পাতা:শিখ-ইতিহাস.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখদিগের স্বাধীন রাজ্য Y S 3 আপন প্রভূত্ব প্রতিষ্ঠার চেষ্টা করিতেছিলেন, এবং পরে সা আলম উপাধি গ্রহণ করিয়া" দিল্লীর বাদসাহ পদে প্রতিষ্ঠিত হইয়াছিলেন । যুদ্ধে মারহাট্টা-অধিনায়ক সিন্ধিয়া এবং হোলকার পরাজিত হইলেন। অতঃপর আফগান-র:জ দিল্লী অধিকার করিয়া গঙ্গা অভিমুখে যাত্রা করিলেন । এই সময়ে মারহাট্টাগণ মুসলমান রাজত্ব চিরদিনের তরে লোপ করিবার চেষ্টা করিতেছিলেন । অযোধ্যার স্বজা উদ্দৌলার সহিত সন্ধি-স্বত্রে আবদ্ধ হইয়া, সমবেত আক্রমণে দাক্ষিণাত্যের হিন্দুদিগের ক্ষমতা হ্রাস করাই আমেদ সার প্রধান উদ্দেশ্য ছিল। এই সময় একজন সেনানায়ক পুনা হইতে দিল্লী অভিমুখে অগ্রসর হইতেছিলেন। উত্তর ভারতবর্ষের সমুদায় যুদ্ধে তিনি বিশেষ বীরত্বের পরিচয় প্রদান করিয়াছিলেন। এক্ষণে পেশোয়ার বংশধর এবং খ্যাতনামা মারহাট্ট রাজগণ ত"ীহার সহিত যোগদান করিলেন । আপন অদৃষ্টের উপর নির্ভর করিয়া অসংখ্য সৈন্য সমভিব্যাহারে সেই নবাভিষিক্ত সেনাপতি দিল্লীর অতি সন্নিকটে উপস্থিত হইলেন। সদাসিউরাও কর্তৃক আফগানদিগের কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র সৈন্যদল দিল্লী হইতে বিতাড়িত হইল। মারহাট্টাগণ আফগানদিগের প্রধান সৈন্তাংশ দোয়াবের দুর্গে অবরোধ করিলেন। এক্ষণে তিনি বিশ্বাস রাওকে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নরপতি বলিয়া ঘোষণা করিবার প্রস্তাব করিলেন ; কিন্তু তাহার উদ্দেশু সফল হইল না । ১৭৬১ খৃষ্টাব্দের প্রারম্ভে পাণিপথের যুদ্ধে আমেদ সা জয়লাভ করিলেন । মারহাট্টাগণ পরাজিত হইলেন । আপন প্রজাপুঞ্জের উপর পেশোয়ার আধিপত্য-প্রভাব ধ্বংস হইল, এবং হিন্দুস্থানে মারহাট্টাদিগের ক্ষমতা চিরতরে বিলুপ্ত হইল । অত:পর মারহাট্টাগণ আর আপনাদের পূর্ব-গৌরব ফিরিয়া পান নাই ; – কিংবা পূর্ব ক্ষমতা পুন:-প্রাপ্ত হন নাই। তাহদের পতনের পর, বিদেশীয়গণের ক্ষমতা বিস্তারে বিশেষ সুবিধা হইল ; সাধারণের অজ্ঞাতসারে বিদেশীয়গণ প্রকারাস্তরে মারহাট্টাগণের কল্পনা কার্থে পরিণত করিলেন ॥২৬ অতঃপর যুদ্ধ অবসানের সঙ্গে সঙ্গে সারহিন্দ ও লাহোরে দুই জন প্রতিনিধি নিযুক্ত করিয়া আফগান সম্রাট কাবুলে প্রত্যাবৃত্ত হইলেন।২” শিখগণ এই যুদ্ধ সময়েই অবতীর্ণ হয় ; তাহারা দলবদ্ধ হইয়া হ্রাণী সৈন্যের চতুর্দিকে ভ্রমণ করিত ; এবং স্নযোগ মত তাহাদের ধনসম্পত্তি লুণ্ঠন করিত। রীতিমত কোন শাসন-নীতি প্রবfতত না থাকায়, তাহারা অধিক শক্তি লাভ করিয়াছিল। আপনাপন পল্লীতে তাহীদের প্রভুত্ব প্রতিষ্ঠিত ২৬। ব্রাউনের 'ইণ্ডিয়। ট্রাক্ট দ্বিতীয় খণ্ড, ২• ১, ২১ পৃ: ; এলফিনষ্টোন কৃত ‘ভারতবর্ষের ইতিহাস, দ্বিতীয় খণ্ড, ৬৭• পৃষ্ঠা ইত্যাদি ; এবং মারে বিরচিত ‘বণজিৎ সিং, ১৭ ও ২ পৃষ্ঠা দ্রষ্টব্য। এলফিনষ্টোন বলেন, মহারাষ্ট্রীয় সেনাপতি বিলম্ব করিতে লাগিলেন ; বিশ্বাসকে হিন্দুস্থানের শ্রেষ্ঠ সম্রাট বলিয়া ঘোষণা করিলেন না। তাহার উদেখ, যে পর্যন্ত দুরাশিগণ সিন্ধুনদের পরপারে বিতাড়িত না হয়, ততদিন তাহার পক্ষে নীরব থাকাই কর্তব্য।

    • I afû ( Browne, “India Tracts' ii 21, 23 ) asfçnfra ८मझे छूझे दाखिन्ब्र नांभ - লাহোরের বুলঙ্গ খ এবং সারহিলের জিন থা।

br