পাতা:শিখ-ইতিহাস.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের মৃত্যু রণজিৎ সিং অতি সমারে তাহার অভ্যর্থনা করিলেন ; তখন ফতে সিং প্রায় সমুদায় রাজ্যই পুনঃ প্রাপ্ত হইলেন।8 ১৮২৬ খ্ৰীষ্টাব্দের শেষ ভাগে রণজিৎ সিং কঠোর পীড়ায় আক্রান্ত হইয়া, ইউরোপীয় ডাক্তার কর্তৃক চিকিৎসিত হইতে ইচ্ছা প্রকাশ করেন। এই সময়ে ডাক্তার মারে নামক একজন সার্জন ভারতীয় ইংরাজ সৈন্ত দলে নিযুক্ত হইলেন । রণজিৎ সিংহের চিকিৎসার জন্য প্রেরিত হওয়ায় তিনি কিছুকাল লাহোরে অবস্থান করেন ; কিন্তু অজানিত প্রতিষেধকের কার্যকারিতা-সম্বন্ধে বিদেশী চিকিৎসক এবং নবপথাবলম্বীদিগের প্রতি মহারাজ বিশ্বাস করিতেন না ; পরন্তু সময়ের কার্যকারিত, উপবাস এবং নিজ ডাক্তার বৈম্ভের বহুদৰ্শিতা-লব্ধ মুষ্টিযোগ প্রভৃতি প্রতিষেধকের প্রতি তাহার অধিকতর বিশ্বাস ছিল । তথাপি রণজিৎ সিং, বিদেশী ডাক্তার নিকটে রাখিতে ভালবাসিতেন । তিনি মনে করিতেন,—তাহার নিকট হইতে নানা বিষয়ে সংবাদ পাওয়া যাইবে, এবং অতি সহজেই তাহার সন্তোষবিধান হইবে ;–সেই উদ্দেশ্বেই তিনি বিদেশী ডাক্তারকে আহবান করেন। এই সময়ে গভর্নর জেনারেল লর্ড" আমহাষ্ট উত্তরপ্রদেশ পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন ; মহারাজ তজ্জন্য ব্যগ্র হইয়া উঠিলেন । তিনি ব্ৰহ্মদেশীয় সৈন্তের গুণপনার তথ্য সংগ্রহে যত্নপর হইলেন । ব্রহ্মদেশবাসীর সহিত যুদ্ধাবসানে বিজেতা ইংরেজ কি পরিমাণ টাকার দাবী করিয়াছিলেন, সে সকল তিনি অনুসন্ধান করিতে লাগিলেন। বারাকপুরে একদল সিপাহীর বিদ্রোহতাচরণের বিষয় তিনি অনুসন্ধান করিতেন ; সেই বিদ্রোহ দমনে দেশীয় সৈন্য নিযুক্ত হইয়াছিল কিনা.—তদ্বিষয় তিনি জানিতে ইচ্ছা করেন।* ১৮২৭ খ্ৰীষ্টাব্দে সিমলায় লড আমহাষ্ট উপস্থিত হইলে, আরও অধিকতর ঘনিষ্ঠতা স্থাপিত হইল । তাহার অভ্যর্থনার জন্য এবং অন্যান্য বিষয়ে অনুসন্ধানের জন্ত, একজন দূত র্তাহার আগমন প্রতীক্ষা করিয়াছিল। মহারাজের সভায়, ইংরাজ সীমান্তের শাসনকর্ড, কাপ্তেন ওয়েড এই অভিনন্দন প্রত্যপনার্থ প্রতিনিধি স্বরূপ প্রেরিত হইলেন।৬ পর বৎসর s l Resident at Delhi to Capt Murray, 13th Jan. 1826; and Capt Murray's. "Runjeet Singh,” p. 144, Svys oftto, o "tool on foalefa (Turban brother ) ভয়ে এত ভীত হইয়াছিলেন যে, তিনি স্বতন্ত্ররূপে ইংরাজদিগের সম্পৰ্কীয়, তিনি সেই ভাৰ প্রকাশ করিতে ইচ্ছা করিয়াছিলেন। শতক্রর দক্ষিণ মামতের মুসলমান শাসনকর্ত, এই কারণে ইংরাজদিগের অধীনরপে গৃহীত হইবার DDS DD LL D DDDS DBBB DBBH DDS BB BBBDD DBB BBDD DDS BB BBBS ersitTs en 1 of eens: rtstaa wfrifs fstera 1 ( Government to Resident at Delhi, 28th April, 1827, with Correspondence to which it relates, and compare: Murray's ‘Runjeet Singh', 'p. 145) - e I Capt Wade to the Resident at Delhi, 24th Sept. and 30th Nov. 1826, and 1st Jan. 1827, Compare ‘Murray's Runjeet Singh' p. 135. el Government to Capt. Wade, 2nd May, 1827