পাতা:শিখ-ইতিহাস.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5€br শিখ-ইতিহাস গবর্ণমেণ্টের শক্রমধ্যে পরিগণিত হইয়াছেন। তজ্জন্ত রণজিৎ সিং অবৈধরূপে কটোচের গুখা-অধিকার আক্রমন করিয়াছেন । এতদ্ব্যতীত তিনি আরও সপ্রমাণ করিতে চেষ্টা করিলেন,—অগ্রসর হওয়াই অধিকতর নিরাপদ । শতদ্রু অতিক্রম করিয়া পরপারে গমনের ইচ্ছা প্রকাশ করা ভিন্ন, ইংরাজগণ আর কি উপায়ে শতক্ৰ অভিমুখে অগ্রসর হইতে পারিতেন ১১ ফলত, ১৮১৪ খৃষ্টাবে এক যুদ্ধ বাধিল । শিখদিগের রাজ্যের অতি সন্নিকটে, পার্বত্য প্রদেশে এবং সমতল-ক্ষেত্রে ইংরাজুদিগের আধিপত্য বিস্তৃত হইল । গুধর্ণগণ কাশ্মীর অধিকারের আশা পরিত্যাগ করিল ; অধিকন্তু তাহার স্বদেশ কাঠমাণ্ডুর বিষয় ভাবিয়া বিচলিত হইয়া উঠিল। তখন কেহই রণজিৎ সিংহের নিকট সাহায্য প্রার্থনা করিলেন না । ইংরাজপ্রতিনিধিগণ সংসার চাদের সহিত মিত্রতা স্থাপন করিয়া, গুখ1 এবং তাঁহাদের মিত্ররাজগণের দমনার্থ তাহাকেই অকুরোধ করিলেন । এই অবিমূন্যকারিতা এবং অবৈধ সাহায্য প্রার্থনার জন্য রণজিৎ সিং ঘোর প্রতিবাদ করিতে লাগিলেন । স্তার ডেভিড অক্টারলোনি তাহাকে জানাইলেন—মহারাজের প্রভুত্বে কোনরূপ হস্তক্ষেপ করা হয় নাই। র্তাহার প্রতি উপেক্ষা প্রদর্শন করেন নাই স্বীকার করিয়া, ইংরাজ-গবর্ণমেণ্ট অব্যাহতি পাইলেন। বছদশী হিন্দু সর্দার অপর রাজ্যের সহিত সম্বন্ধ স্বত্রে সম্বদ্ধ হইবার জন্য কোনরূপ নিস্ফল প্রতিজ্ঞায় আবদ্ধ হইলেন না - ২ শতদ্রুর তীরবর্তী উত্তর প্রদেশে রণজিৎ সিংহের রাজ্য দৃঢ় হইল বটে, কিন্তু ১৮১° খৃষ্টাব্দের প্রথম ভাগে তিনি আর এক নূতন বিপদসাগরে নিমগ্ন হইলেন । তাঁহাতে ১১। ১৮১৩ খৃষ্টাব্দের ২৯শে ডিসেম্বর তারিখে, স্তার ডেভিড অক্টারলোনি গবর্ণমেণ্টের বরাবর যে পত্র প্রেরণ করেন. এস্থলে তাঁহারই উল্লেখ করা হইয়াছে। ১২ । ১৮১৪ খৃষ্টাব্দের ১লা এবং ২৭শে অক্টোবর গবর্ণমেণ্ট, স্তার ডেভিড অক্টারলোনিকে যে পত্র লিখিয়াছিলেন, তাহাতে এতদ্বিষয় সবিশেষ উল্লিখিত হইয়াছে। ১৮১৪ খৃষ্টাব্দের ১১ই অক্টোবর স্তার ডেভিড অকটারলোনির বরাবর দিল্লীর রেসিডেন্টের পত্র ; এবং ১৮১৪ খৃষ্টাৰে র ২৯শে নভেম্বর স্তার ডেভিড, রণজিৎ সিংহকে যে পত্র লিখিয়াছিলেন, তাহ দ্রষ্টব্য। ১৮৯৪ খৃষ্টাব্দের যুদ্ধে স্তার ডেভিড অকটারলোনি সময় সময় জয়লাভ সম্বন্ধে নিরাশ হইয়াছিলেন । অন্ততঃ একবারও তিনি জানাইয়াছিলেন যে, তাহার মতে, পার্বত্য প্রদেশে যেরূপ যুদ্ধ হইতেছিল ভারতীয় সৈন্তদলের মধ্যে সিপাহী সৈন্ত সেইরূপ পার্বত্য যুদ্ধের বিশেষ অনুপযোগী। ( ১৮৯৪ খৃষ্টাব্দের ২২শে ডিসেম্বর, স্তার ডেভিড অকটারলোনি সেই মর্মে গবর্ণমেণ্টকে জানাইয়াছিলেন।) এই সকল যুদ্ধে হিন্দুরের ( নালাগড়ের) রাজা রামশরণ ইংরাজদিগের বিশেষ সহায়তা করিয়াছিলেন ; তিনি অতিশয় দক্ষতার সহিত সৈন্ত পরিচালনা করিয়াছিলেন। ইংরাজগণ র্তাহার নিকট অনেক উপকার পাইয়াDDD S BBBBBBSBBBB BBBBS BBD BB BBBB DB DDB DDS BBDD রাজ্য আক্রমণে তিনি বিশেষ তৎপরতার সহিত সংসার চাদের সহায়তা করিয়াছিলেন, এবং তাহার পক্ষ জবলঞ্চকরিয়াই তিনি গুর্থাদিগের অব্যাহত গতি প্রতিরোধ করিতে সমর্থ হইয়াছিলেন। সেই মহামান্ত রাজা ১৮৪৬ খৃষ্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন। অস্তিমকাল পর্যন্ত তিনি স্তার ডেভিড অক্টারলোনির এবং প্তাহার “অষ্টাদশ পাউণ্ডার” কামানের ও সৈন্তের বিশেষ প্রশংসা করিতেন ; হিমালয়ের উচ্চ-পাৰ্ব্বত্যপাশ অতিক্রম করিয়া সেই কামানগুলি লইয়া যাওয়ার পক্ষে রাজা ষে সহায়তা করিয়াছিলেন, তাহারও তিনি সবিশেষ গুণগান করিতেন। -