পদে অভিষিক্ত হন। ফরষ্টার, ম্যালকম এবং অন্যান্ত ঐতিহাসিকগণ যে সাধারণ বিবরণ অনুসরণ করিয়াছেন, এই স্থানেই, বর্ণিত ‘লেীগড় অবস্থিত বলিয় অনুমিত হয়। যে সকল সারস্বত ব্ৰাহ্মণগণ শিখদিগের আচারপদ্ধতি ও ধর্মনীতি অধিকাংশরূপে গ্রহণ করিয়াছিল, এখানে আজকাল তাহামের একটি ধর্ম-মন্দির

প্রতিষ্ঠিত আছে। x - ৯e । তথাপি কতকগুলি বিবরণে দেখা যায় যে, বান্দা পুনরায় সারছিল অধিকার করিয়াছিলেন।