পাতা:শিখ-ইতিহাস.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> Ob- শিখ-ইতিহাস হন । কিন্তু র্তাহার ক্ষমতা অপেক্ষ দুরাকাঙ্ক্ষা ও যশোলিপাই অধিক ছিল। তথাপি ধারাবাহিকরূপে তিনি আপন উদ্বেগু সাধনের চেষ্টা করিয়াছিলেন। হোলকার কর্তৃক সিন্ধিয়ার প্রভুত্ব বিপর্যস্ত না হইলে, এবং দুঃসাহসিক জর্জ টমাসের কৃতকার্যতায় ও শক্ৰতাচরণে পেরণের অভিসন্ধি ব্যর্থ না হইলে, পেরণ আপন ক্ষমতা বা মারহাট্টা-প্রভুত্ব লাহোর পর্যন্ত বিস্তার করিতে পারিতেন। এই ইংরাজ নৌ-বিভাগের কার্যে বিশেষ অভিজ্ঞ ছিলেন। কিন্তু স্বভাবজ উগ্রতা এবং দুবিনীত সংস্কার প্রিয়তা হেতু, ১৭৮১-৮২ খ্ৰীষ্টাব্দে তিনি মাদ্রাজের একখানি যুদ্ধ জাহাজ হইতে কার্য পরিত্যাগ করিতে বাধ্য হন। কিছুকাল তৎপ্রদেশের ক্ষুদ্র ক্ষুদ্র রাজার অধীনে সামরিক কার্যভার গ্রহণ করেন। তিনি ভারতের উত্তর সীমা পর্যন্ত পরিভ্রমণ করিয়াছিলেন । ১৭৮৭ খ্ৰীষ্টাব্দে দেশবিখ্যাত সামরু বেগম তাহাকে আপন কার্যে নিযুক্ত করেন। পেরণ বেগমের অনুগ্রহে উচ্চপদ প্রাপ্ত হন। অতঃপর ছয় বৎসরের মধ্যেই বেগমের প্রতি অসন্তুষ্ট হইয়া তিনি আপ্পা কান্দা রাওয়ের অধীনে কার্য গ্রহণ করিলেন। আপ্লা কান্দা রাও সিন্ধিয়ার একজন প্রধান কর্মচারী ছিলেন। র্তাহার অধীনেই ডি. বয়েন প্রথম সৈন্যদল গঠন করেন। যখন মারহাট্টাদিগের কার্যে নিযুক্ত ছিলেন তখন টমাস কর্তৃক একদল শিখ-সৈন্ত কর্ণালে পরাজিত হয়। তৎপর তিনি আরও অনেক কার্য সম্পন্ন করিয়াছিলেন । কিন্তু দেশের এইরূপ বিশৃঙ্খল ও বিচ্ছিন্ন অবস্থা উপলব্ধি করিয়া, টমাস স্বতন্ত্ররূপে আপন প্রভূত্ব প্রতিষ্ঠা -কল্পে এক অতি সহজ উপায় উদ্ভাবন করেন ; তাহার সকল মন্ত্রণাই স্থির হইয়া যায়। অতঃপর তিনি অতীত গৌরব হান্সির ভগ্ন প্রাকার-সমূহের পুন:-সংস্কার করিয়া, স্বীয় অধিনায়কত্বে তথায় বহুসংখক সৈন্য সমবেত করিলেন ; পরিশেষে দুর্গের চতুর্দিকে কামান সন্নিবেশ করিয়া, দৃঢ়-প্রতিজ্ঞতার সহিত রাজ্য অধিকার করিতে অগ্রসর হইলেন। পেরণ র্তাহার প্রভুত্ব দর্শনে শঙ্কিত হইয়াছিলেন। হোলকার টমাসকে উৎসাহ প্রদান করিতেছেন, ফরাসী সেনাপতির চিরন্তন বৈরী এবং প্রেতিশোধ-লোলুপ লাকোয় দাদা ও অন্যান্য মারহাট্টাগণ, টমাসের সহায়তা করিতেছেন,—তাহা ভাবিয়া পেরণ অধিকতর ভীত ও ব্যকুল হইয়া পড়িয়াছিলেন।১৩ ১৭১১ খ্ৰীষ্টাব্দে টমাস ‘ফুলকিয়া সম্প্রদায়ের ভাগ সিংহের অধিকৃত বিন্দ নগর অবরোধ করিলেন। বৃদ্ধ রাজা বাঘেল সিং ক্রোড়-সিংঘিয়া এবং পাতিয়ালার হীনবল রাজার সমরামুরাগিনী ভগ্নী একত্র সমবেত হইয়া, ঐ স্থান পুনরধিকার করিলেন। কিন্তু হান্সি প্রত্যাগমন কালে, টমাসকে আক্রমণ করায়, বিতাড়িত হইলেন। ১৮০০ খৃষ্টাব্দে টমাস ফতেহাবাদ অধিকার করিলেন। ১৭৮৩ খ্ৰীষ্টারে দুর্ভিক্ষ ফলে সেই প্রদেশ জনশূন্য মরুপ্রায় হয় ; পরবর্তী কালে হরিয়ানার লুণ্ঠন-ব্যবসায়ী ভূট্টগণ তাহা অধিকার করিয়া লয়। তাঁহাদের ক্ষমতা প্রতিহত করিতে পাতিয়ালার রাজা অশেষ চেষ্টা করেন ; কিন্তু Sol Francklin's Life of George Thomas. p. 1. 79, 107 and Major Smith's Sketch of Regular Corps in the Service of Indian Princes, p. 118 &c.