পাতা:শিখ-ইতিহাস.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের প্রাধান্য প্রতিষ্ঠা Set চেষ্টা করিয়াছিলেন: ডি, বয়েন নামক সেনাপতি পরিচালিত সৈন্যদল কখনও কামান পরিত্যাগ করিত না। কিন্তু এখনও দৃঢ়-তরবারি-ধারণে বিজয়লাভে, ইংরেজ সৈন্যদলভুক্ত সিপাহীদিগের সম্পূর্ণ বিশ্বাসের পরিচয় পাওয়া যায়।৫০ রণজিৎ সিংহ বলিয়াছেন, ১৮০৫ খ্ৰীষ্টাব্দে তিনি লর্ড লেকের সৈন্য-বিভাগ পরিদর্শন করিতে গমন করেন ৫১ কথিত হয়, ১৮০১ খৃষ্টাব্দে মিঃ মেটকাফের শরীর রক্ষক, অল্পসংখ্যক স্বশৃঙ্খল ও স্বনিয়মবদ্ধ সৈন্য দেখিয়া, মহারাজ তাহাদিগের বিশেষ প্রশংসা করিয়াছিলেন। এই ক্ষুদ্র রক্ষিসৈন্যদল, এক সময়ে আকালিদিগের আক্রমণ ব্যর্থ করিয়াছিল।** অতঃপর কয়েক বৎসর অতীত হইলে, তিনি নিয়মাল্লুবর্তী, শৃঙ্খলাবদ্ধ স্থায়ী পদাতি সৈন্য গঠনে মনোযোগী হইলেন । ১৮১২ খৃষ্টাব্দে স্তার ডেভিড অকটারলোনি দেখিলেন, যে সকল ব্যক্তি ইংরাজ-পক্ষ পরিত্যাগ করিয়াছে, অথবা কার্থে অবসর লইয়াছে—তাহারাই দুই দল শিখসৈন্য গঠন করিয়াছে; তদ্ব্যতীত হিন্দুস্থানিদিগের কতকগুলি সৈন্যদল তাহাদেরই নিকট রীতিমত যুদ্ধ বিদ্যা শিক্ষা করিতেছে।৭৩ পর বৎসর মহারাজ, ২৫টি পদাতি সৈন্যদল গঠনের প্রস্তাব করিলেন।** গুখীগণ ইংরাজসৈন্যদলকে যেরূপ কৃতকার্যতার সহিত বাধা প্রদান করিয়াছিল, তাহাতে শৃঙ্খলা-পদ্ধতিতে র্তাহার বিশ্বাস বদ্ধমূল ও বদ্ধিত হইয়াছিল। তিনি সেই জাতিকে সৈন্য শ্ৰেণীভূক্ত করিয়াছিলেন ; কিন্তু স্বদেশবাসীগণের যাহাতে রীতিমত শিক্ষা বিধান হয়, তিনি তাহাতেই প্রধানতঃ মনোযোগী হইলেন। ১৮২• খৃষ্টাবে, মিঃ মুরক্রফট শিখ-পদাতিক e • । যাহারা ভারতীয় সৈন্ত সম্বন্ধে বহুবর্শিতা লাভ করিয়াছেন, এরূপ মনোভাব তাহাঙ্গের অবিদিত নহে। কামান পরিচালক সৈন্ত, বন্দুকধারী সৈন্ত অপেক্ষ অধিকতর গর্বিত। যখন সৈন্তগণ বিদ্রোহী হয়, তখন তাহারা অপরিচিত ব্যক্তিকে কামানের নিকটবর্তী হইতে দেয় না। যুদ্ধে গমন কালে, বিশ্বাসী সৈন্তগণ কখনও সেগুলি পশ্চাতে ফেলিয়া গমন করে না। ইহার একটি দৃষ্টান্ত,-"জর্জ Gattīsā nfk 5 cofāt tā īvs "fata otsai ta 1 ( Major Smith's Regular Corps in Indian Employ, p. 24 ) বস্তুতঃ, রাজপুত, পাঠান এবং ব্রাহ্মণগণে, ইংরাজ সৈন্তগণ গঠিত ; কিন্তু ইহাদের প্রায় অধিকাংশই উচ্চতর গঙ্গোপত্যকার অধিবাসী। এ স্থানের অধিবাসিগণ বিদেশীয়দিগের সহিত মিলিত হওয়ায় এবং সম্পূর্ণরূপে বিদেশীয়দিগের অধীনতা স্বীকার করায়, তাহাদের স্বভাব-গতি অনেক পরিমাণে পরিবর্তিত হইয়াছে। স্ব স্ব বংশ মর্যাদার নিদর্শন স্বরূপ অনেক চিহ্ন পরিলক্ষিত হইলেও, সৈপ্তদল হিসাৰে তাহারা বেতনভোগী ; বাহা ক্ষত্রিয় এবং আফগান জাতির অকৃত্রিম বংশধরগণের স্বাভাবিক গুণস্বরূপ, তাহাঁদের সেরূপ একাগ্রচিত্ত ও অস্থিরমতি, বংশগত সে তেজশক্তি, এক্ষণে আর তাহাদের নাই। মূল গ্রন্থের এই মন্তব্য, প্রধানতঃ হরিয়ান ও রোহিলখণ্ডের এবং অস্তান্ত উপনিবেশ সমূহের পাঠাল-জাতির প্রতি, এবং রাজপুতনার ক্ষুদ্র ক্ষুদ্র জমিদারগণ ও কৃষক প্রজাবর্গের প্রতিই প্রযুক্ত হয়। ৫১। মুর ক্রফটের ভ্রমণ-বৃত্তান্ত, প্রথম খণ্ড, ১৭২ ( Moorcroft, Travels", i, 102) sa i otta Fs "rifrs fr', w : “Murray'sRunjeet Singh, p. 68 ) to Sir D. Ochterloney to Government, 27th Feb, 1812. *s a Sir D. Ochterloney to Government, 4th March. 1813.