পাতা:শিখ-ইতিহাস.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখদিগের স্বাধীন রাজ্য > X > শিঘদিগকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করা। দ্বিতীয় উদ্দেশু,—আদিনা বেগ খার দণ্ড বিধান করা ৷ লাহোর পুনরুদ্ধার কালে আদিনাবেগ মন্ত্রীকে সাহায্য প্রদান করিয়াছিলেন,— ইহাই তাহার অপরাধ। এই সময় স্বত্রধরজাতীয় যুশা অমৃতসরের রাম-রাওণী পুনরদ্ধার করেন। স্বতরাং সেই স্থান আক্রান্ত হইল ; বিপক্ষগণ দুর্গটি ধূলিসাৎ করিল ; ঘর বাড়ী চূর্ণ হইল ; পবিত্র সরোবর এই সকল ধ্বংসাবশেষে পরিপূর্ণ হইতে লাগিল। আদিন বেগ যুবরাজকে বিশ্বাস করিতেন না ; সুতরাং তিনি পার্বত্য প্রদেশে প্রস্থান করিলেন। আদিনা বেগ তথায় অতি সংগোপনে প্রতিহিংসা-পরবশ শিখদিগকে সাহায্য প্রদান করিয়া তাহাদিগকে উৎসাহিত করিতে লাগিলেন। তাহারা দলে দলে একত্র মিলিত হংতে লাগিল। গোবিন্দ-প্রবর্তিত ধৰ্ম সেই দুৰ্দ্ধৰ্ষ দৃঢ়মনা গ্রামবাসিদের হৃদয়ে বদ্ধমূল ছিল । কর্মাসক্ত সহরবাসীদিগের ন্যায় পরস্পর-বিরোধী স্বাৰ্থ চিন্তায় শিখজাতি প্রকৃত ধর্ম বিসর্জন দিয়া কৃত্রিম সমাজের নির্ধারিত নিয়মের বশবর্তী হয় নাই। তাহারা বাহ লোকাচারে বিশ্বাস স্থাপন করে না। এই সময়ে লাহোর ও তৎচতুষ্পার্শবর্তী স্থানে বহুসংখ্যক অশ্বারোহী শিখ দলে দলে ভ্রমণ করিত ; দস্থ্য বৃত্তি দ্বারা তাহাদের জীবনযাত্র নির্বাহ হইত। যুবরাজ এবং তাহার অভিভাবক তাহাদিগকে বিধ্বস্ত করিবার চেষ্টা করিলেন ; তাহারা বহু আয়াস স্বীকার করিলেন বটে, কিন্তু তাহাদের সমুদায় চেষ্টা বিফল হইল। সুতরাং পলায়ন করাই তাহারা অধিকতর নিরাপদ ও যুক্তিযুক্ত বলিয়া মনে করিলেন। বিজয়োম্মত্ত শিখগণ কিছুকাল লাহোর অধিকার করিয়া রহিল। যুশা সিং প্রথমে ঘোষণা করিয়াছিলেন, —“খালসা" একটি রাজ্যরূপে পরিণত হইবে, এবং তদধীনে বহুসংখ্যক সৈন্য নিযুক্ত থাকিবে । তিনিই এক্ষণে তাহাতে আর একটি স্থায়ী ক্ষমতার নিদর্শন প্রদান করিলেন। তিনি টাকা প্রস্তুতের জন্য মোগলদিগের টাকশাল ব্যবহার করিতেন। তাহাতে যে টাকা প্রস্তুত হইত, তাহাতে মুদ্রিত থাকিত,—‘যুশ কুল্লাল বিজিত আমেদের রাজ্য মধ্যে ’খালসার” অনুগ্রহে এই টাকা প্রস্তুত হইল”।** এই সময় দিল্লীর মন্ত্রী, নাজিব উদ্দৌলাকে দেশ হইতে বহিষ্কৃত করিতে কৃতসংকল্প হইলেন। আপন উদ্দেশু-সাধন-কল্পে মন্ত্রীবর মহারাষ্ট্রীয়দিগের সাহায্য প্রার্থনা করিলেন। নাজিবুদ্দৌলা, আমেদ সা আবদালর প্রতিনিধি ছিলেন। এই সময় নিজ ক্ষমতা ও নিপুণতা প্রভাবে তিনি রাজদরবারে বিশেষ ক্ষমতা-প্রতিপত্তি লাভ করিয়াছিলেন। গাজিউদ্দিন পেশোয়ার ভ্রাতা রাঘবকে দিল্লী অভিমুখে অগ্রসর হইতে অনুরোধ করিলেন। রাঘবও দ্বিধামত না করিয়া সহজেই তাঁহাতে স্বীকৃত হইলেন । মারহাট্টাগণ দিল্পী - ss I fIIfăfNẽ đẹ## vềU t-Browne, Tracts, ii. 19 : Malcolm, "Sketch,' p.93 &c.; Elphinstone, 'Caubul. ii. 289; and Murray's ‘Runjeet Singh, p. 15. আফগানদিগের বিবরণ অবলম্বন করিয়া, এলফিনষ্টোন বলেন যে, তাইমুরের একদল সৈন্ত আদিন। বেগের নিকট পরাজিত হয়। পঞ্জাবের মুসলমানদিগের বর্ণনা অমুসরণ করিয়াই হয়ত মারে শিখদিগের লাহোর অধিকার সম্বন্ধে কিছুই বলেন নাই।