পাতা:শিখ-ইতিহাস.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের মৃত্যু *US অনুসন্ধান করিতেন, এবং যাহা তিনি নিজ স্বাখাতুবন্ধনীয় বলিয়া মনে করিতেন, তাহাও অসম্পূর্ণ থাকিত না। সম্বর-লবণ এবং মালোয় আফিং প্রস্তুত প্রণালী সম্বন্ধে, তিনি অনেক বিষয় জানিতে ইচ্ছা করেন,এবং তাহার নমুনা চাহিয়া পাঠান ॥১২৬ সত্যসত্যই মিত্ররাজগণ র্তাহার প্রতি অনুরক্ত কি না, ১৮১২ খ্ৰীষ্টাব্দে রণজিৎ সিং তাহার পরীক্ষা করিয়াছিলেন ;—মহারাজ ইংরাজদিগের নিকট পাঁচ শত বন্দুক চাহিয়া পাঠান, এবং তাহাদিগের নৈপুণ্যের বিশেষ প্রশংসা করেন। তৎক্ষণাৎ তাহাকে মাস্কেট বন্দুক প্রদত্ত হইল। কিন্তু পরবর্তি সময়ে পুনরায় পাচ সহস্ৰ বন্দুক চাওয়ায়, তাহাদের সন্দেহের উদ্রেক হয় ১২ তৎকালে বোম্বাই সহরে গমনের জন্য কয়েকখানি পণ্য-বোকাই পোত প্রস্তুত ছিল ; রণজিৎ সিং তাহার উপর শুল্ক আদায়ের ব্যবস্থা করিলেন। যে সকল পোত ফিরিয়া আসিবে, তাহাতে মহারাজের পদাতিক সৈন্য-দলের জন্য অস্ত্র-শস্ত্র বোঝাই থাকিবে, পরে ইংরাজগণ তদ্বিষয় জানিতে পারিলেন, কিন্তু তৎপূর্ব পর্যন্ত বাণিজ্য-সৌকর্যার্থে মহারাজের ঐকাস্তিকতা সম্বন্ধে সকলেই তাহাকে প্রশংসা করিতে থাকিলেন।১২৮ তাহার ইচ্ছা,—বন্দুকধারী সৈন্য লুধিয়ানায় কামান পরিচালনা শিক্ষা করে।১২৯ মহারাজ তাঁহাদের নিকট দস্তা পাঠাইয়া দিতেন ; তাহার আশা ছিল, ইংরাজগণ সেগুলি পরীক্ষা করিয়া, তাহাকে গোলা-প্রস্তুত-প্রণালী শিক্ষা দিবেন । ১৩০ মহারাজ ইউরোপীয় যুদ্ধপ্রণালীর বিস্তৃত বিবরণ জিজ্ঞাসা করিতেন ; তিনি ভারতীয় সৈন্যের বেতন সংক্রান্ত নিয়মাবলীর এবং সৈনিকদিগের বিচার-সভার ইংরাজ-প্রবর্তিত আইন প্রণালীর নকল লইতেন। এই সমুদয় জটিল এবং অনুপযোগী প্রথা বিষয়ে উপদেষ্টাদিগকে তিনি সম্মানসূচক উপাধি ভূষণে ভূষিত করিতেন। ১৩১ বেত্রাঘাতের পরিবর্তে আর এমন উপযোগী কোন শাস্তি-প্রথা প্রবর্তন করা যাইতে পারে, তিনি র্তাহাদিগকে তাহ জিজ্ঞাসা করিতেন।১৩১ তাহার একজন অধীন শাসনকর্তার এক আত্মীয় পুত্রকে লুধিয়ানার স্কলে ইংরাজী ভাষা S&S I Captain Wade to the Resident at Delhi, 2nd Jan. 1831 and to Government; 25th Dec., 1835. 33% l Captain Wade to Government, .2nd July, 1836. ১২৮। ক্যাপ্তেন ওয়েডের বরাবর গবর্ণমেণ্টের পত্র ; ১৮৩৭ খ্ৰীষ্টাব্দের ১১ই সেপ্টেম্বর । SRs I Captain Wade to Government 7th Dec. 1831. ১৩• । যখন সা-স্বজাকে সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠার কল্পনা স্থির হইয়া গেল, তখন রণজিৎ সিং লুধিয়ানায় গোলা প্রেরণ করিয়া বলিলেন, তিনি কোন রাজনৈতিক কারণেই এরূপ কার্ষে নিযুক্ত হইয়াছেন। তিনি আরও বলিলেন—সৈনিক বিভাগীয় কোন বিষয়ই কাহারও নিকট গোপন রাখা উচিত নহে । ১৩১ ৷ ম্যাজর হোয়ের বহু গ্রন্থ প্রকাশিত হওয়ার, ভারতীয় সৈন্তগণের স্বখ্যাতি বৃদ্ধি হয় ; তিনি রণজিৎ সিংহের অনুরোধে শিখদিগের পরিচ্ছেদে কোর্টমার্সেল ( সৈনিকপুরুষের বিচার) বিচার sitia setia I (Government to Captatn Wade, 21st, Nov. 1834. Soo I Government to Capt. Wade. 18th May, 1835-winfo on co, Goswitch পরিবর্তে নির্জন কারাবাসই উপযুক্ত স্থাও।