পাতা:শিখ-ইতিহাস.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀԾԾ শিখ ইতিহাস হইয়াছিল ; রামনগর হইতে পেশোয়ার দূরত্ব দুই শত মাইলেরও অধিক ।*** স্বয়ং রণজিৎ সিং রোটাসে ( রোহতকে ) আগমন করিলেন ; এদিকে স্বচতুর ধেইন সিং সীমান্তে অগ্রসর হইলেন ; জামরুদে একটি স্থায়ী দুর্গ স্বহস্তে প্রতিষ্ঠিত করিয়া, তিনি নিজ প্রভু-ভক্তির জাজল্যমান দৃষ্টান্ত প্রদান করিলেন।১১৮ দোস্ত মহম্মদ নিফল বিজয় লাভের উল্লাসে উৎফুল্ল হইতে লাগিলেন ; যে প্রদেশে সম্পূর্ণরূপে আফগান আধিপত্য বিস্তৃত, সেইপ্রদেশ পুনরুদ্ধার করিতে পূর্বাপেক্ষা অধিকতর অভিলাষী হইয়া উঠিলেন। কিন্তু রণজিৎ সিং তাহার চিত্তপ্রসাদলাভার্থ এক উপায় উদ্ভাবন করিলেন ; তাহার সহিত আমীরের সন্ধি হইল ; তিনি সা সুজার সহিতও সন্ধিসূত্রে আবদ্ধ হইলেন , এবং সেই সময়ে আমীর দোস্ত মহম্মদ ও সা স্বজ| উভয়ের মধ্যে সন্ধি স্থাপন করিলেন।” ১৯ কিন্তু ইতিমধ্যে ইংরাজদিগের বাণিজ্য দূত ক্রমে ক্রমে কাল্পনিক বাণিজ্য-ব্যপদেশে সিন্ধুনদের বহু উচ্চতর প্রদেশ পর্যন্ত বাণিজ্য-পোতে অগ্রসর হইয়াছিলেন। এক্ষণে ইংরাজ গবর্ণমেণ্টের এমন দিন আসিল যে, রাজনৈতিক হিসাবে কোন কার্যে হস্তক্ষেপ করা আর বিপদসঙ্কুল বলিয়া অনুমিত হইল না ; পরস্তু শাস্তিম্বখে অবাধ বাণিজ্যের উৎকর্ষ সাধনে এবং স্থবিধাজনক সম্বন্ধ স্থাপন সম্পর্কে, এইরূপ মধ্যস্থতা অবলম্বন বা বাধা-প্রদান বিশেষ লাভজনক বলিয়া প্রতীয়মান হইতে লাগিল। ইংরাজ-শাসন-কর্তৃগণ অতি আনন্দে সহিত উভয় পক্ষের সম্মানজনক সন্ধিস্থাপনে মধ্যস্থত করিবেন,—ইংরাজগণ সেইরূপ ঘোষণ প্রচার করিলেন । তখন প্রতিবাদ চলিতে লাগিল ;–এইরূপ ঘোষণা প্রচারেও দোস্তা মহম্মদ; পেশোয়ারের ন্যায় লাভপ্রদ স্থানের স্বত্ব-স্বামীত্ব কদাপি পরিত্যাগ করিতে পারেন না ; সুতরাং সেরূপ আশা করাও অন্যায়। পুনঃপুনঃ এইরূপ বাদ-প্রতিবাদে ইংরাজ কর্তৃপক্ষগণ, আফগানদিগের প্রতিই অনুগ্রহ প্রদর্শন করিলেন। ১২০ তথাপি স্থির হইল, —কাপ্তেন ওয়েড, রণজিৎ সিংহের অভিপ্রায় নিরূপণ করিতে সমর্থ হইবেন এবং কাপ্তেন বারনেস আমীরের মতামত নির্দেশ করিতে পারিবেন। বস্তুতঃ শেষোক্ত কর্মচারী কুটনৈতিক ক্ষমতায় ভূষিত হইলেন। ২১ এক দিকে পারস্ত জাতি এবং অন্য দিকে রুষজাতির বৃথা ষড়যন্ত্ৰ চলিতে লাগিল। তাহাদের আক্রমণের বৃথা জনরবের অকিঞ্চিৎকর হেতু, লাহোরে সৈন্ত প্রদর্শনীর ব্যবস্থ হয়। তথায় বহুতর সৈন্ত কার্যে নিযুক্ত থাকায়, পেশোয়া উপত্যকার সৈন্ত-সংখ্যা অনেক পরিমাণে হ্রাস হইয়াছিল। ১১৭। লেফটানেন্ট-কর্ণেল ষ্টিনব্যাক ("Punjab p. 64 68) বলেন, তিনিও শিখসৈন্তের সহিত তিন শত মাইল পথ বার ঘণ্টায় গমন করিয়াছিলেন । অপরাপর সকলেই এগার ঘণ্টায় এই দূরত্ব অতিক্রম করেন। -- Syv 1 Mr. Clerk's Memorandum of 1842, regarding the Sikh Chiefs, drawn up fool.ord Ellenborough. >>> 1 Compare Capt. Wade to Government, 3rd June, 1837, and Government to Capt. Wade, 7th Aug. 1837. ss. Government to Capt. Wade, 31st July, 1837. 585 Government to Capt. Wade, 11th Sept, 1837.