পাতা:শিখ-ইতিহাস.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখদিগের স্বাধীন রাজ্য 9) צx সৈন্যের দুইটি ক্ষুদ্র দল মূলতান হইতে শিখদিগকে বিতাড়িত করিবার চেষ্টা করে ; কিন্তু তাহাদের সে চেষ্টা ব্যর্থ হয়। ১৭৭৮-৭৯ খৃষ্টাব্দে সা স্বয়ং সৈন্ত-সমভিব্যহারে তদ্বিরুদ্ধে গমন করেন। ‘ভাঙ্গী দিগের নূতন অধিনায়ক গান্দা সিং এই সময়ে অন্যান্ত শিখঅধিনায়কগণের সহিত বিবাদে প্রবৃত্ত ছিলেন ; তাহার প্রতিনিধিগণ প্রতিরোধের ভাণ করিয়া রাজধানী সমর্পণ করিলেন। ১৭৯৩ খৃষ্টাব্দ পর্যন্ত তাইমুর সা তথায় রাজত্ব করেন ; কিন্তু তিনি একয়েক বৎসর সিদ্ধিম, কাশ্মীররাজ এবং উজবেকদিগের বিদ্রোহ দমনে নিযুক্ত ছিলেন। এমন কি শিখজাতির রাওলপিণ্ডি অধিকারে তাইমুর কোনরূপ বাধা প্রদান করেন নাই। তাহীদের দম্য-ব্যবসায়ী অশ্বারোহী কচ্ছ হইতে আটকের সীমা পর্যন্ত বিস্তৃত সমতল ক্ষেত্রে পরিভ্রমণ করিয়াছিল ; তৎসমুদায় প্রদেশ শিখদিগের অধিকৃত হইয়াছিল।5 ইতিমধ্যে উমার সিং ফুলকিয়া, হারিয়ান এবং দিল্লীর সীমাস্ত পর্যস্ত আপন প্রভুত্ব বদ্ধমূল করিয়া তুলিলেন। তিনি শিরিস এবং ফতেহাবাদ অধিকার করিলেন ; তাহার রাজ্য বিকানির ও ভাওয়ালপুর রাজ্যের সমকক্ষ হইয়া উঠিল। র্তাহার অধীনস্থ বিন্দ এবং কাইথালের যোধগণ হান্সি এবং রোহতকের চতুর্দিকবর্তী সমগ্র প্রদেশে আধিপত্য বিস্তার করিয়াছিল। এই সময় সারহিন্দ প্রদেশে প্রভুত্ব পুনঃপ্রতিষ্ঠা-কল্পে দিল্লীর বাদসাহ শেষবার চেষ্টা করিলেন। সুতরাং উমার সিং আপন রাজধানী পাতিয়ালায় প্রত্যাগমন করিতে বাধ্য হইলেন। ১৭৭৯-৮০ খৃষ্টাব্দে তাৎকালিক মন্ত্রী এবং সম্রাট পরিবারের ফারঘুন্দ বখত নামক জনৈক সেনানীর অধীনে একদল সৈন্য যুদ্ধ-যাত্রা করিল। কর্ণাল পুনরধিকৃত হইল ; অনেকে রাজস্ব প্রদানের অঙ্গীকার করিল এবং খ্যাতনামা ক্রোড়াসিংঘিয়া-অধিনায়ক বাঘেল সিং বঙ্গ্যতা স্বীকার করিলেন। কাইথালের দেণ্ড সিং বহু অর্থদণ্ডে দণ্ডিত হইলেন। অবশেষে রাজকীয় সৈন্য পাতিয়ালায় প্রবেশ করিল। উমার সিং বাদগাহের বগুতা স্বীকার করিয়া রাজস্ব প্রদানের অঙ্গীকার করিলেন। তখন বাঘেল সিং আপন উদ্বেগু সাধন কল্পে বদ্ধপরিকর হইলেন। এমন সময়ে সংবাদ আসিল, —ম্ববৃহৎ একদল শিখ সৈন্য লাহোর হইতে যাত্রা করিয়াছে ; তৎক্ষণাৎ মোগল সৈন্ত দ্রুতবেগে পাণিপথ অভিমুখে প্রত্যাবর্তন করিল। কিন্তু তাহাদের মনে এক সন্দেহ জন্মিল যে,—মন্ত্রীবর শিখদিগের নিকট উৎকোচ গ্রহণ করিয়া স্বীয় ধনলিন্স চরিতার্থ করিয়াছেন, এবং তজ্জন্য বিশ্বাসঘাতকতাপূর্বক প্রভূর স্বাধ বিসর্জন দিয়া শত্রুপক্ষ অবলম্বন করিয়াছেন । ১৭৮১ খৃষ্টাব্দে উমার সিং একটি অপ্রাপ্ত বয়স্ক উন্মাদগ্ৰস্ত পুত্র রাখিয়া পরলোক গমন করেন। তাহার দুই বৎসর পরে, দুর্ভিক্ষের প্রকোপে হারিয়ানা জনশূন্ত হয় ; তরত্য অধিবাসীগণ অনাহারে মৃত্যুমুখে পতিত হয়, এবং অনেকেই স্থানান্তরে গমন • । ভাওয়ালপুরের রাজার ইতিবৃত্ত এবং অস্কান্ত হস্তলিখিত বিবরণ দ্রষ্টব্য। Compare Browne, ‘India Tracts" ii. 28, and Forster, Travels', i. 324 of Rüeta ('Caubul", ii. 303) वष्णन, s१४• धुंडेॉप्ल निषश्tिशब्र इस श्रेष्ठ मूलठांन शूनब्रविकृठ इब्र। ठिनि ०११० धुंडेicम স্বীকার করেন না।