পাতা:শিখ-ইতিহাস.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উজার জোয়াহীর সিংহের মৃত্যু २€ 9 জন্য খাদ্যসামগ্রী এবং অস্ত্র-শস্ত্র প্রভৃতি সাময়িক সাজ-সজ্জা সংগ্ৰহ করিতে হইয়াছিল । সেই সকল দ্রব্যজাত ও সৈন্যদলের রক্ষার্থ, একদল সিপাহী সৈন্য প্রহরী-স্বরূপ প্রেরণ করিবার প্রস্তাব উপস্থিত হইল ; কিন্তু শিখ-মন্ত্রী ও ভাবী উত্তরাধিকারী উভয়ে বলিলেন যে, কয়েক মাস পূর্বে যে সন্ধি স্থাপিত হইয়াছে, তৎসর্তানুসারে এরূপ কার্য কখনও হইতে পরিবে না। ভূতপূর্ব ইংরাজ-প্রতিনিধির প্রতি র্তাহারা বিশেষ বিরক্ত হইয়াছিলেন ; এক্ষণে বিদেশীয় সৈন্যের গমনাগমনের জন্য দেশ রাজপথে পরিণত করার প্রস্তাবে, র্তাহার আরও কুপিত হইলেন ; সকলেই একবাক্যে সে প্রস্তাবের প্রতিবাদ করিল। প্রধানতঃ কর্ণেল ওয়েডের দুর্নাম রটনায় এবং তাহার অপমানের জন্য বিচ্ছিন্ন বৃটিশ সৈন্তের সাজসঙ্গ যুদ্ধোপকরণাদি প্রেরণের উদ্যোগে বাধা প্রদানে সাহসী হইল। এক্ষণে কাবুল অভিমুখে গমনের জন্য সুগম পথ সর্বদা উন্মুক্ত রাখিবার আবশুকতা গবর্ণর-জেনারেল উপলদ্ধি করিতে পারিলেন ; লাহোরেব কলহপ্রিয় বিভিন্ন দলের তৃপ্তি বিধানের জন্ত তাহাঁদের পক্ষ সমর্থন করিয়া, তথা হইতে প্রতিনিধিকে স্থানান্তরিত করিয়া ফেলিলেন । কিন্তু ধীয়ান সিং এবং যুবরাজ উদ্দেশু সাধনে হতাশ হইলেন । সঙ্গীন-হস্ত প্রহরী সৈন্তদিগকে স্বপথে অগ্রসর হইতে কোনরূপ বাধা প্রদান করিলেন না ; তখন গবর্ণর জেনারেল র্তাহদের প্রস্তাব অনুমোদন করিলেন।” ১৮৪৭ খ্ৰীষ্টাব্দের এপ্রিল মাসের প্রারম্ভে মি ক্লার্ক, পঞ্জাবের সহিত ইংরাজদিগের সম্বন্ধ-স্থাপন সম্পৰ্কীয় কার্যাভার প্রাপ্ত হইলেন । তিনি শিক্ষিত এবং বহুগুণে ভূষিত ছিলেন ; আবগুকীয় সাময়িক কার্যাদি সম্পাদনের তিনিই একমাত্র উপযুক্ত ব্যক্তি। সিন্ধুদেশ শাসনাধীনে রাখিয়া যখন আফগানিস্থান আক্রমণ করাই অভিঙ্গিত হইয়াছিল, তখন যে কারণে কর্ণেল ওয়েডের দৌত্যকার্য সর্বশ্রেষ্ঠ ও মূল্যবান বলিয়া অভূমিত হয়, এক্ষণেও সেই কারণেই মি. ক্লার্কের দৌত্যও ভারতে ইংরাজদিগের অনিশ্চিত শাসন-নীতির পক্ষে বিশেষ মঙ্গল-বিধায়ক হইয়া উঠিল । বস্তত:, কর্মচারিদ্বয় উভয়েই তৎসাময়িক শিখ শাসনকর্তৃগণের বিশ্বাসভাজন হইয়াছিলেন। পঞ্জাব গবর্ণমেণ্টের মঙ্গলাকাঙ্ক্ষায় এবং ইংরাজদিগেব স্বার্থনীতির বশবর্তী হইয় তাহাং সকল কার্য নির্বাহ করিতেন,—তখন সর্ববিষয়ে সেইরূপ ভাবই প্রকাশিত হইত । এইরূপে শিখ-শাসনকর্তা এবং গবর্ণর জেনারেল উভয়েই তৎকালিক উদ্বেগু সাধন করিলেন । একপক্ষে মহারাজ উচ্চাভিলাষী পুত্রের তেজস্বীতায় ও বিজয়লাভে অত্যাধিক তীত হইলেন ; অন্যপক্ষে পঞ্জাব প্রদেশে বৃটিশ সৈন্যের অবাধ গতিবিধিতে তিনি বিশেষ চিস্তিত হইয়া উঠিলেন। দক্ষিণ এশিয়ার সহিত ইউরোপের পশ্চিমাংশকে বন্ধুত্বের ৭ । এই সময়ে গবর্নর-জেনারেল কলিকাতায় গমন করিতে ইচ্ছা করেন। তজ্জন্য শিখদিগের প্রিয় BD DDD DBBDDDDD BDDD BBBDD DDDD BBBB BB BBDDD DD DDD DDD DDD DDDDS DDBBB BBBD DDD DBBBB BB BBBBBBS DDDDD DDDD DD একজন উপযুক্ত লোক সেই কার্বে নিযুক্ত হয়,-ইহাই গবৰ্গর-জেনারেলের বাসনা। (Goverment to Capt. Wade, 29th Jan. 1840.)