পাতা:শিখ-ইতিহাস.djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের প্রাধান্ত প্রতিষ্ঠা 〉b-> অবসানে, মহারাজ বিপুল বাহিনী সমভিব্যাহারে কাশ্মীর আক্রমণে গমন করিলেন । এই সময় কতকগুলি সৈন্য কাবুল অধিকার করিয়া অবস্থান করিতেছিল ; কাবুল হইতে ইতিমধ্যে আর একদল অতিরিক্ত সৈন্য আসিয়া তাঁহাদের সহিত যোগদান করায়, তাহাঁদের সংখ্যা অনেক বৃদ্ধি হইল। দেওয়ান চাদ নামক যে ব্রাহ্মণ সস্তান মূলতানে বিশেষ দক্ষতার সহিত সৈন্যাধক্ষের কার্য করিয়াছিলেন, তিনিই অগ্রবর্তী সৈন্যদলের অধিনায়ক পদে বরিত হইলেন ; যুবরাজ খড়গ সিং একদল রক্ষক-সৈন্য-ব্যুহের সেনাপতিত্ব লাভ করিলেন, এবং স্বয়ং রণজিৎ সিং একদল রিজার্ভ সৈন্য লইয়া সর্বপ্রকার যুদ্ধসামগ্রী সরবরাহের উদ্দেশ্যে তাহীদের পশ্চাতে রহিলেন । অশ্বারোহী শিখ সৈন্যের কতকগুলি উৎকৃষ্ট সৈন্য, পদাতিক সৈন্যের সহিত পর্বোতোপরি আরোহণ করিয়া পদব্রজে গমন করিতে লাগিল ; তাহারা কতকগুলি স্বল্প-ভার কামান ও সঙ্গে লইয়াছিল । ১৮১৯ খৃষ্টাবো সঙ্কীর্ণ পার্বত্য পথগুলি অতিক্রান্ত হইল ; কিন্তু তখন সকলেই দেখিল, জব্বর র্থ তাহাদিগের সন্মুখীন হইতে যুদ্ধ-সজ্জায় প্রস্তুত রহিয়াছেন : প্রথম ওs আফগানগণ আক্রমণকারীদিগকে বিতাড়িত করিয়া দুইট কামান কাড়িয়া লইল ; কিন্তু তাহারা আর অধিক কৃতকার্য হইতে পারিল না। পরস্থ পুনমিলিত শিখগণ পুনরায় আক্রমণ করিয়া একরূপ বিনা রক্তপাতে যুদ্ধে জয়লাভ করিল ।৩৩ কাশ্মীর অধিকারের কয়েক মাস পরে, রণজিৎ সিং নিজে পঞ্জাবের দক্ষিণ প্রদেশে গমন করিলেন এবং কাবুঙ্গের অন্যতম উপনিবেশ সিন্ধু-তীরবর্তী ডেরা-গাজী খ বিজয়োক্স ও শিখগণ কর্তৃক আক্রান্ত হইল। সিন্ধু ও চন্দ্রভাগার সঙ্গমস্থলে রণজিৎ সিংহের রাজ্যের অধীন ভাওয়ালপুরের রাজার কতকগুলি রাজ্য ছিল ; দুই বৎসর পূর্বে তিনি এই ডেরাগাজী-খাঁর দুরাণি শাসন-কর্তাকে পরাজিত করায়, ইজার-স্বরূপ ঐ স্থান তাহাকে প্রদান করা হয়। কিন্তু শতক্রর পূর্বদিকের সমুদায় রাজ্য প্রকৃত পক্ষে না হউক, প্রকারাস্তরে ১৮১৫ খৃষ্টাব্দে ইংরাজদিগের আশ্রয়াধীনে আনীত হয় ; এবং এই প্রকারে তিনি কতক পরিমাণে, রণজিৎ সিংহের অধীনতা-পাশ ছিন্ন করিয়াছিলেন ॥৩৪ ১৮২০ খৃষ্টাব্দে কাশ্মীরের দক্ষিণ-পশ্চিমস্থিত কলহপ্রিয় মুসলমান-বংশ সমূহের ক্ষমতা হ্রাস-কল্পে তিনি কতক চেষ্টা করেন । ১৮২১ খ্ৰীষ্টাব্দে ডেরা-ইসমাইল থ। অধিকার করিয়া, মধ্যসিন্ধু-প্রদেশে সম্পূর্ণরূপে অধিকার করিতে রণজিৎ সিং স্বয়ং অগ্রসর হইলেন। so I with finfÈvē "zofss f'R', oss–oss jäi 1 ( Compare Murray’s ‘Runjeet Singh'. p. 122–124.) es I Government to Superintendent of Ambal, 15th Jan. 1815. and Sir D, Ochterloney to Government, 23rd July 1815. Compare Murrays Runjeet Singh p. 124. ভাওয়ালপুরের ইতিবৃত্তে জানা যায়, রণজিৎ সিং শতদ্রুর নিম্ন দিকে পাকপট্টন পর্যন্ত গমন করেন ; ভাওয়ালপুর আক্রমণ করাই উাহার উদেপ্ত ছিল। কিন্তু প্রতিরোধের আয়োজন দেখিয়, এবং বহুমূল্য উপহার গ্রহণ করিয়া, তিনি পশ্চিম দিকে গমন করেন।