পাতা:শিখ-ইতিহাস.djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૨ ૭ শিখ-ইতিহাস হইল ॥৭৩ ১৮৩১ খ্ৰীষ্টাব্দে তাহারা পুনরায় অস্ত্র ধারণ করিলেন ; তালপুর-আমীরগণ ইংরাজরাজ-প্রতিনিধিগণের উপস্থিতিতে আন্তরিক ঘৃণা প্রকাশ করিতেন এবং তাহাদিগের নামমাত্র সম্রাট সা স্বজার প্রস্তাবিত বিষয়ে উৎসাহ দান করিলেন । ৪৪ রণজিৎ সিংহের সহিত সন্ধি সংস্থাপনের প্রস্তাব চলিতে লাগিল। এই সময়ে সিন্ধু দেশ লইয়া ইংরেজ দিগের সহিত রণজিৎ সিংহের মনোমালিন্ত জন্মে ; সা সুজার ন্যায্য সিংহাসন পুনরুদ্ধারকল্পে তাহাকে সাহায্য করিতেও তিনি অনিচ্ছুক ছিলেন । শিখজাতি পারস্য-রাজ্যের সীমান্ত এবং সমুদ্র তীর পর্যন্ত রাজ্য বিস্তারের মন্ত্রণা করিল। তখন রণজিৎ সিং প্রস্তাব করিলেন, যদি সমগ্র আফগানিস্থানে গোহত্যা নিবারণ করা হয়, এবং সোমনাথ মন্দিরের সিংহদ্বার যদি প্রাচীন মন্দিরে পুনঃপ্রতিষ্ঠিত হয়, তাহা হইলে বিশেষ উপকার সাধিত হইবে । সা, এই সকল বিষয় অকুমোদনে সম্মত ছিলেন না ; তিনি নানা প্রকার ভাণ করিয়া মহারাজের সে প্রস্তাব উপেক্ষা করিতে লাগিলেন । রণজিৎ সিংহকে স্মরণ করাইয়া স! বলিলেন,—তাহার প্রিয় মিত্র ইংরাজগণ অবাধে গোহত্যা করিতেছেন ; এবং গজনী হইতে সিংহদ্বার অপস্থত হইলেই, শিখরাজ্যের পতন অবশুম্ভাবী এতদ্বিষয়ে দৈববাণীও শুনা গিয়াছে ॥৪৫ ১৮৩২ খ্ৰীষ্টাব্দে শুনা গেল,—পারস্তরাজ হিরাট আক্রমণে বহির্গত হইয়াছেন । তাহাতে সা-স্বজা হৃত-সম্পত্তির পুনরুদ্ধারে আরও উৎসাহ প্রাপ্ত হইলেন ৭৬ তিনি প্রভুত্ব পরিত্যাগ করবেন, এই সর্তে কিংকর্তব্যবিমূঢ় আমীরগণ, তাহাকে সাহায্য করিতে স্বীকৃত হইলেন ; কৃতকার্য হইলে, র্তাহীদের প্রস্তাবে সম্মত হইবেন,—তিনিও এইরূপ প্রতিজ্ঞা করিলেন ৪৭ রণজিৎ সিংহের নিকট সা এক প্রস্তাব করিলেন ;—যদি তিনি সৈন্ত ও অর্থ দ্বার সাহায্য করেন, তাহা হইলে প্রত্যুপকার-স্বরূপ পেশোয়ার এবং সিন্ধুনদের পরপারস্থিত নগর সমূহ সা র্তাহাকে অর্পণ করিবেন ; তাহাতে রণজিৎ সিংহের so I Government to Resident at Delhi, 12th June, 1829. 88 Capt. Wade to Government, 9th Sept. 1831. se l Capt. Wade. to Government, 21st Nov. 1831–EIS:ołą Rtges কর্তৃক এই পৌরাণিক সিংহদ্বার অপস্থত হইলে, আন্তরিক ঘৃণা ও উপহাস প্রকাশিত হইয়াছিল,—তাহা মনে করিয়া, সেই প্রস্তাবের অনুমোদক ও প্রস্তাবকদিগের বিশেষ সাত্ত্বনার বিষয় এই যে, ঐ সিংহদ্বারগুলি তত্রত্যস্থলে বিশেষ প্রসিদ্ধ ছিল। ১৮৪৫ খৃষ্টাব্দে গ্রন্থকার যখন ভাওয়ালপুরে ছিলেন, তখন একদল আফগান বণিক উাহাকে জিজ্ঞাসা করিয়াছিল যে, তাহদের পুনঃপ্রতিষ্ঠা সংঘটিত হইবে কি না ?-কারণ, তাহাদেৱ মসজিদের (পূর্বে একটি কবর ছিল, কু-সংস্কারবশতঃ তাহ ভজনালয়ে পরিণত হয় ) যশঃ ও ধর্মযাজক বা সাধুর আয় অনেক পরিমাণে হ্রাস হইয়াছিল। তাহারা বলিল, অতি সতর্কতার সহিত সেগুলি তাহার বহন করিয়া ইবে ; তাহারা আরও বলিল যে, হিন্দুদিগের সে গুলির আবগুক নাই—তাহা তাহার। বুঝিয়াছে। প্রকৃতপক্ষে সে গুলিতে ইংরাজদিগেরও কোন কার্য হইবে না। as l Government to Capt. Wade, 19th Oct. 1832. sal Capt. Wade to Government, 13th Dec. 1832.