পাতা:শিখ-ইতিহাস.djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

국 • শিখ-ইতিহাস স্থানান্তরিত করা ক্রমশঃই অত্যাবগুকীয় হইয়া দাড়াইল । শিখদিগের মন্ত্রিগণের মধ্যে ধীয়ান সিংহের প্রভুত্ব-প্রভাবই প্রবল ছিল। জামূর রাজস্তবর্গের কার্যদক্ষত সম্বন্ধে ও র্তাহাঙ্গের সৈন্যদলের শ্রেষ্ঠত্ব বিষয়ে ইংরাজগণ যে মত প্রকাশ করেন, তাহা কাহারও অবিদিত নহে; তাহাতে লোকের মনে পক্ষ-পাতিত্বের বিশ্বাস বদ্ধমূল হইয়াছিল।** অতএব শের সিংহ প্রস্তাব করিলেন যে, যে ব্যক্তি কাশ্মীরে শাস্তি ও স্বশাসন ব্যৱস্থা করিয়াছিলেন, তাহাকেই আফগানদিগের প্রদেশ প্রদান করা হউক। কিন্তু এইরূপ বন্দোবস্ত অনুসারে কাঙ্গড়ার নিকটবর্তী স্থান হইতে খাইবার পাশ পর্যন্ত বিস্তৃত সমগ্র -পার্বত্য প্রদেশ, ইংরাজদিগের বিদ্বেষী, এবং সা সুজার শত্রুপক্ষীয় ব্যক্তিগণের হস্তে নিপতিত হইত। তিব্বতদেশে বিশেষ কঠোরতার সহিত তাহাদের উচ্ছৃঙ্খলতা দমিত হইয়াছিল ; কাবুল নদীর তীরে তাহার যে স্থায়ী ব্যবস্থা-বিধানের চেষ্টা করিতেছিল, ঘোর বিপদ সছুল সেই ব্যবস্থা বিধানে বাধা জন্মাইবার জন্ত র্তাহারা বদ্ধপরিকর হইলেন। অতএব ১৮৪১ খ্ৰীষ্টাব্দের শরৎকালে পেশোয়ারের সিংহাসনে গোলাপ সিংহের নির্বাচনে, ইংরাজ প্রতিনিধি আপত্তি করিলেন। ৪৫ অতঃপর প্রায় দুইমাস অতীত হইল। ১৮৪১ খৃষ্টাব্দের ২রা নভেম্বর কাবুলে সহসা এক রাষ্ট্রবিপ্লব উপস্থিত হইল ! ইংরাজদিগের ইতিহাসে সে একটি মৰ্মভেদী ঘটনা ; সেরূপ দুদিন বোধ হয় তাহাঁদের ভাগ্যে আর কখনও ঘটে নাই। তখন সর্বত্রই সৈন্তগণের আধিপত্য বিস্তৃত ; সকলই সৈনিক পুরুষ দিগের অধীন। তাহাদিগের প্রভুত্ব প্রভাবে সকলই ধ্বংস মুখে পতিত হইতে চলিয়াছিল। এমন কোন বীরপুরুষ ছিলেন না, যিনি সেই সৈনিক-প্রভুত্ব ধ্বংস করিয়া তাহাদিগের উপর আধিপত্য লাভ করেন ; এবং তাঁহারই প্রভাবে মুষ্টিমেয় ইংরাজ-সৈন্ত নির্বিঘ্নে প্রত্যাবৃত্ত হইতে পারে। অথবা বীর পুরুষের ন্যায় সাহসে নির্ভর করিয়া ইংরাজ সেনানিবাস শত্রুহুস্ত হইতে রক্ষা করিয়া চিরকীর্তি অর্জন করেন।*৬ তৎকালে ইংরাজ সৈন্যদলের উচ্চপদস্থ কর্মচারীগণের মনে সন্ধি-সম্বন্ধে গবর্ণমেণ্টের নিকট মিষ্টার ক্লার্কের পত্র, (Dated 8th Oct. 1840) অন্যান্য দলিলাদির মধ্যে বিশেষরূপে উল্লেখযোগ্য । se। মিষ্টার ক্লার্ক, ধীয়ান সিংহের কার্যনৈপুণ্য এবং রণ-প্রতিভা হয়তো বাহুল্যরূপে বর্ণন। করিয়াছিলেন। তিনি তাহাতে বিশ্বাস স্থাপন করিয়াছিলেন। জেনারেল ভেন্টর মনে করিয়াছিলেন যে, রাজা অতি স্বল্প-বুদ্ধি-সম্পন্ন ছিলেন। তিনি স্বয়ং মন্ত্রীর প্রতি বিৱৰী হইলেও, এই সকল বিষয়ের ন্যায্য ও উপযুক্ত বিচারক বলিয়। তিনিই প্রশংসাহ"। ae । ১৮৪১ খৃষ্টাব্দের ২রা আগষ্ট, মি. ক্লার্কের বরাবর গবর্ণমেন্টের এবং ১৮৪১ খৃঃ ২০শে আগষ্ট, গবর্ণমেন্ট্রর বরাবর মি. ক্লার্কের পত্র। 00S DDBB BBBBB BB BBB BDD BBD DDD DDD BB DS DDS DDS DDDD DDD BuD D BBBBBB BBDD BBBB DDD BBB DDDS DDD DDB BDD BBB BBBBBBB BBBBBBBB BDDD BB BBBB BBBB DD DBBBD BBBBB DDKBB DDD BB BD DD DDD DDDBBDS DDBB BD DD DDHK DBD चञ्छi९*इन नीडे ॥