পাতা:শিখ-ইতিহাস.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের মৃত্যু २७€* করিবে না ।” ১৩ পলায়নের বিষয় স্মৃতিপটে উদয় হওয়ায় তিনি অসহনীয় যাতনা ভোগ করিতেছিলেন। পরিশেষে তিনি ব্যক্ত করিলেন—অদৃষ্টে যাহাঁই ঘটুক না কেন, ঘোরতর বিপৎপাতের সম্ভাবনা থাকিলেও শিখদিগের সহিত যুদ্ধ করিতে হইবে ॥১১৪ শিখজাতি র্তাহার ভ্রাতা জব্বর খাকে মুক্ত করিয়া দিয়াছে ; সর্দার হরি সিং, খাইবার পাশের প্রবেশদ্বার অবরোধ করিয়া রহিয়াছেন ; দুর্গম গিরিসঙ্কটের মধ্যে প্রবেশ করিয়া, উদ্দেশু সাধনকল্পে জামরুদে একটি স্বরক্ষিত দুর্গ নির্মাণ করিয়াছেন ; স্বতরাং তিনি উপায়াস্তর বিহীন হইয়া, অস্ত্ৰধারণেই অভিলাষী হইলেন ১* আমীরের পুত্ৰগণের মধ্যে স্বচতুর ও রণকুশল মহম্মদ আকবর খার সেনাপতিত্বে কাবুল সৈন্য খাইবারের পূর্বদিকে সমবেত হইল। ১৮৩৭ খ্ৰীষ্টাব্দের ৩০ শে এপ্রিল, জামরুদের সেনানিবাস আক্রান্ত হইল ; কিন্তু শিখসৈন্যর মধ্যে বিশৃঙ্খল উপস্থিত হইলেও, আফগান সৈন্য সম্পূর্ণ জয়লাভ করিতে পারে নাই। পলায়নের ভান করিয়া; হরি সিং পশ্চাদ্ধাবিত শত্ৰুগণকে প্রাস্তর ভূমিতে আনয়ন করিলেন ; তাহার পলায়নপর এবং সমবেতোমুখ সৈন্তের মধ্যে বীর সেনাপতি সর্বত্রই উপস্থিত ছিলেন ; কিন্তু সাজঘাতিক আঘাতে তিনি নিহত হইলেন। এদিকে যথা সময়ে কাবুলের আর একদল সৈন্য আসিয়া উপস্থিত হইল ; বিশৃঙ্খলা ও বিপর্যস্ত ছত্রভঙ্গ শিখ সৈন্ত সম্পূর্ণরূপে পরাজিত হইল। তাহদের দুইটি কামান শক্রহস্তে নিপাতিত হয়। আফগানগণ জামরুদ কিংবা পেশোয়ার অধিকার করিতে সমর্থ হইল না ; আফগান কয়েকদিন ধরিয়া তত্রত উপত্যক-সমূহ লুণ্ঠন করিল ; ইতিমধ্যে শিখসৈন্ত অতিরিক্ত সৈন্যদলের সহিত লাহোরে সমবেত হইল । সুতরাং তাহাদের সহিত যুদ্ধ করিয়া পুনরায় বিপজ্জালে জড়িত না হইয়া, আফগান সৈন্য স্বদেশে প্রত্যাগমন করিল ॥১১৬ হরি সিংহের মৃত্যুতে এবং শিখসৈন্তের পরাজয়ে লাহোরে বিশেষ উদ্বেগের চিহ্ন পরিলক্ষিত হইল। কিন্তু মহারাজ অতি ক্ষিপ্রতাসহকারে তাহার প্রজাপুঞ্জকে উৎসাহিত করিয়া তুলিলেন ; সকলেই তাহার আহবানে সমবেত হইল। কথিত হয়, চন্দ্রভাগার তীরস্থিত রামনগর হইতে পেশোয়ার পর্যন্ত ছয় দিনের রাস্তাপথে যুদ্ধ কামান আনীত Sye | Captain Wade to Government, 12th April, 1837. »s Captain Wade to Govt. 1st May, 1837. - Sye | Capt. Wade to Govt. 13th Jan, 1837. »e Capt. Wade to Govt. 13th and 23rd May, and 5th July, 1837. Compare Masson, 'Journeys." iii. 382, 387, and Mohun Lal's ‘Life of Dost Mahomed," i. 226. &c. त्रत्रूञांन झग्न, यथ८भ श्रांकशॉन नछ विक्षख ७ विङांक्लिङ श्ब्रांझिल। उांशंब्रां क८ब्रक कांभांन BBBB BDDD BBDD DBS BD DBBBBB BBBDDD DS BBB BBBBB BBDD BDDDD DDDD কতকগুলি সৈন্ত আসিয়া পৌছায়, যুদ্ধে আফগানদিগের জয়লাভ হইয়াছিল। এতৎসত্বেও সকলেঙ্ক বিশ্বাস, যদি হরি সিং নিহত না হইতেন, তাহা হইলে শিখসৈন্ত জয়লাভ করিতে পারিত। নাও নিহাল সিংহের বিবাহোপলক্ষে এবং গবর্ণর জেনারেল ও ইংরেজ সেনাপতির ভাষী পরিদর্শন ও উপস্থিতির উৎসক