পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদীর জোয়াহীর সিংহের মৃত্যু ३४१ পুরুষগণ যে শক্তিতে অঙ্কগ্রাণিত হইয়াছিল, তাহাঁতে জোয়াহির সিংহের মনে অত্যধিক ভয় জন্মিল। জামুর বিরুদ্ধে সিদ্ধিলাভের মধ্যেও তিনি নিজ পরিণাম চিন্তা করিয়া ভয়বিহ্বল হইলেন, এবং দুইবার শওক্রর দক্ষিণে পলায়নের চেষ্টা করিলেন । কিন্তু তাহাঁদের নামমাত্র রাজার এই অসদুপায় অবলম্বনে সমুদায় সৈন্ত বিশেষরূপ কুপিত হইল। তখন তাহার অনুভব হইল, তিনি নজরবন্দী অবস্থায় অবস্থিত ; স্বতরাং পলায়ন করিয়া নিজনে শাস্তি-সুখভোগের যে আশা তাহার মনে উদয় হইয়াছিল তাঁহাতে, এবং মুসলমান সৈন্য সংগ্রহের সমুদায় আশায় তিনি জলাঞ্জলি দিলেন, আশ্রয়দাতা ইংরাজদিগের সহিত তিনি মিলিত হইলেন না, এবং ইংরাজদিগের সহিত যুদ্ধের নিফল বাক্যালাপে ভয় প্রদর্শনেও তিনি বিরত রছিলেন । ১১২ এইরূপে জোয়াহির সিং, শিখদিগের অবিশ্বাসী ও ঘৃণাভাজন হষ্টলেন । লাল সিং উজীরের পদ প্রাপ্তির আশা করিয়াছিলেন; এক্ষণে র্তাহারই প্ররোচনায় জোয়াহির সিংহের প্রতি শিখদিগের বিদ্বেষ ও অবিশ্বাস আরও গাঢ়তর হইল। পেশোয়ার সিংহের হত্যাকাণ্ডে শিখজাতির সেই প্রধুমিত বিদ্বেষ-বহ্নি অনস্ত শিখা বিস্তার করিল। কারণ, জনসাধারণের অবমানন-স্বচক বলিয়া, সকলেই সেই কার্য অপরাধজনক ও দণ্ডাৰ্ছ বলিয়া মনে করিল; এবং এই নৃশংস কার্য অবাধে সংঘঠিত হইলে, সামন্তগণ কখনও নিরাপদে থাকিতে পারিবেন না মনে করিয়া, দেশীয় সামন্তগণ উহা দণ্ডাৰ্ছ বলিয়া নির্দেশ করিলেন । ১৩ সৈন্ত-সম্প্রদায়ের বিভিন্ন দলের পঞ্চায়েৎগণের এক সভা আহত হইল; তাহারা সকলেই একবাক্যে স্থির করিলেন,সাধারণ-তন্ত্রের বিরোধী এবং বিশ্বাসঘাতক জোয়াহির সিংহের প্রাণদণ্ড হইবে। কারণ, কোন অপরাধী মন্ত্রীকে অপসারিত করিতে হইলে, কলহপ্রিয়, বিশৃঙ্খল এবংঅর্থ-অসভ্য গবর্ণমেন্টের পক্ষে প্রাণদণ্ডের আজ্ঞাই একমাত্র উপায়। স্বতরাং ২১শে সেপ্টেম্বর জোঁয়াহির সিং খালসা" সভায় স্বীয় ছক্রিয়ার অভিযোগ খণ্ডন করার জন্য উপস্থিত হইতে আদিষ্ট হইলেন । তিনি হস্তী-পৃষ্ঠোপরি আরোহণ করিয়া তথায় গমন করিলেন; কিন্তু পরিণাম চিন্তায় ভীত হইয়া, তিনি শিশু মহারাজকে এবং কতকগুলি স্বর্ণ ও মণিমাণিক্য সঙ্গে লইয়া চলিলেন। সৈন্যগণের পুরোভাগে পৌঁছিবা মাত্র, হস্তস্থিত উপহার এবং বিপুল অর্থরাশি প্রদানের প্রতিজ্ঞ করিয়া, কতকগুলি ক্ষমতাশালী ডেপুটী ও কর্মচারিকে তিনি স্বদলভূক্ত করিতে চেষ্টা করিলেন । কিন্তু তাহার প্রতি সাধারণের কঠোর অভিপ্রায় ব্যক্ত করা হইল যে, মহারাজ তাহার নিকট থাকিতে পরিবেন না, এবং তাহার কোন কথাই শুনা হইবে না। মহারাজকে অনতিদূরবর্তী একটি শিবিরে রাখা হইল, এবং একদল সৈন্ত २०२ ॥ svse धुंडेiप्सब्र २७** ७ २vtनं ८रूङब्रांद्री ; aहे श्रयिण 4ावर seरे ७ sध्रे cनरन्छेचब “Rotoi utta witum surém to (Compare Major Broadsoot to Government, 23rd and 28th Feb, {h April—a demi-official letter—and 15th, 18th Sept. 1845. , HHHS HCLL LLL DD DDDgH BBD DDBBBDD DDDD DD DDDD DDS LLLLLLLL Major Broadfoot to Government, 22nd Sept. 1845.) , - .