পাতা:শিখ-ইতিহাস.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখদিগের স্বাধীন রাজ্য > 0\9 সমাধি-ক্ষেত্রে, সম্ভবতঃ একাধিপত্য লাভ করিবেন, এবং তাঁহাতে পরিপার্থিক রাজগণের মনে ভয়ের সঞ্চার হইবে । রণজিৎ সিংহের অভু্যখানে তদ্বিষয়ে যথেষ্ট প্রমাণিত gif: IReچ ১৮৭৩ খ্ৰীষ্টাব্দের ১১ই সেপ্টেম্বর দিল্লীতে এক যুদ্ধ হয়। পাঁচ সহস্ৰ শিখ সেই যুদ্ধে যোগদান করে ; কিন্তু সহসা আলিগড় অবরুদ্ধ হওয়ায়, সেই বিপুল সৈন্যদল আশ্চর্যাম্বিত হইল ॥২৪ মারহাট্টাগণ পরাজিত হইল, এবং শিখগণ ছত্রভঙ্গ হইয়া পলায়ন করিল। ইহার কিছুকাল পরে, শিখগণ ইংরাজ সেনানায়কের নিকট বহুতো স্বীকার করে। সময় সময় খ্যাতি-সম্পন্ন বহু রাজার সহিত মিত্রত স্থাপিত হইত ; কখনও বার্তাহীদের সাহায্য গ্রহণ করা হইত। তাহাঁদের মধ্যে ভাই লাল সিং লর্ড লেকের কৃতিত্ব স্বচক্ষে দর্শন করিয়াছিলেন ; ৰিন্দের শাসনকর্তাকুলপতি ভাগসিংহের নামও সবিশেষ উল্লেখযোগ্য। পরে তিনি থানেশ্বরের অসভ্য রাজা, ভাঙ্গ সিং নামে অভিহিত হইয়াছিলেন।২৫ অতঃপর দুই মাসের মধ্যে লাসোয়ারিতে এক যুদ্ধ উপস্থিত হইল ; সেই যুদ্ধের ফলে, উত্তর-ভারতবর্ষে মারহাট্টাদিগের প্রভুত্ব সম্পূর্ণরূপে বিধ্বস্ত হইল। বৃদ্ধ, অন্ধ বাদসাহ— সা আলমের প্রতি বিজেতৃবৃন্দ আর একবার অনুগ্রহ প্রদর্শন করিলেন ;—তিনি নামমাত্র রাজকীয় ক্ষমতা পুনরায় প্রাপ্ত হইলেন ; কিন্তু বিজেতার আচরণে র্তাহার অহঙ্কার ও দস্তিকতা প্রশমিত হইয়াছিল। তখনও মোগল নাম সম্রমব্যঞ্জক এবং ভীতিপ্রদায়ক বলিয়া অনুমিত হইত। স্বতরাং একটি উপাধি প্রাপ্ত হইয়াই, সেই স্বাধীন অথচ রাজভক্ত সেনাপতি সন্তুষ্ট হইলেন। একজন সদ্বংশজাত ইংরাজ সেই উপাধিতে ভূষিত হইলে বুঝা যায়, তিনি মহাবীর তৈমুরলঙ্গ-বিজিত রাজ্যের তরবারি স্বরূপ।২৬ ইতিমধ্যে অধ্যবসায়শীল বীর যশোবন্ত রাও হোলকার উত্তর ভারতবর্ষ আক্রমণের সংকল্প করিলেন। কর্ণেল মনসনের প্রত্যাবর্তনে, বিজয়লিপ্তায় এবং রাজ্যলালসায় তাহার মম উৎফুল্প হইল। তিনি দিল্লী অবরোধ করিলেন ; তাহার সৈন্যে দোয়াব পরিপূর্ণ হইল । কিন্তু স্তার ডেভিড অক্টারলোনি অতিশয় দক্ষতার সহিত রাজধানী রক্ষা করিতেছিলেন, এবং তদ্বিষয়ে তিনি কৃতকার্য হইয়াছিলেন। এক্ষনে "দীঘ’ নামক স্থানে পরাজিত হইয়া বীরশ্রেষ্ঠ মহারাষ্ট্রীয় সেনাপতি পুনরায় রাজপুতনায় বিতাড়িত হইলেন। এই সকল যুদ্ধকালে, কর্ণেল বরণের অধীনে ক্ষুদ্র একদল ইংরাজ সৈন্য সাহরাণপুরের নিকটস্থ সামলিতে २७ । कब्रहेॉब्र, ‘जभर्ग-वृखांख' पिउँौग्न १७, ७८• श्रृंé : अवर ७२० शृé जडेषा। (Forster, “Travels' ii. 340. See also p. 324)—oxol of of Hits+, foot *aito oft-qwa Wy করিয়াছিল। Rs 1 Major Smith's ‘Account of Regular Corps in Indian States’ p. 34.

    • 1 Manuscript Memoranda of Personal Inquiries. ২৬। উইলসন সঙ্কলিত, মিলের ব্রিটিশ ইণ্ডিয়ার ইতিহাস, দ্বিতীয় খণ্ড, ১• পৃষ্ঠা। (Milrs “History of British India,” Wilson's Edition vi. 510), * *