পাতা:শিখ-ইতিহাস.djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

डेछौद्ध cखांच्चांशैब्र गिशrश्द्र वृङ्का 399. অতঃপর জেলালাবাদের সৈন্যদলকে সাহায্য প্রদান করাই এক্ষণে বিশেষ আবণ্ডক হইল। স্বৰ্তরাং ১৮৪২ খ্ৰীষ্টাব্দের বসন্তকালে একদল স্থসজ্জি ও ইংরাজ সৈন্য পেশোয়ারে উপস্থিত হইল ; কিন্তু কার্যকালে শিখদিগের সাহায্য-গ্ৰহণ তখনও প্রয়োজন হইয়া দাড়াইল। তৎকালে সা-স্বজার সহিত “ত্রিপক্ষীয়” সন্ধির এক অপ্রচলিত সর্তক্রমে ইংরাজগণ শিখদিগের সাহায্য প্রার্থনা করিলেন ; এই সন্ধি-সর্তাহসারে পাঁচ সহস্ৰ সৈন্যের সাহায্য বিনিময়ে লাহোর-রাজ দুইলক্ষ টাকা অর্থ সাহায্য প্রাপ্ত হন ॥৫০ শের সিংহ এই নির্দিষ্ট পরিমাণের অতিরিক্ত সৈন্য দ্বার সাহায্য প্রদান করিতেও অভিলাষী ছিলেন ; তিনি পঞ্জাবে বহুল পরিমাণে শস্তাদি খরিদ করিয়া রাখলেন ; এবং শকটবাহী গো-মহিষাদি প্রচুর পরিমাণে আহরণ করিলেন। এক্ষণে মহারাজের নিজ সৈন্যের পরিমাণ সহায়তাকারিগণের সৈন্য সংখ্যা অপেক্ষ অনেকাংশে অধিক হইল ; কিন্তু সিন্ধানওয়ালা নরপতিগণের কার্য-প্রণালীতে তিনি বিশেষ উদ্বিগ্ন হইলেন। এই সময়ে তাহাদের একজন নরপতি স্বীয় স্বত্ব অথবা মায়িচাঁদ কৌরের স্বত্ব প্রতিপন্ন করিতে কলিকাতায় গিয়াছিলেন ; সকলেই শিখদিগের মধ্যে লব্ধপ্রতিষ্ঠ ও ক্ষমতাশালী ছিলেন । ইংরাজ কর্তৃপক্ষীয়গণ শের সিংহকে নিশ্চিত বলিলেন, তাহার রাজত্বকালে কোন স্বত্বহীন ও আশ্রয়হীন ব্যক্তি র্তাহার রাজকার্যে বাধা প্রদান করিতে পরিবে না ; এইরূপে মহারাজের সম্পূর্ণ সহানুভূতি ও সাহায্য প্রাপ্তি সম্বন্ধে কোন বিশ্ন রহিল না।" কিন্তু ইংরাজগণ মনে করিলেন, ধর্মপ্রাণ শিখ-সৈন্য স্বভাবতঃই রাজদ্রোহী অথচ বীরোচিত তেজঃপ্রভায় তাহারা নিকৃষ্ট। স্বতরাং ইংরাজগণ জামু সৈন্যদিগকেই শ্রেষ্ঠ মনে করিলেন। গোলাপ সিং পেশোয়ারে গমন করিয়া অবাধ্য ও রাজদ্রোহী “খালসা" সৈন্য দমন করিবেন, এবং জেনারেল পলককে যথাসাধ্য সাহায্য প্রদানের অঙ্গীকার করিবেন, গোলাপ সিংহের প্রতি সেই আদেশ প্রচারিত হইল।** এই সময়ে রাজা কাশ্মীর ও আটকের মধ্যবতি e • । ১৮৪২ খৃষ্টাব্দের ৩রা মে এবং ২৩শে জুলাই ক্লার্কে বরাবর গবর্ণমেণ্টের পত্র। যাহা হউক, ইংরেজ প্রতিনিধিগণ উপহাসচ্ছলে. অথচ সামুনয়ে শিখকর্তৃপক্ষীয়দিগকে বন্ধুত্বের বিষয় স্মরণ করাইয়৷ দিয়াছিলেন। ইংরাজগণ বলিয়াছিলেন স্বীকারোক্তিতে শিখজাতি এ সাহায্য প্রদানে বাধ্য এবং প্রতিজ্ঞাপালনার্থ সর্বদা যথোপযুক্ত সৈন্য প্রস্তুত রাখিতে হইবে। সন্ধির চুক্তি অনুসারে, ঐ সৈন্যসাহায্য প্রদানের বিষয় মৌখিক ভাবে উল্লেখ না করিয়া, পূর্বোল্লিখিত সর্তে সাহায্য প্রার্থনা করা স্থায়मत्र उद्दे श्हेब्राष्ट्रित्न । ৫১। আফগান-যুদ্ধ সময়ে, ইরাজ-সৈনোর সাহায্যার্থে, প্রহরী সৈন্য, সৈন্যাদি এবং শকট-যানাদি সরবরাহ করিয়া, শিখজাতি যেরূপ সাহায্য করিয়াছিল, তৎসম্বন্ধে মি. ক্লার্কের পত্রাদি ( of the 15th Jan, 18th May, and 14th June, 1842) সবিশেষ উল্লেখযোগ্য। শেষোক্ত পত্র খানিতে তিনি লিখিয়াছিলেন যে, ১৮৩৯ এবং ১৮৪২ খৃষ্টাদের মধ্যে শিখজাতি কতৃক ১৭,৩৮১টি উই সংগৃহীত হইয়াছিল। ৫২। গোলাপ সি কার্যোদ্ধারে গমন করিলেন কি না, তৎপক্ষে ইংরাজপক্ষীয়গণ প্রথমে দৃষ্টিপাত করিলেন না। বস্তুতঃ মি. ক্লার্ক রাজার সাহায্য প্রাপ্তির বিষয় প্রস্তাব করেন ; কিন্তু তাহাকে সাহায্য প্রদানে বাধা দেওয়া সম্বন্ধে, তিনি কোন কথাই বলেন নাই। এরূপ অবস্থায় জামুমানিক বিষয়ে বা যথেচ্ছ বর্ণনায় বিশ্বাস স্থাপন করা অনুচিত । Σb