পাতা:শিখ-ইতিহাস.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখদিগের স্বাধীন রাজ্য SS Q মারহাট্টাগণও রাজকীয় শক্তি উপেক্ষা করিয়া তাহাঁর সহিত যোগদান করিল ।৩৯ সারহিন্দ অধিকারচু্যত হওয়ায়, আমেদ সা সপ্তমবার সিন্ধুনদ অতিক্রম করিলেন ; নাজিবুদ্দৌল্লা বিবিধ বিপদ-জালে জড়িত হইয়া যমুনার নিকটবর্তী স্থানে অগ্রসর হইলেন। এই সময়ে দিল্লীর অবরোধ পরিত্যক্ত হইল ; মারহাট্টা শাসনকর্তা হোলকারের মধ্যস্থতায় কিংবা তাহার অসম্পূর্ণতায় মারহাট্টাগণ দিল্লী পরিত্যাগ করিল। এদিকে আমেদ সার স্বদেশে, নিজরাজ্যে বিদ্রাহ উপস্থিত হইল। স্থভরা’ তিনি সারহিন্দ পুনরুদ্ধারের কোন চেষ্টা করিলেন না ; সহসা ভারতবর্ষ পরিত্যাগ করিয়া স্বদেশে প্রত্যাবৃত্ত হইলেন। তিনি নিজে পাতিয়ালার আল সিংহকেই তৎপ্রদেশের শাসনকর্তা বলিয়া স্বীকার করিলেন । এই সময় সেই রাজা সময় বুবিয়া গুরুর একজন পূর্ববন্ধুর বংশধরের নিকট বিনিময়ে সহরটি প্রাপ্ত হইয়াছিলেন ; শিখ-সম্প্রদায় এই স্থানটি বন্ধুকে প্রদান করিয়াছিল। যাহা হউক, শিখদিগের ইতিহাসে দেখা যায়, অমেদ সা বিশেষ ক্ষতিগ্রস্ত না হইয়া, নিস্কৃতি লাভ করেন নাই। অমৃতসরের নিকট উভয়পক্ষে দীর্ঘকালব্যাপী ঘোরতর একটি যুদ্ধ হয়। এই যুদ্ধে কোনপক্ষেই জয়লাভ করিতে সক্ষম হয় না ; পরস্তু এই যুদ্ধের ফলে, আফগানগণ ত্বরায় ভারতবর্ষ পরিত্যাগ করিয়া চলিয়া গেল। শিখ সৈন্য অনায়াসে লাহোরের শাসনকর্তা কাবুলি মল্লের উচ্ছেদ সাধন করিল। ইরাবতী হইতে শতদ্রু পর্যন্ত বিস্তৃত বিশাল রাজ্য শিখদিগের অধীনতা পাশে আবদ্ধ হইল। শিখগণ পূর্ববৎসর সারহিন্দ বিভাগ করিয়া লইয়াছিল ; এইবার শিখ-রাজগণ এবং তাহাদের অনুচরবর্গ এই বিশাল রাজ্য পরস্পর বিভাগ করিয়া লইলেন। বহুসংখক মসজিদ ধ্বংস হইল ; বন্দী আফগানগণ শূকরের রক্তে মসজিদের ভিত্তি-ভূমি প্রক্ষালন করিতে বাধ্য হইল। অতঃপর শিখ সর্দারগণ অমৃতসরে সমবেত হইলেন ; মুদ্রাঙ্কন আরম্ভ হইল ; এইরূপে তাহারা আপনাপন প্রভুত্ব এবং শিখধর্মের প্রাধান্ত ঘোষণা করিলেন । গুরু গোবিন্দ নানকের নিকট যে ‘দেগ, তেগ ও ফাতে’ –ঈশ্বরাষ্ট্রগ্রহ, প্রভুত্বশক্তি, এবং জয়লাভে ক্ষিপ্রকারিতা প্রাপ্ত হইয়াছিলেন, —মূদ্রার উপরিভাগে তাহাই খোদিত হইল ॥৩৫

  • os Compare Browne, “Tracts" ii. 24. R 5o ICF cr aora ateg- frra -toসবজীর বাজার লুণ্ঠন করিয়াছিলেন, শিখদিগের প্রচলিত উপাথ্যানে এখনও তাহাদিগের নাম দেখিতে পাওয়া যায়। -

৩৫। ব্রাউনের 'ইণ্ডিয় ট্রাক্ট", দ্বিতীয় খণ্ড, ২৪ ও ১৭ পৃষ্ঠা ; ফরষ্টার, ভ্রমণবৃত্তান্ত, প্রথম খণ্ড, ৩২১, ৩২৩ পৃ: ; এলফিনষ্টোন, 'কাবুল, দ্বিতীয় পুস্তক, ২৯৬-২৯৭ পৃ: ; এবং মারে বিরচিত রণজিৎ সিংহ" ২৬, ২৭ পৃঃ দ্রষ্টব্য। মুদ্রিত টাক 'গোবিন্দদাহী’ নামে অভিহিত ; বালসাহের নাম ব্যবহারে সকলেই আপত্তি করিয়াছিল। (ব্রাউন কৃত ট্রাক্ট", দ্বিতীয় পুস্তক ২৮ পৃঃ দ্রষ্টব্য )। আজকাল যে সকল মুদ্রা প্রচলিত আছে, তাহাতে বুঝা যায়, ক্ষুদ্র ক্ষুদ্র নরপতিগণ ঐ সকল মুদ্র প্রচলন করেন। রণজিৎ সিংহের রাজত্বকালে, এক প্রকার মুদ্রা প্রচলিত ছিল ; তাহার উপরিভাগে লেখা থাকিত ;-“দেগ, ওয়া তেগ, ७ब्रा कोरङ, ७ग्ना नझब्रउ वि जिब्रां२ हेब्रांक९, यांछ नांनक ७क्र-cशांविग्न निः' । डूणठ: ऐशंटङ बूका ৰাইত, ঈশ্বরানুগ্রহ, ক্ষমতা ও বিজয়লাভ -জয়লাভে ক্ষিপ্রকারিতা –গুরুগোবিন্দ সিং নামকের নিকট