পাতা:শিখ-ইতিহাস.djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R & B শিখ-ইতিহাস হইয়াছিল, তাহাতে সর্বসাধারণের স্বতঃই উত্তেজনা বৃদ্ধি সম্ভব জানিয়া, সীমান্ত প্রদেশে শাসন-সংরক্ষণের স্বব্যবস্থার জন্য ইংরাজ প্রতিনিধি র্তাহাকে পুনঃপুন আদেশ করিতে লাগিলেন। ১৭ কিন্তু শের সিংহের বংশ ও জন্ম বিষয়ে বিশেষ সন্দেহ ছিল ; • তাহার প্রভূত্ৰ-ক্ষমতা অতি অল্পই ছিল ; তিনি জনপ্রিয় ছিলেন না। জাম্মরে রাজগণ অধিকাংশ শিখ-সামস্তের বিশেষ ঘৃণা ও অশ্রদ্ধা-ভাজন হইয়াছিলেন। অতএব খড়গসিংহের বিধবা পত্নী এবং মৃত যুবরাজের মাতা চাদ কোঁর স্বয়ং রাজপ্রতিনিধি ( অভিভাবিকা) নিযুক্ত হইয়া, সমুদায় রাজকাৰ্য চালাইতে লাগিলেন। বস্তুত, অকস্মাৎ অজানিত-ভাবে কার্য সমধি হইল ; কিন্তু যাহারা তাহার এ কার্যে কিংকর্তব্যবিমূঢ় হইয়াছিল, তৎকালে তাহার কেহই তাহাকে বাধা দিল না, কিংবা কোন আপত্তি করিল না। কতকগুলি খ্যাতনামা ব্যক্তি র্তাহার পক্ষ সমর্থন করিলেন বটে ; কিন্তু রণজিৎ সিংহের নিকট সম্পৰ্কীয় এবং স্ববংশজাত ‘সিন্ধানওয়ালা’ রাজবংশই প্রধানত: তাহার সহায়তা করিতে লাগিল। প্রাপ্ত-যৌবন হীরা সিংহের স্বত্বাধিকার বলবৎ করিবার জন্য এই রমণী তাহাকে পোষ গ্রহণের প্রস্তাব করেন ; বৃদ্ধ মহারাজ প্রকৃত পক্ষে তাহাঁকে পোন্তরূপে গ্রহণ না করিলেও, সামাজিক প্রথানুসারে তাহাকে গ্রহণ করিয়াছিলেন। পুনরায় স্বীয় কন্যা গর্ভবতী বলিয়া ঘোষণা করিয়া, তিনি পরম্পর-বিরোধী বিভিন্ন দলপতিগণকে হতবুদ্ধি করিয়া ফেলিলেন। তখন শের সিংহের বিবাহ-প্রস্তাব করিয়া, একদল সেই রমণীকে দলভূক্ত করিতে চেষ্টা করিল ; কিন্তু অবজ্ঞা প্রকাশে চাদ কোঁর এ বিবাহ-প্রস্তাব প্রত্যাখ্যান করিলেন। অপর পক্ষ অধিকতর ন্তায্য কারণ দর্শাইয়া বলিলেন, উত্তর সিং সিদ্ধানওয়ালাই যোগ্য ব্যক্তি ; কারণ এ বিবাহ অস্থষ্ঠিত হইলে, উত্তর ভারতের প্রচলিত সামাজিক প্রথানুসারে, পরিবার মধ্যে তিনি সম্মানস্বচক উচ্চ-পদ লাভ করিতে পারিবেন। যাহা হউক, মহারাজের বিধবা পত্নী, রাজ্যাধিকারে আপনার স্বত্ব বিশিষ্ট্ররূপে প্রতিপন্ন করিলেন, কয়েক সপ্তাহ অতীত হইলে, এইরূপে পঞ্জাব-গবর্ণমেণ্ট গঠিত হইল,— প্রথমতঃ, “মায়ি” অথবা “মাতা”—প্রধানতঃ শাসনকত্রী বা নাও নিহাল সিংহের ভাবী সন্তানের অভিভাবিক বা প্রতিনিধি নিযুক্ত হইলেন ; দ্বিতীয়তঃ, শের সিংহ-সহকারী প্রতিনিধি বা অভিভাক অথবা মন্ত্রী-সভার সভাপতি ; তৃতীয়তঃ ধীয়ান সিং-উজীর অথবা শাসনবিভাগের মন্ত্রী নিযুক্ত হইলেন । কিন্তু এই বিধি-ব্যবস্থা অধিক দিন স্থায়ী হয় নাই। কিছুকাল পরে ধীয়ান সিং এবং শের সিং উভয়েই ভিন্ন ভিন্ন সময়ে লাহোর হইতে স্থানান্তরে অবস্থান করিতে লাগিলেন । ইংরাজদিগের সহিত তৎকালে বহু কার্য উপস্থিত হইয়াছিল ; সে কার্যনির্বাহে, একজন ভাবিলেন, তিনিই একমাত্র সক্ষম। তাহার আশা রছিল, স্বচারুরূপে সে কার্য নির্বাহিত হইলে, সাধারণের মনে এই বিশ্বাস জন্মিল যে, শাসন-দণ্ড পরিচালনায় তাহার সাহায্যই একমাত্র আবগুক। দ্বিতীয় ব্যক্তি, » at Compare Mr. Clerk to Government, 7th Nov.1840, and also Mr. Clerk's Memorandum of 1842.