পাতা:শিখ-ইতিহাস.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের প্রাধান্ত প্রতিষ্ঠা ծ ՖՊ কুশল নেপাল-সেনাপতি অতঃপর আপন সৈন্যদলের পশ্চাদ্ভৗগস্থিত কতকগুলি বিদ্রোহ দমন করিলেন । কিন্তু কাঙড়া অধিকার করিতে না পারিয়া, লজ্জা এবং ঘূণার দারুণ বৃশ্চিক-দংশনে তিনি জর্জরীভূত হইতে লাগিলেন। অতঃপর তিনি স্তার ডেভিড অক্টারলোনির নিকট এক প্রস্তাব উত্থাপন করিলেন ;—তাহারা উভয়ে মিলিত হইয়া, সৈন্য সমভিব্যাহারে সিন্ধুনদ অভিমুখে যাত্রা করিবেন ; পার্বত্য প্রদেশসমূহ এবং সমতল ভূমি অধিকার করিয়া তাহার স্বতন্ত্ররূপে বিভাগ করিয়া লইবেন, যিনি যাহা অধিকার করিবেন, তাহার অধিকারে সেই স্থানই থাকিবে । রণজিৎ সিং ইংরাজদিগের সাম্য-নীতি এবং ভিন্ন-জাতি বিষয়ক বিধি-বিধান কিছুই অবগত ছিলেন না । তাহার মনে হুইল, র্তাহার উচ্চাভিলাষ ইংরেজগণ কর্তৃক সীমাবদ্ধ হইয়াছে ; তিনি অনিচ্ছাসত্বে র্তাহাদিগের সে প্রস্তাবে সম্মতি প্রদান করিয়াছেন । এক্ষণে কোন না কোন ছল করিয়া নেপালের মিত্রগণ র্তাহার ক্ষমতা হ্রাস করিতে হৃষ্টচিত্তে অগ্রসর হইবেন । মহারাজ রণজিৎ সিং সেই ভাবনা ভাবিয়া আকুল হইলেন —তাহার মনে যুগপৎ ভয়-বিস্ময়ের ঘোর বিভীষিক উদয় হইতে লাগিল। তিনি প্রচার করিলেন,—উমারসিং থাপ্পা যে সর্তের প্রস্তাব করিয়াছিলেন, তিনি সেই সর্তেই উমার সিংহের সহিত মিলিত হইতে প্রস্তুত আছেন। এদিকে গবর্ণর-জেনারেল র্তাহাকে উত্তরে জানাইলেন,—পার্বত্য-প্রদেশে আক্রমণকারী গুখদিগের শাস্তিবিধান জন্য কেবল যে তিনিই একাকী শতদ্রু নদী অতিক্রম করিবেন, তাহা নহে ; পরন্তু যদি তাহারা সারহিন্দের সমতল ক্ষেত্র আক্রমণ করে, তাঁহা হইলে, ইংরাজগণ র্তাহার সহায়তা করিবেন। উভয় রাজ্যের সীমা-নির্দেশক শতদ্রু নদী প্রকৃতপক্ষে অলঙ্ঘনীয়, গবর্ণর-জেনারেলের এই প্রস্তাবে তিনি তাহার আর একটি প্রমাণ পাইলেন। এক্ষণে রণজিৎ সিং অভীপিত স্বীকারোক্তি ও নিশ্চয়তা প্রাপ্ত হইলেন ; স্বতরাং পার্বত্য প্রদেশের নিভৃত কন্দরে অভিযানের আবশুকতা আর অনুভূত হইল না ; রণজিৎ সিং তদ্বিষয়ে আর কোন বাক্যালাপ করিলেন না।19 কিন্তু উমার সিং আপন ভাগ্য পিপর্যয়ে বহুকাল দুঃখানলে দগ্ধ হইলেন ; আপন দুরাদৃষ্টের বিষ-জালা তাহার মন হইতে সহজে বিদূরিত হইল না। পঞ্জাব আক্রমণের জন্য তিনি ইংরাজ কর্তৃপক্ষীয়দিগের সাহায্য প্রার্থনা করিলেন; তাহাদিগকে বিবিধ উপায়ে উত্তেজিত করিয়া স্বপক্ষভুক্ত করিতে চেষ্টান্বিত হইলেন। তিনি প্রতিপন্ন করিতে চেষ্টা করিলেন,—নেপালের সহিত সন্ধি স্থাপনে, ভিন্ন-দেশবাসী সকলেই পরস্পর মিত্রতাস্থত্রে আবদ্ধ হইয়াছেন, অথবা তাহারা উভয় ৯ । ১৮-৮ খৃষ্টাব্দের ১৬ই এবং ৩০শে ডিসেম্বর স্তার ডেভিড অক্টারলোমি গৰণমেন্টকে যে পত্ৰ লিখিয়াছিলেন, তাহা দ্রষ্টব্য। ১• । ১৮১১ খৃষ্টাব্দের ১২ই সেপ্টেম্বর, সার ডেভিড অক্টারলোনি গৰণমেণ্টের বরাবর এবং ১৮১১ খৃষ্টাব্দের ২২শে নভেম্বর এবং ৪ঠা অক্টোবর সার ডেভিড অক্টারলোমিকে গবর্ণমেন্ট যে পত্র সিখিয়াছিলেন,—এস্থলে তাঁহাই দ্রষ্টব্য। o