পাতা:শিখ-ইতিহাস.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sఆఆ শিখ-ইতিহাস মিঃ মেটকাফ লাহোর পরিত্যাগ করিয়া প্রস্থান করিলেন। র্তাহার প্রতাগমনে রণজিৎ সিং লুধিয়ানার সম্মুখবর্তী ফিলোরের সীমান্ত স্থান এবং অমৃতসরের গোবিন্দগড় নামক দুগ স্বদুড় এবং স্বরক্ষিত করিতে কৃতসঙ্কল্প হইলেন ; তাঁহাই তিনি প্রধান কর্তব্য বলিয়। নিৰ্দ্ধারণ করিলেন । শিখজাতির ধর্মস্থান সেই রাজধানী অধিকার করিয়াই, রণজিৎ সিং সেই দুগ নির্মাণে প্রবৃত্ত হইয়াছিলেন।” সেই সময় কটোচের সংসার চাদ গুখদিগকে দমন করিতে রণজিৎ সিংহের সাহায্য প্রার্থনা করেন । গুখীগণ বহুকালাবধি কাওড়ার দুগ অবরোধ করিয়া অবস্থান করিতেছিল ; এক্ষণে তাঁহাদের অবিচ্ছিন্ন আক্রমণ অসহনীয় হইয়া উঠিল। রাজপুতরাজ যমুনা হইতে বিতস্ত নদী পর্যন্ত বিস্তত ভূখণ্ডে আধিপত্য বিস্তারের মনস্থ করিয়াছিলেন । এক্ষণে গুখ দিগের আক্রমণে র্তাহার সেই স্বধ-স্বপ্ন ভঙ্গ হইল। গুখ দিগকে বিতাড়িত করাই সংসার চাদের প্রধান উদ্দেশ্য হইয়া দাড়াইল ; সেই উদ্দেশু-সাধন কল্পেই তিনি রনজিৎ সিংহের সাহায্য প্রার্থনা করিলেন । রণজিৎ সিংহের সাহায্য প্রদানের পুরস্কার স্বরূপ সংসার চাদ, শিখ রাজকে কাঙড়ার দুগ" প্রদান করিতে প্রতিশ্রত হইলেন। কিন্তু ইত্যবসরে সংসার চাঁদ এক বিশ্বাসঘাতকতার কার্য করিলেন । তিনি গুখ*াদিগকে রণজিৎ সিংহের বিরুদ্ধে অস্ত্র ধারণের উপযোগিতা বুঝাইয়া তিনি দুগ-প্রবেশের আশা করিলেন। তিনি নেপালসেনাপতির নিকট প্রতিজ্ঞাপাশে আবদ্ধ হইয়া, তাহাকে দুগ" প্রদানের অঙ্গীকার করিলেন। সর্ত হইল,—র্তাহাকে সপরিবারে নির্বিঘ্নে প্রস্থান করিবার অনুমতি প্রদান করিলে, তিনি নেপাল-সেনাপতির হস্তে দুগ সমর্পণ করিবেন। মহারাজ সংসার চাদের সকল অভিসন্ধি বুঝিতে পারিলেন। তিনি মিত্র-পুত্রকে বন্দী করিলেন, এবং নানারূপ চতুরতা সহকারে কাঠমাণ্ডু সেনাপতিকে প্রতারিত ও প্রবঞ্চিত করিতে লাগিলেন। ইতিমধ্যে উমার সিং থাপ্পা তাহার নিকট প্রস্তাব করিলেন,—উভয় সৈন্য মিলিত হইয়া পর্বতবাসীদিগকে আক্রমণ করিবে ; এবং তিনি কাঙড় দুগ অধিকার করিয়া লইবেন, অথবা লুষ্ঠিত দ্রব্যের মধ্যে গুখণদিগের অংশ বলিয়া ঘুগটি তাহাকেই সমর্পণ করা হইবে। মুক্তি প্রদানের ভাব প্রকাশ করিয়া মহারাজ সহসা দুগ" প্রবেশের অনুমতি চাহিলেন ; কিন্তু তিনি দুগ অধিকার করিয়া বসিলেন। সংসার চাদের সকল আশা নিমূল হইল ; উমার সিং প্রতারিত হইলেন। এইরূপে প্রতারিত হইয়৷ উমরি সিংহ আপন দুরাষ্টের জন্য উচ্চকণ্ঠে বিলাপ করিতে করিতে শতদ্রু অতিক্রম করিয়া প্রস্থান করিলেন। কার্য

  • I ato-fafe #tfas' fio, we oil (Compare Murray's ‘Runjeet Singh,"

р, 76A) - ৮। মারে-বিরচিত রণজিৎ সিং, ৭৪.৭৭ পৃষ্ঠা দ্রষ্টব্য। মহারাজ কাপ্তেন ওডয়েকে বলিয়াছিলেন, =গুর্থীগণ র্তাহার সহিত মিলিত হইয় অংশ-গ্রহণে অভিলাষী। কিন্তু তিনি মনে করেন, তাহাদিগকে পৱাৰ হইতে বিতাড়িত করাই বিধেয়। ( ১৮৩১ খৃষ্টাব্দে ওয়েড গবর্ণমেণ্টকে যে পত্র লিখিয়াছেনठांश जठेवा ॥ )