পাতা:শিখ-ইতিহাস.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখ-ইতিহাস ל"לל আপন অতিথিকে অন্য স্থানে আশ্রয় গ্রহণ করিতে বাধ্য করিলেন । ১৮২২ খৃষ্টাব্দে আপ্পা সাহেব মুর্তীতে গমন করেন ; এই স্থান শতদ্রু নদী এবং কাজড়ার মধ্যে অবস্থিত। তিনি ১৮২৮ খ্ৰীষ্টাব্দে অমৃতসরে গমন করেন, এবং পরিশেষে সে দেশ পরিত্যাগ করিয়া পর বৎসর যোধপুরের রাজার আশ্রয় গ্রহণ করেন। সেই রাজ্যও তখন ইংরাজদিগের অধীনতা পাশে আবদ্ধ ছিল। স্বতরাং ভূতপূর্ব রাজার আত্মসমর্পণ আবশ্বক হইয়া উঠিল। কিন্তু রাজপুত-রাজ তাঁহাতে নানারূপ আপত্তি করিলেন ; স্বতরাং আগ্ন সাহেবকে নিরাপদে রাখিতে স্বীকৃত হওয়ায়, গবর্ণমেণ্ট আর কোন আপত্তি করিলেন না। ১৮৪৭ খ্ৰীষ্টাব্দে তাহার মৃত্যু হয় ; অত:পর সকলেই আপ্পা সাহেবের কথা বিশ্বত इहेण ।8९ পূর্বেই বণিত হইয়াছে, নূরপুরের পার্বত্য রাজা, বীর সিংহ, ১৮১৬ খ্ৰীঃাবে রাজ্যচ্যুত হইয়াছিলেন । তিনি শতদ্রুর দক্ষিণে আশ্রয়াতুসন্ধান করিতেছিলেন । এই সময় সা স্বজা লুধিয়ানায় পৌছিলে, বীর সিংহ তৎক্ষণাৎ তাহার নিকট এক প্রস্তাব উত্থাপন করিলেন ;—রণজিৎ সিংহের বিরুদ্ধে অস্ত্ৰধারণের জন্য একতাস্থত্রে আবদ্ধ হওয়াই, সেক্ট প্রস্তাবের উদ্দেশ্যে । যখন স বন্দী অবস্থায় লাহোরে বাস করিতেন, তখন মহারাজ বিভিন্ন অসন্তুষ্ট রাজপুরুষগণের সন্ধিপ্রস্তাব সম্পূর্ণরূপে উপেক্ষা করেন নাই। ইংরাজদিগের সহিত সার সন্ধির বিষয় তাহার স্মরণ হইল ; রাজ্যভ্রষ্ট রাজাদিগকে উত্তেজিত করিবার জন্য উচ্চাভিলাষিগণ কিরূপ তৎপর, তাহ! তিনি জানিতেন । এক্ষণে তিনি ইংরাজকর্তৃপক্ষদিগের উদ্বেগু জানিতে ইচ্ছা করিলেন ; কিন্তু নূরপুরের রাজার প্রতি ভীতি প্রদর্শনের ভাণ করিয়া মহারাজ ইংরাজদিগের প্রতি আপন সন্দেহ গোপন করিতে চেষ্টত হইলেন। তিনি জানাইলেন যে, তাহার সৈন্যগণ এক্ষণে মূলতানের সন্নিকটে অবস্থিত্ত ; স্বতরাং বীর সিংহ শতদ্রু অতিক্রম করিয়া, হয়তো বিদ্রোহ-বহ্নি প্রজালিত করিতে পারেন। তখন সা স্বজ কর্তৃক প্রতিনিধিগণের আদর-অভ্যর্থনায় সকলেই অমত প্রকাশ করিলেন ; এবং বিতাড়িত রাজার লুধিয়ানায় বসবাসও অনভিপ্রেত বলিয়া অনুমিত হইল। কিন্তু রণজিৎ সিং বুঝিলেন,—আপন প্রাধান্ত রক্ষার জন্য সর্ববিধ উপায় অবলম্বনে, তাহার ( সার ) সত্ত্ব স্বীকার করা হইয়াছে। কিন্তু ইংরাজরাজ্যের সীমা মধ্যে তৎকর্তৃক কোন উপায় অবলম্বিত হইতে পরিবে না। মহারাজ so I Compare Murray's Runjeet Singh. p. 126; Moorcroft's "Travels', i. 109; and the “quasi-official authority, the ‘Bengal and Agra Gazetteer' for 1841, 1842 (articles ‘Nagpoor" and “Jodhpur'). See also Capt. Murray's Letters to Resident at Delhi, 24th Nov. and 22nd Dec. 1821 and the 13th Jan. 1822, and 6th June, 1824; and likewise Capt. Wade to Resident at Delhi, 5th March, 1824.