পাতা:শিখ-ইতিহাস.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀՊ6 শিখ-ইতিহাস করিয়া ফেলিলেন ৬ষ্ঠ তখন বালা হিসারে ধাহাকে কৌশলক্রমে রাজপদে প্রতিষ্ঠিত করিয়া ছিলেন, সেই রাজাকেই সেনাপতি দুর্গের ধ্বংসাবশেষ প্রদান করিলেন । লাহোরের শাসন-প্ৰণালী বিশৃঙ্খল হওয়ায়, শের সিং এই ঘূণাজনক উপঢৌকন প্রদানের দায় "হইতে অব্যাহতি পাইতে হয়তো অনিচ্ছুক ছিলেন না। পঞ্জাবের মধ্য দিয়া নিরাপদে গমনের অঙ্গীকারে, দোস্ত মহম্মদও এই সময়ে মুক্তি-লাভের আদেশ প্রাপ্ত হইয়াছিলেন। ইংরাজদিগের বিরুদ্ধে যুদ্ধ করিয়া আকবর খাঁর পিতা জয়লাভ করেন, তাহাতে র্তাহার যশ:সৌরভে চারিদিক উদ্ভাসিত হয়, সকলেই সেই ইচ্ছা প্রকাশ করেন। এক্ষণে শাসনের আযোগ্য একটি রাজ্য আকবর খাঁর পিতার হস্তে সমর্পণ করিয়া, তাহার সহিত মিত্রতা স্থাপন করাই ইংরাজগণ যুক্তিসঙ্গত মনে করিলেন।২১ - এই সময়ে গবর্ণর জেনারেল, ফিরোজপুরে একদল সৈন্য সমাবেশের সংকল্প করিয়া বিজ্ঞতার পরিচয় প্রদান করিলেন। আফগানিস্থানে পুনরায় বিপৎপাতের সম্ভবনা হইলে, তৎপ্রতিকারার্থ এই সৈন্যদল প্রস্তুত রাখাষ্ট, তাহার উদ্দেশু। ভারতের নরপতিগণকে তিনি আর এক বিষয় জানান স্থির কঞ্ছিলেন ;–কোন রাজা বিদ্রোহাচরণ করিলে, তাহাদের ইংরাজ প্রভূগণ সে বিদ্রোহ দমন করিবেন।৬২ লর্ড এলেনবরা স্বয়ং শের-সিংহের ৬• । ১৯৪২ খৃষ্টাব্দের ১৮ই অক্টোবর এই আদেশ প্রচারিত হয়। লর্ড এলেনববার মনেও সন্দেহ জন্মিয়াছিল যে বিজয়ী সেনাপতিগণ কাবুলে শীতকাল অতিবাহিত করার জন্ত নানা যুক্তি প্রদর্শন করিবেন। এই কারণে সার জন এম. ক্যাসকেলের কোহিস্তান আক্রমণে তিনি বিশেষ সন্তুষ্ট হন নাই। ৬১। শিখগণ কখনও রাজ্যলাভে অনিচ্ছুক ছিল না। কিন্তু তাহারা প্রকাগু উপায় অবলম্বনে অভিলাষ করিয়াছিল এবং যাহাতে তাহাঁদের কার্যকলাপে কেহ বাধা না দেয়, তাহাই ইচ্ছা করিয়াছিল। যে পর্যন্ত ইংরেজ আপনাদিগের নীতি অনুসারে এ বিষয় স্থির না করিয়াছিলেন, সে পর্যন্ত তাহার উদ্দেশু সাধন করিতে পারে নাই। আফগানিস্থানের সহিত সমস্ত সম্বন্ধ বিচ্ছিন্ন করিবার জন্য, গবর্ণর-জেনারেল যে প্রতিজ্ঞা করেন, শিখগণ সে সকলই অবগত ছিল ; কিন্তু অস্থায়ীভাবে এই সম্বন্ধ রক্ষার জন্য ইংরাজপক্ষের অধিকাংশ ব্যক্তি যে মত প্রকাশ করেন, শিখগণ তাহ জানিত। অধিকন্তু তাহার। দেখিল যে, নবাগত সৈন্য কতৃক সমুদায় দুর্গই অধিকৃত, এবং স্বেচ্ছাক্রমে রাজ্য-পরিত্যাগ-নীতি তাহাদের পক্ষে সম্পূর্ণরূপে নূতন। অতএব তাহারী কিছুকাল প্রতীক্ষা করিয়া রহিল। সৈন্যগণের প্রত্যাগমনে স্বাধীনভাবে কার্য করা যখন তাহীদের পক্ষে সহজসাধ্য বলিয়া অনুমিত হইল, তখন দোস্ত মহম্মদের মুক্তিতে পুনরায় তাহার অধীনতা-পাশে আবদ্ধ হইল। তাহারা পঞ্জাবের মধ্য দিয়া আমীরকে নিরাপদে পরিচালন করিতে প্রহরী-স্বরূপ নিযুক্ত হওয়ায়, তাহার সহিত শিখগণ কোনই প্রস্তাব করিতে পারিল না। যতদিন শিখ জাতি ইংরাজদিগের নীতি অনুসারে অধীনতা পাশ ছিন্ন করিয়া স্বাধীনভাবে শাসনকার্ধ পরিচালনায় অভ্যন্ত না হইয়াছিল, সে পর্যন্ত স্বলতান মহম্মদ খ এবং অন্যান্য শাসনকর্তৃগণের দ্বার। forffs of oth of two offo I (Compare Mr. Clerk to Government 2nd Sept. 1482,\\ ৬২। লর্ড অকল্যাওও মনে করিয়াছেলেন যে, এই প্রমাণ যুক্তি সঙ্গত। ( Government to Mr. Clerk, 3rd Dec. 1841.) লর্ড এলেনবরার শাসনকালে যে উপায়াবলী গৃহীত হয় তাহাতে জাফগানিস্থানের সৈন্যপরিচালক সেনাপতিদিগকে তিনি শ্রেষ্ঠ ক্ষমতা প্রদান করিয়াছিলেন। সার উইলিয়ম নটের প্রতিনিধি আদেশ করেন,—পূর্ব আদেশের সহিত কোন সংশ্ৰব না রাখিয়া, সৈন্যের